Wayanad Landslide : মৃত্যুপুরীতে পরিণত ওয়েনাড়, আটকে বাংলার কয়েকজন পর্যটক ও শ্রমিক

0 22

ওয়েনাড়ের বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৯৩। এখনও প্রায় ২৫০ জন নিখোঁজ। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালাচ্ছে সেনা, বায়ুসেনা ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। বৃহস্পতিবার বিধ্বস্ত ওয়েনাড়ে যান কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। সঙ্গে ছিলেন প্রিয়াঙ্কা গান্ধীও। আকাশ পথে ওয়েনাড়ের পরিস্থিতি দেখেন রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। দুর্গতদের পাশে দাঁড়াতে ওয়েনাড়ে তৃণমূলের দুই সাংসদকে পাঠাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ওয়েনাড়(Wayanad)। মঙ্গলবারের ভয়াবহ বৃষ্টি ও ভূমিধসে যেন তালগোল পাকিয়ে গিয়েছে কেরলের ওয়েনাড়। ইসরোর উপগ্রহ চিত্রে ধরা পড়েছে প্রকৃতির তাণ্ডবলীলার ছবি।

বিপর্যস্ত ওয়েনাড়বাসীর পাশে এসে দাঁড়িয়েছেন রাহুল গান্ধী। বৃহস্পতিবার দিদি প্রিয়াঙ্কাকে সঙ্গে নিয়ে ওয়ানাড়ের পরিস্থিতি ঘুরে দেখেন কংগ্রেস নেতা। রাহুল ও প্রিয়াঙ্কা কয়েকটি ত্রাণ শিবিরেও যান। কথা বলেন ঘরবাড়ি হারানো মানুষের সঙ্গে।

বৃহস্পতিবার আকাশপথে ওয়েনাড়ের পরিস্থিতি ঘুরে দেখেন রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।

আকাশপথে ওয়েনাড়ের পরিস্থিতি দেখার পর মুখ্যমন্ত্রী বলেন, “আমাদের রাজ্য এমন বেদনাদায়ক দৃশ্য আগে কখনও দেখেনি। এক লহমায় বহু মানুষের প্রাণ কেড়ে নিয়েছে প্রকৃতির রুদ্ররোষ। উদ্ধারকারীরা অত্যন্ত দ্রুততার সঙ্গে কাজ করছেন। সরকার স্বজন হারাদের পাশে রয়েছে। আহতদের চিকিৎসায় সব ধরনের সহযোগিতা করবে সরকার।”

ওয়েনাড়ের বিপর্যয়ে এক্স হ্যান্ডেলে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওয়ানাড়ে বাংলার কয়েকজন পর্যটক ও শ্রমিক আটকে রয়েছেন বলে খবর। তাদের ফিরিয়ে আনার জন্য দলের দুই সাংসদ সুস্মিতা দেব এবং সাকেত গোখলেকে ওয়ানড়ে পাঠাচ্ছেন তিনি। মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে লিখেছেন। ওয়ানাড়ে এক ভয়ঙ্কর বিপর্যয় ঘটে গিয়েছে। ওয়ানাড়ের ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। মানবিক কারণে আমরা ২ সাংসদকে ওয়ানড়ে পাঠাচ্ছি। তাঁরা দুদিন সেখানে থাকবেন। মৃত এবং আহতদের পরিবারের সঙ্গে দেখা করবেন তাঁরা।

ঘটনার পর তিন দিন কেটে গেলেও এখনও অনেকেরই খোঁজ মিলছে না। ধ্বংসস্তূপ ও ভেঙে পড়া ঘরবাড়ির নিচে চলছে প্রাণের খোঁজ। হাসপাতালগুলিতেও বহু মানুষের চিকিৎসা চলছে। প্রাণে বেঁচে গেলেও এখন আতঙ্কে ভয়ানক আতঙ্কে ভুগছেন ওয়েনাড় বাসিন্দারা।

Leave A Reply

Your email address will not be published.