যে সে টুপি নয়। রয়েছে পাখা, আলো থেকে রেডিও ওয়েব ফ্রিকুয়েন্সি পাঠানোর ব্যবস্থা ৷ অত্যধিক গরম থেকে রেহাই ও সুরক্ষা দিতে কৃষকদের জন্য স্মার্ট টুপি তৈরি করে তাঁক লাগালেন নদিয়ার হাঁসখালি থানার বগুলার স্কুল শিক্ষক ৷ আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে তৈরি করা হয়েছে এই টুপি, যা বানাতে শুভময় বিশ্বাসের সময় লেগেছে একমাস ৷
একেবারে সৌরশক্তিকে কাজে লাগিয়ে টুপি। তাক লাগিয়ে দিলেন পেশায় স্কুল শিক্ষক শুভময় বিশ্বাস। কৃষকদের স্বস্তি দিচ্ছে পাখা লাগানো টুপি। কি নেই টুপিতে ! আছে হাই স্পিড ফ্যান, লাইট, মিউজিক সিস্টেম, আধুনিক মানের মাইক্রো রেডিও ট্রান্সমিটার সহ আরও অনেক কিছুই। সৌরশক্তিকে কাজে লাগিয়ে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে এই স্মার্ট টুপি বানিয়ে সকলকে তাক লাগিয়ে দিলেন নদিয়ার শুভময় বিশ্বাস।
এমনকি কৃষকদের সুবিধার্তে, এই স্মার্ট টুপিই বলে দেয় আবহাওয়ার আপডেট।
নদিয়ার বগুলার বাসিন্দা, পেশায় স্কুল শিক্ষক শুভময় বিশ্বাসের দীর্ঘদিনের স্বপ্ন ছিল কৃষকদের জন্য কিছু করার। তাই তিনি এবার তাঁর স্বপ্নকে বাস্তবে রূপ দিলেন এই স্মার্ট টুপি বানিয়ে। টুপির উপরে বসানো হয়েছে ছোট ছোট সোলার মডিউল । যার ফলে কৃষকরা এই টুপি দীর্ঘদিন ব্যবহার করলেও নষ্ট হবেনা।
স্বল্প মূল্যের এই স্মার্ট টুপি, তৈরি করতে সময় লেগেছে প্রায় একমাস। টুপিটি বাজারে এখনও আসেনি। পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হচ্ছে ।