MLA Oath : রাজ্যপালকে ছাড়া বিধানসভায় শপথ নিলেন উপনির্বাচনে জয়ী ৪ তৃণমূল প্রার্থী

0 18

হুঁশিয়ারি দিয়েছিলেন রাজ্যপাল। তবে তা উপেক্ষা করেই বিধানসভায় থাকলেন তৃণমূলের ২ বিধায়ক সায়ন্তিকা ও রেয়াত। বিধানসভার নিয়মেই ৪ তৃণমূল বিধায়ককে শপথ বাক্য পাঠ করালেন বিধানসভার স্পিকার। ফের কি রাজ্য-রাজ্যপাল সংঘতের মেঘ ঘনাবে?

পূর্ব ঘোষণা মতোই রাজ্যপালকে ছাড়া বিধানসভায় শপথ নিলেন উপনির্বাচনে জয়ী চার তৃণমূল প্রার্থী। মঙ্গলবার দুপুরে তাঁদের শপথবাক্য পাঠ করান স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বিধায়ক পদে শপথগ্রহণ মানিকতলার সুপ্তি পাণ্ডে, বাগদার মধুপর্ণা ঠাকুর, রায়গঞ্জের কৃষ্ণ কল্যাণী ও রানাঘাট দক্ষিণের মুকুটমণি অধিকারীর। শপথ নেওয়ার পর ৪ বিধায়ক জানালেন এবার তাঁদের লক্ষ কী হবে।

এদিন মধুপর্ণা বিধানসভায় যাওয়ার আগেই মতুয়াদের উচ্ছ্বাস ছিল বিধায়ককে ঘিরে। শপথের পর নির্বাচনী প্রচারে দেওয়া তিন প্রতিশ্রুতি রক্ষাই প্রথম কাজ হবে, বলছেন বাগদার তৃণমূল বিধায়ক মধুপর্ণা ঠাকুর।

বিধানসভা তাঁর চেনা। এর আগে রানাঘাট দক্ষিণ থেকেই বিজেপির বিধায়ক হয়েছিলেন। এখন তিনি রানাঘাট দক্ষিণের তৃণমূল বিধায়ক। শপথ নেওয়ার পর তিনি বলছেন, আগের অসম্পূর্ণ কাজে নজর দেবেন।

আদালতের নির্দেশের পর জট কাটতেই উপনির্বাচন হয়েছিল মানিকতলায়। প্রয়াত বিধায়ক সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডে মানিকতলার বিধায়ক হিসেবে শপথ নিলেন। এখন তাঁর দাবি, বিধায়ক না থাকলেও তিনি জগণের কাজে সহযোগিতা করেছেন সর্বক্ষণ।

রাজ্যপালের অনুমতি ছাড়াই বিধানসভার নিয়মে ৪ বিধায়কের শপথ হয়েছে। এরপর স্পিকারের বার্তা, বিধানসভা নিজের নিয়মে চলবে।

এর আগে তৃণমূল বিধায়ক, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেন সরকারের শপথ ঘিরে জটিলতা তৈরি হয় রাজ্যপালের অসম্মতিতে। এরপরই সোমবার ২ বিধায়ক শপথ অসাংবিধানিক বলে চিঠি দেন রাজ্যপাল। মঙ্গলবার রাজ্যপালের ভূমিকায় অধিবেশন থেকে সরব হন মুখ্যমন্ত্রী।

রাজ্যপালকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
‘শপথ সব সময় স্পিকারই পাঠ করান’
‘বেলাইনে ব্যাখ্যা দিলে চলবে না’
কোনও রাজনৈতিক দলকে সন্তুষ্ট করতে পক্ষপাতিত্ব না করারও বার্তা মুখ্যমন্ত্রীর
রাজভবনে শপথ করাতে চাইলে বিধানসভায় নয় কেন? মমতা

এদিন বিধানসভার শপথ ও মুখ্যমন্ত্রীর বক্তব্যের পাল্টা জবাব দিয়েছে বিজেপি।

তবে রাজ্যপালের জরিমানা হুঁশিয়ারির পরও এদিন অধিবেশনে থাকলেন তৃণমূলের দুই বিধায়ক সায়ন্তিকা ও রেয়াত। তবে কি ফের নতুন করে রাজ্য-রাজ্যপাল সংঘাতের মেঘ জমার আশঙ্কা?

Leave A Reply

Your email address will not be published.