প্রতিদিন ভূলুণ্ঠিত হচ্ছে মানবতা। বাংলায় নেই আইনের শাসন। আগে নিজের রাজ্যটা দেখুন। মণিপুর ইস্যুতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রী এম বীরেন সিং-এর। বাজেট অধিবেশনে লোকসভায় সরব হয়েছিলেন অভিষেক। মণিপুর ইস্যুতে বিঁধেছিলেন শাসক দলকে। এবার অভিষেককে চেপে ধরলেন মণিপুরের মুখ্যমন্ত্রী।
গত দশ বছরে বাংলার আইনশৃঙ্খলা তলানিতে গিয়ে ঠেকেছে। বাংলায় মহিলাদের কোনও নিরাপত্তা নেই। অথচ নিজের ব্যর্থতা ভুলে অন্য রাজ্যের কুৎসা রটাতে ব্যস্ত তৃণমূল কংগ্রেস। তাই আগে বাংলার আইনশৃঙ্খলা ঠিক করার পরামর্শ দিলেন মণিপুরের মুখ্যমন্ত্রী।
এক বছরের বেশি সময় ধরে গোষ্ঠী সংঘর্ষে অস্থির হয়ে আছে মণিপুর। মুখ্যমন্ত্রী এম বীরেন সিং-এর মতে, ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। কিন্তু মণিপুরে শান্তি ফিরে আসুক, তা চাইছেন না কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডি জোটের নেতারা। অভিযোগ মণিপুরের মুখ্যমন্ত্রীর।
অভিষেককে পাল্টা তোপ মণিপুরের মুখ্যমন্ত্রীর।
‘মণিপুর নিয়ে নাক গলাবেন না, আগে নিজের রাজ্য ঠিক করুন’
মণিপুরের মুখ্যমন্ত্রী বলেন,
‘বাংলায় নেই কোনও আইনের শাসন, প্রতিদিন পদদলিত হচ্ছে মানবতা’