North India : উত্তরাখণ্ড থেকে হিমাচল প্রদেশ, প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর ভারত

0 45

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর ভারত। উত্তরাখণ্ড থেকে হিমাচল মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত বিস্তীর্ণ এলাকা। উচ্চপর্যায়ের বৈঠক ২ রাজ্যের মুখ্যমন্ত্রী। ঋষিকেশ, দেরাদুন, হরিদ্বারে বিপদ সীমা ছুঁয়েছে গঙ্গা। দিল্লিতে টানা বৃষ্টিতে ভেঙে পড়ল স্কুলের দেওয়াল। রাজ্যস্থানে জমা জলে মৃত ৩।

টানা বৃষ্টিতে প্লাবিত হিমাচল প্রদেশ। সিমলা জেলায় বিপদ আরও বাড়িয়েছে মেঘ ভাঙা বৃষ্টি। হড়পা বানে বেশ কয়েক জনের মৃত্যুর আশঙ্কা। মাণ্ডির পাণ্ডো বাঁধ থেকে জল ছাড়া হয়েছে। বিপদসীমার ওপর দিয়ে বইছে কুলুর বিয়াস নদীর জল। সতর্ক করা হয়েছে নদীর তীরবর্তী এলাকার বাসিন্দাদের।

মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুকে ফোন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। বিপর্যয় মোকাবিলায় সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন শাহ। পরিস্থিতি মোকাবিলায় উচ্চ পর্যায়ের বৈঠক করেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী।

উত্তরাখণ্ডেও মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত বহু এলাকা। হড়পা বানে ভেসে গিয়েছে গাড়ি , বিপদ সীমার উপর দিয়ে বইছে একাধিক নদী। বিপর্যয় মোকাবিলায় জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।

জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকের পর বিপর্যস্ত এলাকায় হেলিকপ্টারে পরিদর্শন করেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী।
রুদ্রপ্রয়াগে দুর্গতদের সঙ্গেও কথা বলেন তিনি।

প্রবল বৃষ্টিতে ফুলে উঠেছে গঙ্গা। ঋষিকেশ, দেরাদুনে গঙ্গার রুদ্ররূপ বাড়িয়েছে আতঙ্ক। এদিকে হরিদ্বারের ভীমগোডা বাঁধে বিপদসীমা ছুঁয়েছে গঙ্গা। পরিস্থিতি সামলাতে বাঁধ থেকে ছাড়া হচ্ছে জল।

গরমের পর এবার বৃষ্টি। প্রকৃতির রোষানলে বিপর্যস্ত রাজধানী। দিল্লির একাধিক এলাকা জলমগ্ন। কাজের দিনে জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে দিল্লিবাসীকে।

দিল্লির রাধাস্বামী সৎসঙ্গ মার্গের কাছে ভেঙে পড়ল স্কুলের দেওয়াল। হ্যাপি স্কুলের দেওয়াল ভেঙে ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি গাড়ি।

দিল্লির সঙ্গম বিহারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ১। শোকাহত পরিবারের সঙ্গে দেখা করেন বিধায়ক দীনেশ মোহানিয়া।

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত রাজস্থানও। জলের তলায় জয়পুরের বিস্তীর্ণ এলাকা। ধ্বজনগরে বেসমেন্টে জমা জলে ৩ জনের মৃত্যু। বৃহস্পতিবার সকালে উদ্ধার করা হয় দেহ।

Leave A Reply

Your email address will not be published.