সাবধান! বনাঞ্চল থেকে বুনোহাতিরা ঢুকে পড়ছে লোকালয়ে

0 62

অসমে হাতির উপদ্রব নিয়মিত ঘটনায় পরিণত। শুধু গ্রামাঞ্চলই নয়, হাতির উপদ্রব গুয়াহাটি মহানগরীতেও আতঙ্কের কারণ হয়ে উঠেছে। গুয়াহাটি মহানগরীতেও বুনোহাতির উপদ্রব দেখা যাচ্ছে। শুক্রবার রাতে একটি বুনোহাতি নীলাচল পাহাড়ের একটি এলাকায় তাণ্ডব চালায়। একটি বাড়ির দেওয়াল ভেঙে ফেলে হাতিটি। তারপর ঢুকে যায় ঘন জঙ্গলে।

জনবসতিতে ঢুকে তাণ্ডব চালাচ্ছে বুনোহাতিরা। বুনোহাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ। ঘরবাড়ি ভেঙে তছনছ করছে হাতির পাল। গুয়াহাটির নীলাচল পাহাড়ে বুনোহাতির উপদ্ৰব। পাণ্ডু-কামাখ্যা পথে বুনোহাতির বিচরণে জনমনে আতঙ্ক। হাতির খোঁজে নীলাচলে অভিযান বন দফতরের।

এদিকে, নারায়ণপুরে অসম-অরুণাচল সীমানার গরুবন্ধা ট্ৰামজুলিতে বুনোহাতির তাণ্ডব। অরুণাচল পাহাড় থেকে নেমে এসেছে বুনোহাতির পাল। গরুবন্ধার এক বাড়িতে ব্যাপক ভাঙচুর বুনোহাতির। পালিয়ে আত্মরক্ষা পরিবারের ৩ সদস্যের।

খবর সূত্রে, ক্ষতিগ্রস্ত ব্যক্তি বলেন ‘প্রতি বছরই বুনোহাতির পাল এসে আমাদের ক্ষতি করে। গতকাল রাতেও এসেছিল। হাতির পাল এসে ঘরের দেওয়াল ভেঙেছে, জানালা ভেঙেছে, বিছানা ভেঙেছে, রান্নাঘরের সমস্ত সামগ্রী…কড়াই, বাসনপত্র সবই পায়ে পিষে নষ্ট করেছে। এখন আমাদের খাওয়ার মতোও কিছু নেই। খাবার তৈরির সুবিধাও নেই।’ ‘গতকাল রাতে হাতির পাল এসে আমাদের ঘর ভেঙে দেয়। এটা ভেঙেছে, ওটা ভেঙেছে, ওদিকেরটা ভেঙেছে…এটা অর্ধেক ছিল, ভেঙে দিয়েছে। গতকাল রাতের আগে পর্যন্ত রান্নাঘরের কোনও ক্ষতি করেনি। কিন্তু কাল রাতেই সব ভেঙে ফেলেছে।’

নুমলিগড়ের নানা অঞ্চলে বুনোহাতির উপদ্ৰব। শুক্রবার রাতে ধলাগুড়ি চা বাগানে হাতির হানা। শ্ৰমিক লাইনে ২টি পরিবারের ঘর ভেঙে লণ্ডভণ্ড। গভীর রাতে ২ শ্রমিকের ঘরে আক্রমণ চালায় বুনোহাতি। ২টি ঘর ভেঙে তছনছ করে চলে যায় হাতিটি।

Leave A Reply

Your email address will not be published.