Waterlogging : টানা বৃষ্টিতে বিপর্যস্ত বাংলা, ভরা বর্ষায় দুর্ভোগের ছবি জেলায় জেলায়, বিপাকে সাধারণ মানুষ

0 37

টানা বৃষ্টিতে বিপর্যস্ত বাংলা। ঘূর্ণাবর্ত এবং মৌসুমি অক্ষরেখার প্রভাবে টানা বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলায়। চারিদিকে বন্যা পরিস্থিতি। তার জেরে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। বহু গ্রাম যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত বীরভূম। জলের তলায় কঙ্কালিতলা , বন্ধ করে দেওয়া হয়েছে মন্দির। ইলামবাজারে ফুঁসছে অজয়, আতঙ্ক বাড়ছে টিকরবেতা, জয়দেবের বাসিন্দাদের। জলের তলায় বোলপুরের একাধিক ওয়ার্ড। জলমগ্ন বোলপুর স্টেশন ধীরে চলছে দুরপাল্লার ট্রেন।

বীরভূমের লাভপুরের বিপ্রটিকুড়ি, সরিপায় বন্যা পরিস্থিতি। ঠিবা পঞ্চায়েতে বিপজ্জনক পরিস্থিতি । বন্যার আশঙ্কায় ঘুম উড়েছে এলাকার বাসিন্দাদের।

নানুরের সুন্দরপুর, রামকৃষ্ণপুর, গাজিডাঙ্গাল সহ একাধিক নদী তীরবর্তী গ্রামে প্লাবন। বিঘার পর বিঘা ধান জমির জলের তলায়। জল ঢুকেছে নিঁচু এলাকার বাড়িগুলিতেও।

টানা বৃষ্টির জেরে চন্দ্রভাগা নদীর জল বইছে ব্রিজের ওপর দিয়ে। সিউড়ি ২ নম্বর ব্লকের প্রধান রাস্তার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন বেশ কয়েকটি গ্রামের।

শান্তিনিকেতনের গোয়ালপাড়ায় কোপাই নদীর জল সেতুর উপর দিয়ে বিপদজনক ভাবে বইছে । এই সেতু দিয়েই পাড়ুই হয়ে খুব সহজেই সিউড়ি যাওয়া যায়। তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সেতুর উপর দিয়ে জল বইতে থাকায় সমস্যায় স্থানীয়রা।

ইলামবাজারের মহেশাপুর গ্রামে গোল্টে থেকে বোলপুর আসার রাস্তায় ধস। জলের তোড়ে ভেসে যায় একটি মালবাহী গাড়ি। রাস্তায় যাতায়াত সম্পূর্ণভাবে বন্ধ।

এদিকে ভরা বর্ষায় বিপর্যস্ত হুগলির গোঘাট। মেদিনীপুর-আরামবাগ রাজ্য সড়কের ওপর দিয়ে বইছে জলের স্রোত। একাধিক গ্রামের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন। বাঁকুড়ার মেজিয়ায় ঘরবন্দি শতাধিক পরিবার। ওন্দায় জলের তলায় স্কুল, বাতিল পরীক্ষা।

জলের তোড়ে ভেসে গেল হুগলি-মেদনীপুরের সংযোগকারী রূপনারায়ণের উপর পারাপারের বাঁশের সাঁকো। প্রবল বৃষ্টিতে জলের তলায় বাঁকুড়া মেজিয়ার রেল কলোনি ও গার্লস স্কুল কলোনি। জলবন্দি শতাধিক পরিবার।
নিকাশি নালার ভরাট করে বাড়ি তৈরি হচ্ছে বলে অভিযোগ। কোথাও ভাসছে রাজ্য সড়ক, কোথাও জলের তলায় স্কুল তো কোথাও ঘরবন্দি একাধিক পরিবার। ভরা বর্ষায় দুর্ভোগের ছবি জেলায় জেলায়।

Leave A Reply

Your email address will not be published.