Lightning Strike : উত্তরপ্রদেশে মৃত্যুমিছিল! এক দিনেই বাজ পড়ে ৩৭ জনের মৃত্যু

0 17

বাজ পড়ে এক দিনেই মৃত্যু হল ৩৭ জনের। ভারী বৃষ্টিতে দুর্ভোগ অব্যাহত উত্তরপ্রদেশে। তার মধ্যেই উত্তরপ্রদেশের বেশ কয়েকটি জেলায় বাজ পড়ে মৃত্যুর ঘটনা সামনে এল। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে রাজ্যের প্রতাপগড় জেলায়। প্রতাপগড়ে ১১ জনের মৃত্যুর খবর মিলেছে। আহতও হয়েছেন বেশ কয়েক জন। হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে।

গত কয়েক দিন ধরেই উত্তরপ্রদেশে টানা বৃষ্টি হচ্ছে। বুধবারও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়েছে বেশ কয়েকটি জেলায়। স্থানীয় সূত্রে খবর, এই দুর্যোগে রাজ্যের বিভিন্ন প্রান্তে বাজ পড়ে মৃত্যু এবং আহত হওয়ার ঘটনা ঘটেছে। বাজ পড়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে প্রতাপগড় জেলায়। প্রতাপগড়ে ১১ জন, সুলতানপুরে ৭ জন, চান্দৌলিতে ৬ জন, মৈনপুরীতে ৫ জন এবং প্রয়াগরাজে ৪ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। বাজ পড়ে ঝলসে আহত হয়েছেন ১২ জনেরও বেশি।

রাজ্যের বেশির ভাগ জেলায় আগামী দিনে আরও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে মৌসম ভবন। সেই সঙ্গে এই দুর্যোগে খুব প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোরও পরামর্শ দেওয়া হয়েছে। পূর্ব এবং পশ্চিম উত্তরপ্রদেশে ১১-১৩ জুলাই পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দেওরিয়া, গোরক্ষপুর, কুশীনগর, মহারাজগঞ্জ, সিদ্ধার্থনগর, বলরামপুর, লখুমপুর খেরিতে। অন্য দিকে, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে গোন্ডা, শ্রাবস্তি, বাহরাইচ, সীতাপুর, ফতেপুর, সোনভদ্র, মোরাদাবাদ, রামপুর, বরেলী, পিলিভীট, প্রয়াগরাজ, কৌশাম্বী এবং মির্জ়াপুরে।

Leave A Reply

Your email address will not be published.