By Election Result : উপনির্বাচনে বাজিমাত শাসকদলের, শূন্য হল বিজেপি

0 51

উপনির্বাচনে বাংলায় সবুজ ঝড়। চারে চার তৃণমূলের। তিন থেকে শূন্য হল বিজেপি। বড় ব্যবধানে জয় মানিকতলা হল তৃণমূলের। শঙ্কর সিংহের দৌলতে রানাঘাট দক্ষিণও জোড়াফুলের ঝুলিতে। প্রথমবার তৃণমূলের ঝুলিতে রায়গঞ্জ।

(By Election Result) উপনির্বাচনে বাজিমাত শাসকদলের, শূন্য হল বিজেপি। ২০১১ সাল থেকে মানিকতলা তৃণমূলের। ২০১৬ এবং তারপর ২০২১-পরপর মানিকতলায় বিধায়ক হন সাধন পান্ডে। তিনি মারা যাওয়ার পর অবশ্য মানিকতলায় তৃণমূলের মুখ কে হবে তা নিয়ে জল্পনা ছিল। শ্রেয়া পান্ডের নাম এলেও পরে অবশ্য প্রার্থী হন সুপ্তি। চিরকাল তিনি চুপিসারে থেকেছেন সাধনের পেছনে। সংগঠনের কাজ করেছেন। ভোটের ময়দানে সরাসরি নেমেই নজির গড়লেন সুপ্তি। মানিকতলায় রেকর্ড ভেঙে ৬২ হাজারের বেশি ভোটে জিতল তৃণমূল।

খেলা ঘুরল রানাঘাট দক্ষিণে। ঘোরালেন শঙ্কর সিংহ। যাকে বলে হারা ম্যাচ জেতানো। ১৩ বছর পর রানাঘাট দক্ষিণে জিতল তৃণমূল। ২০১১ সালে আবীর বিশ্বাস জিতেছিলেন। এরপর ২০১৬ সালে সিপিএমের রমা বিশ্বাস জেতেন। ২০২১ সালে জেতেন মুকুটমণি অধিকারী। তবে সেবার বিজেপির টিকিটে জয়ী হন তিনি। লোকসভা ভোটের আগে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন মুকুট। লোকসভায় হারেন। তবে বিধানসভায় ফের মুকুটের মাথায় মণিটি তুলে দিলেন শঙ্কর।

অঙ্ক বলছে, গত ৪ জুন লোকসভা ভোটের ফলে রানাঘাট লোকসভা বিজেপি কেবল জিতেছিল এমন নয়, তৃণমূলকে পিছিয়ে দেয় প্রায় ১৮ হাজার ভোটে। প্রায় চল্লিশ দিনের মাথায় উপনির্বাচনে দেখা গেল রানাঘাট দক্ষিণেই মুকুটমণি জিতলেন ৩৭ হাজার ৬ ভোটে। একুশের বিধানসভাতে ১৭ হাজার ভোটে জিতেছিলেন মুকুটমণি। অর্থাৎ চব্বিশে সেই ব্যবধানের অঙ্ক ছাপিয়ে গেলেন মুকুটমণি।

রাজ্যের সর্বকনিষ্ঠ বিধায়ক হলেন মধুপর্ণা ঠাকুর। একুশের বিধানসভা নির্বাচনে বাগদা হাতছাড়া হয় তৃণমূলের। লোকসভা নির্বাচনেও গেরুয়া আবির উড়েছে মতুয়া গড়ে। উপনির্বাচনে উলট পুরাণ। আট বছর পর তৃণমূলের দখলে এল বাগদা।

২০২৪-এ লোকসভায় ৭৫ হাজার ৮৫২ ভোটে তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসকে হারিয়ে জয়ী হন শান্তনু ঠাকুর। তার মধ্যে বাগদা বিধানসভায় ২০ হাজার ৬১৪ ভোটে এগিয়েছিল বিজেপি।
২০২১ সালে বাগদা আসনে দুলালকে টিকিট না দিয়ে বনগাঁ দক্ষিণের ‘দলবদলু’ বিধায়ক বিশ্বজিৎকে বাগদা আসনে প্রার্থী করে বিজেপি। সেবার বিজেপির ঝুলিতে ছিল এক লক্ষের বেশি ভোট। সেখানে তৃণমূলের টার্গেট ছিল ২০ হাজারের ভোটের ব্যবধানে জেতা। উপনির্বাচনে মধুপর্ণা জিতলেন ৩৩ হাজার ৪৬৮ ভোটে।

রায়গঞ্জে প্রথমবার ঘাসফুল ফুটল। সে ফুল ফোটালেন কৃষ্ণ কল্যাণী। এতবছর রায়গঞ্জ কখনও থেকেছে সিপিএমের দখলে কখনও কংগ্রেস, এমনকী বিজেপিও দখলে।
২০২১ সালে বিধানসভা ভোটে ২০ হাজারের বেশি ব্যবধানে বিজেপি জিতেছিল। ২০২৪ সালেও ৪৬ হাজারের বেশি ভোটে জেতে বিজেপি। এবার মার্জিন বাড়িয়ে ৫০ হাজারের বেশি ভোটে ঘাসফুল ফুটল রায়গঞ্জে।
অঙ্ক বলছে, ২০২১-এর বিধানসভার নিরিখে ভোট ২০২৪-এ ভোট কমেছে বিজেপির।

বাগদায় ভোট কমেছে ১১. ৪৭ শতাংশ
রানাঘাট দক্ষিণে ভোট কমেছে ১৩.৩৩ শতাংশ
মানিকতলায় ভোট কমেছে ১৮.৬৬ শতাংশ
এবং ২৫.০৪ শতাংশ ভোট কমেছে রায়গঞ্জে

একনজরে, ২০২১ ও ২০২৪-এ তৃণমূল ও বিজেপির ভোট অঙ্ক
ভোটকেন্দ্র ২০২৪ ২০২১
রায়গঞ্জ ২৪.৪% (BJP) ৪৯.৪৪% (BJP)
৫৭.৯৬% (TMC) ৫৭.৯৬% (TMC)

বাগদা ৩৭.৯৪% (BJP) ৪৯.৪১ (BJP)
৫৫.০৪ (TMC) ৪৪.৯৪ (TMC)

রানাঘাট দক্ষিণ ৩৬.১৩(BJP) ৪৯.৪৩(BJP)
৫৫.১ (TMC) ৪২.৫১ (TMC)

মানিকতলা ১৭ (BJP) ৩৫.৬ (BJp)
৭০ (TMC) ৫০.৮ (TMC)

অঙ্ক বলছে, পশ্চিমবঙ্গে ক্রমেই মাটি হারাচ্ছে বিজেপি। নিশ্চিহ্ন বাম-কংগ্রেস।

Leave A Reply

Your email address will not be published.