SUCI-এর ডাকে রাজ্যজুড়ে ধর্মঘট, জনজীবন স্বাভাবিক রাখতে তৎপর নবান্ন

0 35

আরজি কর কাণ্ডের প্রতিবাদেএস ইউ সি আই এর ডাকে আজ রাজ্যজুড়ে ধর্মঘট। এসইউসিআই এর ছাত্র সংগঠন এ আই ডি এস ও-র ডাকে ছাত্র ধর্মঘট সারা বাংলা জুড়ে। সকাল থেকেই যোগমায়া দেবী কলেজের গেটের সামনে এ আই ডি এস ও সমর্থকরা বিক্ষোভ স্লোগান দিতে শুরু করেন। কলেজের গেট বন্ধ করে পিকেটিং শুরু হয়েছে বনধ সমর্থকদের। উই ওয়ান্ট জাস্টিস এই স্লোগানকে সামনে রেখে সোচ্চার হন বনধ সমর্থকরা।

SUCI-র ডাকা বনধের মিশ্র প্রভাব পড়ল আসানসোলে। আরজি করে হামলার প্রতিবাদে ১২ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছে SUCI। ১৬ অগাস্ট সকাল ৬টা থেকে ১২ ঘণ্টা রাজ্য়ের সমস্ত জনসাধারণকে আরজি করে ঘটনার প্রতিবাদে সাধারণ ধর্মঘট পালন করার আহ্বান জানায় SUCI। চিকিৎসককে ধর্ষণ ও খুন। আরজি করে ভাঙচুর। এসবের প্রতিবাদে আগেই বাংলা বনধের ডাক দেয় এসইউসিআই। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও এই বনধকে সমর্থনের ডাক দিয়েছেন। বনধের পাশাপাশি জায়গায় জায়গায় বিজেপির নেতৃত্বে অবরোধেরও আশঙ্কা।

পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরেও ধর্মঘটের ডাক SUCI-এর। ধর্মঘটের সমর্থনে মানিকতলা মোড় থেকে মিছিল করেন SUCI কর্মী সমর্থকরা। আরজি করে চিকিৎসক খুন ও দুষ্কৃতী হামলার প্রতিবাদে ধর্মঘটের ডাক SUCI-এর।

আরজি করে চিকিৎসক খুন ও দুষ্কৃতী হামলার প্রতিবাদ। ১২ ঘন্টার ধর্মঘটের ডাক দিয়েছে SUCI । ক্যানিংয়ের বিভিন্ন জায়গা থেকে মিছিল করেন তাঁরা। গোসাবার বাজারেও মিছিল করে SUCI। আরজি করে চিকিৎসক খুন ও দুষ্কৃতী হামলার প্রতিবাদ। রাজ্যজুড়ে ১২ ঘণ্টার ধর্মঘটের ডাক SUCI-এর। শিলিগুড়ি শহরেও বনধের প্রভাব পড়ল। বন্ধ দোকান পাট। বনধের সমর্থনে শহরের হিলকার্ট রোডে মিছিল করেন আন্দোলনকারীরা।

Leave A Reply

Your email address will not be published.