Buddhadeb Bhattacharjee Death : ৮ অগাস্ট লড়াই থামল বুদ্ধদেব ভট্টাচার্যের, ৯ আগস্ট হবে শেষ শ্রদ্ধা

0 53

Buddhadeb Bhattacharjee Death : প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ৮ অগাস্ট লড়াই থামল বুদ্ধদেব ভট্টাচার্যের। সকাল ৮.২০ মিনিটে না ফেরার দেশে চলে গেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। বয়স হয়েছিল ৮০ বছর। পশ্চিমবঙ্গে ৩৪ বছরের বামফ্রন্ট শাসনের দ্বিতীয় এবং শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বৃহস্পতিবার সকাল ৮ টা ২০ মিনিটে পাম অ্যাভিনিউয়ের বাড়িতে জীবনাবসান। টুইটে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। বুদ্ধদেবের বাড়িতে যান মুখ্যমন্ত্রী । বুদ্ধদেবের পরিবার ও সিপিএম দলের সকলের প্রতি সমবেদনা জানান তিনি। পাম অ্যাভেনিউয়ে যান রাজ্যপালও। শোক প্রকাশ করেছেন রাহুল গান্ধিও।

বৃহস্পতিবার সকালে হঠাৎই অবস্থার অবনতি হয় তাঁর। নেবুলাইজার দেওয়া হয় বুদ্ধদেব ভট্টাচার্যকে। সেই সময় হৃদরোগে আক্রান্ত হন বুদ্ধদেব। চিকিৎসকদের খবর দেওয়া হয় দ্রুত। তাঁরা এসে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে প্রয়াত বলে ঘোষণা করেন।

প্রাক্তন মুখ্যমন্ত্রীর মৃত্যুর খবর পেয়ে একে একে পাম অ্যাভেনিউতে হাজির সিপিএমের নেতারা। দীর্ঘদিনের সহযোদ্ধাকে হারিয়ে শোকস্তব্ধ বিমান বসু।

পাম অ্যাভেনিউতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুদ্ধদেব ভট্টাচার্যের পরিবারের সঙ্গে দেখা করেন মমতা। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের অনেক অবদান রয়েছে। কারও মৃত্যুতে জীবন শেষ হয়ে যায় না। মানুষ বেঁচে থাকে তাঁর কাজের মধ্যে দিয়ে. বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

পাম অ্যাভিনিউয়ে বুদ্ধদেবের বাড়িতে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। বাংলার অপূরণীয় ক্ষতি জানালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়ানে শোক জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী ও লোকসভার বিরোধা দলনেতা।
রাহুল গান্ধী।

শুক্রবার শেষ শ্রদ্ধা জানানো হবে বুদ্ধদেব ভট্টাচার্যকে। মুখ্যমন্ত্রী অনুরোধ করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্ষের দেহ নন্দন বা রবীন্দ্র সদনে শায়িত রাখতে পারে পরিবার। তবে পরিবার ও দল যা সিদ্ধান্ত নেবে তাতে সম্পূর্ন সহযোগিতা করবে সরকার।

৯ আগস্ট, বুদ্ধদেব ভট্টাচার্যের শোকযাত্রা। পিস ওয়ার্ল্ড থেকে বিধানসভার উদ্দেশ্যে রওনা সকাল ১০.৩০। বিধানসভা ভবনে মরদেহ থাকবে বেলা ১১ থেকে বেলা ১১.৩০ টা পর্যন্ত। মুজফফর আহমেদ ভবনে বেলা ১২ থেকে বিকেল ৩.১৫ পর্যন্ত থাকবে। সেখান থেকে দেহ নিয়ে যাওয়া হবে দীনেশ মজুমদার ভবনে, বিকেল ৩.১৫ থেকে বিকেল ৩.৩০ পর্যন্ত। দীনেশ মজুমদার ভবন থেকে নীলরতন সরকার মেডিক্যাল কলেজ। পৌনে ৪টে পর্যন্ত বুদ্ধদেবের দেহ শায়িত থাকবে সেখানে। সেখান থেকে শ্রদ্ধাজ্ঞাপনের পরে মিছিল করে দেহ নিয়ে যাওয়া হবে শিয়ালদহের এনআরএস হাসপাতালে বিকেল ৪টে নাগাদ।

বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে রাজ্যের সমস্ত সরকারি অফিসে সম্পূর্ণ ছুটি ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি প্রাক্তন মুখ্যমন্ত্রীর শেষযাত্রায় রাজ্য সরকারের পক্ষ থেকে সম্পূর্ণ সহযোগিতা করা হবে জানান মমতা।
বৃহস্পতিবার দুপুরে পাম অ্যাভেনিউয়ের বাড়ি থেকে পিস ওয়ার্ল্ডে নিয়ে যাওয়া হয় বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ।
বুদ্ধদেবের প্রয়ানে শেষ বাংলার রাজনীতির এক বর্ণময় অধ্যায়ের। প্রশাসক হিসেবে সমালোচনা হলেও , ব্যক্তি বুদ্ধদেব হয়ে রইরইলেম সাদামাটাই।

Leave A Reply

Your email address will not be published.