By Election Result : উপনির্বাচনেও জয় অব্যাহত ইন্ডিয়া ব্লকের

0 14

লোকসভার পর বিধানসভা উপনির্বাচনেও বড় জয় বিরোধী ইন্ডিয়া ব্লকের। ১৩টির মধ্যে কোনরকমে ২টি আসনে জয়লাভ বিজেপির। বাকি ১0 টি আসনই গেল বিরোধীদের ঝুলিতে।

লোকসভাতে বড় মার্জিন। ফৈজাবাদের মতো লোকসভাও বিরোধীদের দখলে। কংগ্রেসের ঝুলিতে ৯৯। উপনির্বাচনেও জয় অব্যাহত রাখল ইন্ডিয়া ব্লক।

তামিলনাড়ুর ভিক্রাবন্দি DMK-এর
DMK-র তরফে জয় আন্নিয়ুর শিবার
লোকসভায় ৩৯-এ ৩৯ টি আসনেই জয় লাভ করে DMK-জোট শিবির

মধ্যপ্রদেশের অমরওয়াড়া উপনির্বাচনে জয়ী বিজেপি
৩২৫২ ভোটে জয় বিজেপির কমলেশ শাহর
কংগ্রেসের ধীরন শাহ ইনভাতির ঝুলিতে ৭৯, ৭৮৪ ভোট

উত্তরাখণ্ডের বদ্রীনাথ ও মাঙ্গালৌরে জয়ী কংগ্রেস
বদ্রীনাথে ৫২০০ ভোটে জয় কংগ্রেসের লখপত সিংয়ের

পরাজিত কংগ্রেস ত্যাগী অধুনা বিজেপির রাজেন্দ্র ভাণ্ডারি

মাঙ্গালৌরে জয়ী কংগ্রেসের কাজী নিজামুদ্দিন
৪৪৯ ভোটে কর্তার সিংয়ের বিপরীতে জয় কাজীর

হিমাচল প্রদেশের
হামিরপুরে জয়ী বিজেপি
দেহরা, নালাগড়ে জয়ী কংগ্রেস

দেহরাতে জয়ী মুখ্যমন্ত্রীর স্ত্রী কমলেশ ঠাকুর
বিজেপির হোসিয়ার সিংয়ের ৯,৩৯৯ ভোটে পরাজয়

নালাগড়ে জয়ী কংগ্রেসের হারদীপ সিং বাওয়া
৮,৯৯০ ভোটে পরাজিত বিজেপির কে এল ঠাকুর

হামিরপুরে জয়ী বিজেপির আশিস শর্মা
চার রাউন্ড গণনা শেষে পরাজিত কংগ্রেসের পুষ্পেন্দর বর্মা

বিহারের রুপৌলিতে জয়ী নির্দল প্রার্থী শঙ্কর সিং
জেডি(ইউ)- বিমা ভারতীর পদত্যাগের জেরে উপনির্বাচন
আরজেডি প্রার্থী হিসেবে শঙ্করের বিপরীতে দাঁড়ান বিমা

পঞ্জাবের জলন্ধর পশ্চিমে জয়ী আপ প্রার্থী মহিন্দর ভগৎ
৩৭,৩২৫ ভোটে পরাজিত বিজেপির শীতল অঙ্গুরাল
চলতি বছরেই AAP ছেড়ে বিজেপিতে যান অঙ্গুরাল

বাংলায় ৪ কেন্দ্রে ঘাসফুল ফুটেছে। শুভেচ্ছা জানিয়েছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়।

যদিও বিজেপির দাবি, হিন্দু ভগবানের নাম নিতেই ভাল ফল কংগ্রেসের।

নিট প্রশ্নফাঁস থেকে নয়া ন্যায় সংহিতা, তৃতীয়বার ক্ষমতায় আসার পর থেকেই একের পর এক বিতর্কে এনডিএ শিবির। এমনকী, সদ্য সমাপ্ত অধিবেশনও বিরোধীদের প্রবল উপস্থিতি দেখা গিয়েছে। মোদী ঝড় এখনও ফিকে হচ্ছে না বটে, তবে জয়ধ্বজা ইন্ডিয়ারই।

Leave A Reply

Your email address will not be published.