‘জয় বাংলার জয়’, সবুজে সবুজে মেতে উঠেছে বাংলার ৪ জেলা। উপ নির্বাচনের ফলাফল স্পষ্ট হতেই বিজয়উৎসবে মাতল শাসক দল

0 260

আজ বাংলার চার আসনেই ফুটল ঘাসফুল। বিজেপির হাত থেকে ৩ টি আসন ছিনিয়ে নিল তৃণমূল। পাশাপাশি তারা ধরে রাখল মানিকতলা আসনটি। রানাঘাট দক্ষিণ, বাগদা, রায়গঞ্জ ও মানিকতলা ৪ কেন্দ্রেই জয়ী হলেন তৃণমূল কংগ্রেস।

বাগদায় জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর। এই কেন্দ্রে তিনি বিজেপি প্রার্থী বিজেপি প্রার্থী বিনয় বিশ্বাসকে হারিয়েছেন। ১০৭৭০৬ ভোটে জয়ী হলেন বাংলার সর্ব কনিষ্ঠ প্রার্থী মধুপর্ণা ঠাকুর। তাঁর বিরোধী প্রার্থী পেয়েছেন ৩৩৪৫৫ ভোট।

রানাঘাট দক্ষিণ কেন্দ্রে জয়ী হয়েছেন তৃণমূলের মুকুটমণি অধিকারী। তিনি বিজেপি প্রার্থী মনোজ বিশ্বাসকে পরাজিত করেছেন। ১১৩৫৩৩ ভোটে জয়ী হয়েছেন মুকুটমণি অধিকারী। এবং বিরোধী প্রার্থা মনোজ বিশ্বাস পেয়েছেন ৩৯০৪৮ ভোট।

রায়গঞ্জ কেন্দ্রে ঘাসফুল প্রার্থী কৃষ্ণকল্যাণী বিজেপির বিজেপি প্রার্থী মানস ঘোষকে পরাজিত করেছেন। ৮৬৪৭৯ ভোটে জিতলেন কৃষ্ণকল্যাণী। যেখানে বিরোধী প্রার্থী পেয়েছেন ৫০০৭৭ ভোট।

অন্যদিকে মাণিকতলা কেন্দ্রে জয়ী হয়েছেন প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডে। তিনি বিজেপির কল্যাণ চৌবেকে পরাজিত করেছেন। তিনি পেয়েছেন ৬৭৬৭৬ ভোট। এবং বিরোধী প্রার্থী কল্যাণ চৌবে পেয়েছেন ৫০৮৩৮ ভোট। সাধন পাণ্ডের মৃত্যুর কারণে মানিকতলা আসনটি শূন্য হয়েছিল।

মানিকতলা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুপ্তি পাণ্ডে, বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে ও সিপিএম প্রার্থী রাজীব মজুমদারের মধ্যে টক্কর। মানিকতলায় প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডেকে প্রার্থী করেছে তৃণমূল। মানিকতলা উপনির্বাচনে জয়ের মুকুট মাথায় নিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সুপ্তি পাণ্ডে। ৬২ হাজারের বেশি ভোটে জিতেছে তৃণমূল। প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডে ওই কেন্দ্রের বিধায়ক হতে চলেছেন।

রায়গঞ্জেও লোকসভায় পরাজিত তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীকেই প্রার্থী করেছে তৃণমূল। রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। তাঁর প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী মানস ঘোষ। তবে রায়গঞ্জও জিতে গেলেন তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী।

মতুয়া অধ্যুষিত রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে ফের মুকুটমণি অধিকারীর উপরেই ভরসা রেখেছে তৃণমূল নেতৃত্ব। এবার রানাঘাট দক্ষিণের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীর প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী মনোজ বিশ্বাস এবং বাম প্রার্থী অরিন্দম বিশ্বাস । এখানেও জয়ের মুকুট মাথায় নিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মুকুটমণি অধিকারী।

বাগদার বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে বনগাঁ লোকসভায় তৃণমূলের প্রার্থী হয়েছিলেন বিশ্বজিৎ দাস। পরাজিত হয়েছেন তিনি। মতুয়া অধ্যুষিত বাগদায় এবার বিজেপির অশ্বমেধের ঘোড়া আটাকাতে মরিয়া তৃণমূল। রাজ্যের মধ্যে সর্ব কনিষ্ঠ প্রার্থী তৃণমূলের মধুপর্ণা ঠাকুর। কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের জ্যেঠতুতো বোন মধুপর্ণা। তাঁর প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী বিনয় বিশ্বাস । ফরওয়ার্ড ব্লক প্রার্থী গৌড় বিশ্বাস । কংগ্রেস প্রার্থী অশোক হালদার। কিন্ত সকলকে তাক লাগিয়ে দিলেন বাংলার সর্ব কনিষ্ঠ প্রার্থী। মানুষের ভালোবাসা তাকে জয়ের শীর্ষে পৌছে দিল। জয়ী হলেন বাংলার সর্ব কনিষ্ঠ প্রার্থী মধুপর্ণা ঠাকুর।

বাংলার ৪ কেন্দ্রের বিধানসভা উপনির্বাচনের ফলাফলে বাংলায় জয়ী হল তৃণমূল কংগ্রেস। NKTVবাংলার তরফ থেকে বাংলা এবং সকল বিজয়ী প্রার্থীদের উজ্জল ভবিষৎ কামনা করা হল।

Leave A Reply

Your email address will not be published.