তরুণী চিকিৎসককে হত্যা ও ধর্ষণের অভিযোগে উত্তাল বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। স্বাস্থ্য দফতরের নির্দেশিকা উপেক্ষা করে রবিবারও কর্মবিরতি চালান জুনিয়র ডাক্তাররা। কর্মবিরতির জের পড়ে হাসপাতালের চিকিৎসা পরিষেবায়। কলকাতায় তরুণী চিকিৎসক খুনের প্রতিবাদে সোচ্চার বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জুনিয়র ডাক্তাররা। ঘটনায় জড়িতদের উপযুক্ত শাস্তি এবং বাঁকুড়া মেডিক্যাল কলেজে উপযুক্ত নিরাপত্তার দাবিতে কর্মবিরতিতে নেমেছেন জুনিয়র ডাক্তাররা। স্বাস্থ্য দফতর কর্মবিরতি তুলে নেওয়ার নির্দেশ দিলেও সেই নির্দেশকে উপেক্ষা করেই কর্মবিরতি চালিয়ে যান বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা।
বিক্ষোভকারী চিকিৎসকদের অভিযোগ, আরজি করের ঘটনায় প্রকৃত সত্যকে ধামা চাপা দেওয়ার চেষ্টা চালাচ্ছে প্রশাসন। হাসপাতালে উপযুক্ত নিরাপত্তা না থাকার অভিযোগ মেনে নিয়েছেন সুপার। আরজি করের ঘটনার প্রতিবাদ ও দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে রবিবার বাঁকুড়া শহরের কলেজ রোড এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বাম ছাত্র সংগঠন এসএফআই ও ডিওয়াইএফআই।
জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে বাঁকুড়া মেডিক্যাল কলেজের নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। লাগানো হয়েছে অতিরিক্ত সিসিটিভি। সিসিটিভির জন্য স্বাস্থ্য দফতরের তরফে শনিবারই টাকাও পাঠানো হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল সুপার।