Gujrat Flood : ভারী বৃষ্টিতে বিপর্যস্ত গুজরাট, ১১টি জেলায় রেড অ্যালার্ট জারি

0 12

Gujrat Flood : বর্ষায় দেশজুড়ে দুর্ভোগ অব্যাহত। একটানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত গুজরাট। ভারী বৃষ্টিতে প্লাবিত গুজরাটের একাংশ। চলছে উদ্ধার কাজ। ঘরছাড়া ২৩ হাজারেরও বেশি মানুষ। জোরকদমে উদ্ধারকাজ চালাচ্ছে কেন্দ্র ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। এদিকে মৌসম ভবনের তরফে গুজরাটের ১১টি জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। হলুদ সতর্কতা জারি রয়েছে ২২ জেলায়।

দেবভূমি দ্বারকা জেলার কল্যাণপুর তেহশিল এলাকায় বায়ুসেনার বিমানে উদ্ধার কাজ চলছে। এখনও পর্যন্ত ২৯ জনের মৃত্যুর খবর মিলেছে। প্রায় সাড়ে ৮ হাজার মানুষকে প্লাবন অঞ্চল থেকে সরিয়েছে প্রশাসন। আজও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবারও মোদি-শাহর রাজ্যের ১১টি জেলায় ভারী বৃষ্টি হবে। এর ফলে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়বে বলেই মনে করা হচ্ছে। বাড়তে পারে হতাহতের সংখ্যাও। ইতিমধ্যে বন্যা কবলিত এলাকা থেকে ১৮ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরানো হয়েছে।

গুজরাটের পরিস্থিতি নিয়ে সে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। গতকাল সকালেই বন্যা পরিস্থিতি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেলের সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বন্যা পরিস্থিতি মোকাবিলায় সবরকমের সাহায্যের আশ্বাস দেন তিনি।

Leave A Reply

Your email address will not be published.