Bangladesh Business : স্বাভাবিক হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্তের বাণিজ্য

0 45

শুরু হল ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি এবং রফতানি। স্বাভাবিক হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্তের বানিজ্য। ঘোজাডাঙা সীমান্তে ব্যবসা শুরু। বাংলাদেশ থেকে ফিরছে ভারতীয় ট্রাক। পেট্রাপোলেও শুরু আমদানি রফতানি। ফুলবাড়ি সীমান্ত দিয়েও ফিরছে ভারতীয় ট্রাক। বাংলাদেশে ফিরছেন আটকে পড়া ট্রাকচালকরা।

বাংলাদেশের অশান্ত পরিস্থিতির প্রভাব পড়েছে ভারত বাংলাদেশের বানিজ্যে। উত্তর ২৪ পরগনা বসিরহাটের ঘোজাডাঙ্গা সীমান্ত এশিয়া মহাদেশের দ্বিতীয় স্থূলতম বন্দর। ভারত থেকে খুবই কম পণ্যবাহী ট্রাক বাংলাদেশ যাচ্ছে। অন্যদিকে বাংলাদেশ থেকে পণ্যবাহী ট্রাক আসছে না।

বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার পেট্রাপোল সীমান্তে চালু হল আমদানি-রফতানি।

পেট্রাপোল বন্দর দিয়ে চালু হল আমদানি রপ্তানি, আতঙ্ক ভয় নিয়ে বাংলাদেশে যাচ্ছেন ভারতীয় ট্রাক চালকেরা। আতঙ্ক নিয়েই পেশার তাগিদে ভারত থেকে পণ্য নিয়ে বাংলাদেশে যাচ্ছেন বলে জানিয়েছেন ভারতীয় চালকেরা।

বৃহস্পতিবার সকাল থেকে ফের মহদিপুর সীমান্ত দিয়ে শুরু হল আমদানি-রফতানি। সকাল থেকেই বাংলাদেশে যেতে শুরু করেছে বাংলাদেশিদের ট্রাক। এদিকে বাংলাদেশ থেকে ফিরছে ভারতীয়দের ট্রাক।

ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্তও। শেখ হাসিনা সরকারের পতনের পর হিলি সীমান্তে আমদানি রফতানি বন্ধ হয়ে যায়। ব্যাবসায়ীদের সুরক্ষার জন্য সীমান্ত সংলগ্ন দোকান বন্ধ করে দেয় বিএসএফ। বৃহস্পতি বার থেকে খুলেছে সব দোকান।

ফুলবাড়ী সীমান্তের বানি ক্রমেই স্বাভাবিক হয়ে উঠছে। ভারত সীমান্তে দাঁড়িয়ে সারি সারি ট্রাক। মূলত পাথর বোঝাই করে বাংলাদেশ রফতানি হচ্ছে। অন্যদিকে যেসব গাড়ি দিয়ে বাংলাদেশে পণ্য নিয়ে যাওয়া হয়েছিল সেগুলিও ফিরে আসছে।

Leave A Reply

Your email address will not be published.