বৃহস্পতিবার সকাল। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনে ক্লাস চলছিল। সে সময় অলোক মণ্ডল নামে এক যুবক হঠাৎই ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়ে তনুশ্রী চক্রবর্তী নামে এক ছাত্রীর উপর। ছাত্রীর চিৎকারে ছুটে আসে অন্য ছাত্রছাত্রীরা। কিন্তু তার আগেই ওই ছাত্রের অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়ে লুটিয়ে পড়ে তনুশ্রী। এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে বিশ্ববিদ্যালয় চত্বরে।
জখম ছাত্রী অসমের বাসিন্দা। বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ জখম ছাত্রী ও অভিযুক্ত যুবককে প্রাথমিক চিকিৎসার পর মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। গুরুতর জখম ওই ছাত্রী মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। অভিযুক্ত অলোক মণ্ডল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের প্রাক্তন ছাত্র।
গুরুতর জখম তনুশ্রী ও অলোকের অপারেশন চলছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। বিশ্ববিদ্যালয়ের সুরক্ষা ব্যবস্থায় গাফিলতি আছে বলে মনে করছে ছাত্রছাত্রীরা। খবর পেয়ে হাসপাতালে আসেন মহকুমা শাসক পঙ্কজ তামাং।
প্রাক্তন ছাত্র অলোক কেন এই ঘটনা ঘটাল তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অলোক সুস্থ না হওয়া পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করা সম্ভব নয়। তাই এদিনের ঘটনার রহস্য ভেদ করে অলোকের দ্রুত সুস্থ হয়ে ওঠা জরুরি।