Bangladesh Protest : বাংলাদেশ আন্দোলনে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়ে, হাসিনা সরকারের পদত্যাগ দাবি

0 24

Bangladesh Protest : ফের অশান্ত বাংলাদেশ। ফের পথে যুবসমাজ। হাসিনা সরকারের পদত্যাগ দাবি। বাংলাদেশে অসহযোগ আন্দোলনে মৃতের সংখ্যা একশো ছাড়াল। মৃতের সংখ্যা বেড়ে ১০৩।

আজ ঢাকায় লংমার্চের ডাক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের। পরিস্থিতি সামাল দিতে রবিবার সন্ধ্যা থেকে অনির্দিষ্টকালের কারফিউ ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবাও। আজ থেকে তিন দিনের ছুটিও ঘোষণা করা হয়েছে। এর মাঝে আন্দোলনকারীদের লং মার্চের ডাক নতুন করে অশান্তির জন্ম দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কড়া বার্তা দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন , নৈরাজ্য কোনও ভাবেই বরদাস্ত নয়। কড়া হাতে মোকাবিলা। বাংলাদেশে বসবাসকারী ভারতীয়দের জন্য সতর্কবার্তা বিদেশমন্ত্রকের। প্রয়োজনে ঢাকা হাই কমিশনের সঙ্গে যোগাযোগ করতে নির্দেশ। পাশাপাশি বাংলাদেশে ভ্রমণে আপাতত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বিদেশমন্ত্রকের তরফে।

বাংলাদেশের বাতাসে কেবলই বারুদের গন্ধ! রবিবার থেকে শুরু অসহযোগ আন্দোলন। দিনভর সংঘর্ষ। সারাদেশে নিহতের সংখ্যা ৯০ পার। পুলিশের সঙ্গে এখানে-সেখানে সংঘর্ষে জড়ালেন পড়ুয়ারা। উত্তাল রাজধানী ঢাকা। বিক্ষোভকারীদের মৃতদেহ নিয়ে শহীদ মিনার ঘেরাও। চলল স্লোগান। পাল্টা পথে নামল পুলিশও।

আজমপুরে আওয়ামী লীগ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ। মিরপুর-১০ নম্বর গোলচত্বরেও ধু্ন্ধুমার।

ফেনীতে সংঘর্ষ। নিহত একাধিক। সিরাজগঞ্জ ও কুমিল্লায় পুলিশের সঙ্গে সংঘর্ষ। চলল গুলিও। নিহত ১৪ পুলিশকর্মী।

রবিবার সন্ধ্যা ৬টা থেকে জারি কার্ফু। রাজধানী ঢাকা-সহ সব জেলা সদর, বিভাগীয় সদর, মহকুমা, পুরসভা এলাকা, উপজেলায় জারি কার্ফু। সোমবার থেকে তিন দিন ছুটি বাংলাদেশে।

Leave A Reply

Your email address will not be published.