দার্জিলিং চিড়িয়াখানায় এল ৬ নতুন অতিথি

0 56

পুজোর আগে পাহাড়ের পর্যটকদের জন্য সুখবর। দার্জিলিং চিড়িয়াখানায় আগমন ৬ নতুন অতিথির। জন্ম হল ৪টি রেডপান্ডা ও ২টি স্নো লেপার্ডের৷ সেই সঙ্গে পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিকাল পার্কে রেড পান্ডার সংখ্যা দাঁড়াল ১৯ ও স্নো লেপার্ডের সংখ্যা বেড়ে হল ১১।

দার্জিলিঙের পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিকাল পার্কে খুশির হাওয়া। জন্ম নিল ৪ লাল পান্ডা ও ২ তুষার চিতা। জুলাই মাসের শেষ দিকে রেড পান্ডা দম্পতি নিক্কি এবং প্রসন্ন চার শাবকের জন্ম দিয়েছে৷ প্রায় একই সময়ে স্নো লেপার্ড রাহানা দুই শাবকের জন্ম দিয়েছে৷ ফুটফুটে অতিথিদের পেয়ে স্বভাবতই খুশি পার্ক কর্তৃপক্ষ। দিনরাত খুদেদের উপর নজরদারি রাখছেন চিকিৎসক ও পার্ক কর্তৃপক্ষ। সদ্য জন্ম হওয়া ৬ শাবকই সুস্থ রয়েছে বলে জানিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ৷

নতুন ৪ শাবকের জন্মের পর বর্তমানে দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিকাল পার্কে রেড পান্ডার সংখ্যা দাঁড়িয়েছে ১৯। নতুন ২ শাবকের জন্মের ফলে মোট স্নো লেপার্ডের সংখ্যা বেড়ে হল ১১।

লাল পান্ডা এবং তুষারচিতার পাশাপাশি এর আগে হিমালয়ান নেকড়ে, টাকিন, হিমালয়ান নীল ভেড়া, হিমালয়ান থরের মতো বিলুপ্তপ্রায় প্রাণীদের কৃত্রিম প্রজনন সফল হয়েছে দার্জিলিং চিড়িয়াখানায়। জানালেন চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

পুজোর আগে এখন পাহাড়ের পর্যটকদের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু দার্জিলিং চিড়িয়াখানার নতুন ৬ অতিথি।

Leave A Reply

Your email address will not be published.