RG Kar Incident : ‘আন্দোলন চলছে, চলবে’, সিবিআইয়ের তদন্তে সন্তুষ্ট নন জুনিয়র চিকিৎসকেরা

0 20

কাজ হল না সুপ্রিম আবেদনেও। এইমসে আন্দোলন উঠলেও এখনই কর্মবিরতি প্রত্যাহার করছেন না রাজ্যের হাসপাতালগুলির জুনিয়র চিকিৎসকরা। বিচার মেলেনি। দাবিতে অনড় জুনিয়র চিকিৎসকরা। সিজিওতে আন্দোলনকারীদের একাংশ। আরজিকরের অধ্যক্ষের সঙ্গেও দফায় দফায় বৈঠক। অধরা রফাসূত্র। লাগাতার আন্দোলনে পড়ুয়াদের পাশেই। জানালেন, নিহত চিকিৎসকের মা-বাবা। জুনিয়র চিকিৎসকদের ভূমিকায় রাজনৈতিক চক্রান্তের গন্ধ পাচ্ছে তৃণমূল।

একদিন দুদিন নয়, লাগাতার ১৪ দিন। কর্মবিরতি প্রত্যাহারে নারাজ জুনিয়র চিকিৎসকেরা। তাঁদের দাবি, সত্যি সামনে আসুক। পাশাপাশি দাবি সুরক্ষা। বলা যেতে পারে তা নূন্যতমই। এদিকে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির জের সরাসরি পড়েছে হাসপাতালে। সমস্যায় পড়েছেন রোগীরা। বৃহস্পতিবার, সুপ্রিম শুনানিতে, চিকিৎসকদের কাজে ফেরার আবেদন করে প্রধান বিচারপতির বেঞ্চ। সেই নির্দেশ মেনেই দিল্লি ও কল্যাণী এইমসে কর্মবিরতি প্রত্যাহার করেছেন চিকিৎসকরা। জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার জন্য অনুরোধ FAIMA ডক্টরস অ্যাসোসিয়েশনের।

AIIMS কর্মবিরতি প্রত্যাহার করলেও রাজ্যের ছবিটা কিন্তু এখনও একই। কলকাতা মেডিক্যাল কলেজ হোক বা আরজিকর, এখনও পথেই জুনিয়র চিকিৎসকরা। নয়া অধ্যক্ষের সঙ্গে বৈঠকের পর বৈঠক। কিন্তু রফাসূত্র এখনও অধরা। সন্দীপকে সরিয়ে দেওয়ার পর সুহৃতা পালকে অধ্যক্ষ হিসেবে নিয়োগ করা হয়। কিন্তু আন্দোলনের চাপে অবশেষে সুহৃতাকেও সরতে হয়। আন্দোলনকারীদের দাবি মেনে অধ্যক্ষ-সহ বদল করা হয় এমএসভিপি বুলবুল মুখোপাধ্যায় ও চেস্ট মেডিসিনের প্রধান অরুণাভ দত্ত চৌধুরী।

তাতে অবশ্য চিঁড়ে ভেজেনি! আন্দোলনের ঝাঁঝ এতটুকু কমেনি। সিজিও থেকে স্বাস্থ্যভবন অভিযানের পর শুক্রবার ফের সিবিআই আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ করতে সিজিওতে যায় চিকিৎসকদেক ১০ সদস্যের একটি প্রতিনিধি দল।

কিন্তু, সিবিআই কর্তাদের সঙ্গে বৈঠক করেও ভবি ভোলার নয়! তদন্ত চললেও কোনও আশার আলো নেই। দশদিন কাটল। কোনও অপরাধীকে শনাক্ত করতে পারেনি সিবিআই। বৈঠক শেষে মন্তব্য জুনিয়র চিকিৎসকদের।

আরজিকরের নিহত চিকিৎসকের পরিবারের দাবি, বৃহত্তর আন্দোলনে পাশে থাকবেন তাঁরা। প্রয়োজনে প্রতিবাদ মঞ্চে গিয়ে বসবেন।

পরিস্থিতি স্বাভাবিক করতে আবেদন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের।

ইতিমধ্যেই আন্দোলনকারীদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন আরজিকরের নবনিযুক্ত সুপার সপ্তর্ষি চট্টোপাধ্যায়। আন্দোলনকারীদের পাশে থেকে সহমর্মিতাও জানিয়েছেন সপ্তর্ষি। কিন্তু, আন্দোলন থেকে সরছেন না জুনিয়র চিকিৎসকেরা। দিনশেষে স্পষ্ট করলেন আন্দোলনকারীরা।

Leave A Reply

Your email address will not be published.