ভারতের নিরাপত্তা কোথায় ? সুরক্ষা বাহিনীর গাফিলতিতে ভারতে ৭ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের প্রবেশ

0 63

ভারতে বাংলাদেশি অনুপ্রবেশ কারী আটক করা হল। আগরতলা রেলওয়ে স্টেশন থেকে সাত বাংলাদেশি অনুপ্রবেশকারী আটক। সীমান্ত সুরক্ষা বাহিনীর গাফিলতির কারণে প্রতিনিয়ত রাজ্যে বিদেশি অনুপ্রবেশকারীদের অনুপ্রবেশ এমনটাই অভিযোগ। ৭ বাংলাদেশিদের মধ্যে ৪ জন মহিলা এবং ৩ জন পুরুষ।

বাংলাদেশ ছেরে ভারত। প্রতিনিয়তই দেখা যাচ্ছে এমন ঘটনা, তবে কেন? তবে কী ভারত অসুরক্ষিত! প্রায়ই দেখা যায় বাংলাদেশ থেকে বহু অনুপ্রবেশকারীর আগমন ঘটে ভারতে। এহেন চোড়াই কারবাড়িদের আগমনের ফলেই আজ ভারতের জনসংখ্যা অন্যান্য সব দেশের তুলনায় বৃদ্ধি পাচ্ছে। শুধু যে জনসংখ্যা বৃদ্ধি তাই নয়, বাড়ছে অপরাধ। তাই আজ দেশের কোনায় কোনায় বহু অজানা, লুপ্ত, নৃসংশ অপরাধে ভুগতে হচ্ছে ভারতের সাধারন মানুষের। যা লোক চক্ষুর আড়ালেই থেকে যাচ্ছে। আর এই সব ঘটনার ঘনঘটা সৃষ্টি করে এই চোরা অনুপ্রবেশকারীর দল।

তবে এই বিদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে সময় থাকতে উপযুক্ত ব্যাবস্থা নেওয়া অতি প্রয়োজন। এদের জন্যই দেশ বিপদের মুখে। সুরক্ষা বাহিনীর গাফিলতিতে অনুপ্রবেশকারীদের অনুপ্রবেশের অভিযোগ, তাই আরও কঠিন পদক্ষেপ নেওয়া প্রয়োজন সুরক্ষা বাহিনীর। তবেই ভারতের জনগণ নিশ্চিন্তে তাঁদের অতি সাধারন জীবন যাপন করতে পারবে।

Leave A Reply

Your email address will not be published.