ফের রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন। আরজি কর কাণ্ডের রেশ এখনও কাটেনি তারমধ্যেই আবারও এক তরুণীর উপর হামলা। বেলুড়ে অ্যাসিড হামলার অভিযোগ। তরুণীকে অ্যাসিড ছুড়ে মারার অভিযোগ। আক্রান্ত তরুণী হাওড়া জেলা হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি। ঘটনার তদন্তে বেলুড় থানার পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান তরুণীর কোনও পরিচিত ব্যক্তিগত আক্রোশ থেকে হামলা করেছে।
হাওড়ার বেলুড়ের ভোটবাগানে অ্যাসিড হামলার শিকার তরুণী। বুধবার গভীর রাতে ঘরের ঘুলঘুলি দিয়ে অ্যাসিড ছোড়া হয় বলে অভিযোগ। অ্যাসিডে তরুণী ও তাঁর মা জখম হন। গুরুতর জখম তরুণী হাওড়া জেলা হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।
বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে যায় পুলিশ, ঘটনাস্থলে যান হাওড়ার ডিসি নর্থ বিশপ সরকার। আক্রান্ত তরুণীর ঘর থেকে নমুনা সংগ্রহ করা হয়। তরুনীর বাড়ির আশে-পাশে তল্লাশি চালায় পুলিশ। এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন পুলিশ আধিকারিকরা।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান তরুণীর পরিচিত কেউই হামলা চালিয়েছে। ব্যক্তিগত আক্রোশ থেকেই হামলা মনে করছে পুলিশ। হামলার পিছনে এক জন নাকি একাধিক ব্যক্তি জড়িত? কোথা থেকে এল অ্যাসিড? একাধিক প্রশ্ন। উত্তর খুঁজছে পুলিশ।