R G Kar Incident : চিকিৎসক খুনে জড়িত একাধিক! আরজি কর নিয়ে বিস্ফোরক নির্যাতিতার মা-বাবা

0 32

R G Kar Incident : আরজি কর নিয়ে বিস্ফোরক নির্যাতিতার মা-বাবা। একজন নয়, খুনে জড়িত একাধিক ব্যক্তি। অন্যত্র খুন করে সেমিনার হলে দেহ রাখা হতে পারে। আশঙ্কা নিহত চিকিৎসকের বাবার। কর্মরত অবস্থায় আরজি করে নিহত চিকিৎসক যে স্বস্তিতে ছিলেন না এদিন সেকথা জানিয়েছেন তার মা। পুলিশর তদন্তে গাফিলতি ছিল বলেই সিবিআই তদন্তের দাবি করেছেন। স্পষ্ট কথা নির্যাতিতার বাবার।

একজন নয় খুনের পেছনে জড়িত অনেকেই। সেমিনার হল নয়, খুন করা হতে পারে অন্য জায়গায়। শনিবার এমনই আশঙ্কার কথা জানালেন নিহত চিকিৎসকের বাবা।

গোটা ঘটনার পেছনে কোনও বড় চক্র থাকতে পারে বলে অভিযোগ করেন তিনি। এমনকি আরজিকর হাসপাতালে যে অসাধু চক্র ছিল তা নিয়েও একপ্রকার নিশ্চিত তিনি।

ডিপার্টমেন্টের গাফিলতির অভিযোগ তুলেছেন নির্যাতিতর মা। ভেতরের কেউ জড়িত থাকতে পারে এমন আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

একজন নয় একাধিক ব্য়ক্তি এই খুনের সঙ্গে জড়িত । এমনটাই অভিযোগ নির্যাতিতার মায়ের। তার দাবি ফরেন্সিক এক্সপার্টরাও তার বাড়িতে এসে এমন দাবি করেছে।

আরজিকরকাণ্ড নিয়ে তোলপাড় রাজনীতি। কলেজের প্রাক্তন অধ্য়ক্ষ সন্দীপ ঘোষকে লাগাতার জেরা করছে সিবিআই। হাইকোর্টের নির্দেশে পুলিশের হাত থেকে তদন্ত সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে সিবিআইকে। এর পরেই ১৪ আগস্ট পুলিশ কমিশনার বিনীত গোয়েল বার বার দাবি করেন সঞ্জয়ই মূল অভিযুক্ত। পুলিশের তদন্তে কোনও গাফিলতি ছিল না। বিনীত গোয়েল আঙুল তুলেছিলেন সংবাদমাধ্য়মের দিকে।

তবে সেই তথ্য় মানছেন না নির্যাতিতার পরিবার। মৃত ডাক্তারের মায়ের দাবি, পুলিশের তদন্তে গাফিলতি ছিল তাই সিবিআই তদন্তের দাবি জানিয়েছিলেন তিনি।

তথ্য়প্রমাণ লোপাটের চেষ্টা থেকে প্রভাবশালী যোগ, আরজিকর কাণ্ডের তদন্তে একাধিক জল্পনা উঠে এসেছে। তদন্ত এখন সিবিআইযের হাতে। দেখার পালা এই তদন্ত কত দ্রুত সিবিআই শেষ করতে পারে।

Leave A Reply

Your email address will not be published.