Supreem Court on VC : জট কাটাতে একগুচ্ছ নির্দেশ সুপ্রিম কোর্টের

0 13

রাজ্যে উপাচার্য নিয়োগ নিয়ে বিবাদ মেটাতে সুপ্রিম নির্দেশ। কারও হাতে থাকল না উপাচার্য নিয়োগের সার্চ অপশন। তারপরও আপত্তি থাকলে আদালতের দরজা খোলা রাখল সুপ্রিম কোর্ট। সমস্যা কি আদৌ মিটল না আরও জটিল হল প্রক্রিয়া?

বাংলার উপাচার্য সমস্যার সমাধান করতে কমিটি গঠন করল সুপ্রিম কোর্ট। বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য নিয়োগে সার্চ কমিটি গঠনের নির্দেশ সুপ্রিম কোর্টের। ৩ সদস্যের সার্চ কমিটি গঠিত হবে। সার্চ কমিটির নেতৃত্ব দেবেন অবসরপ্রাপ্ত বিচারপতি ইউ ইউ ললিত। তিনি কমিটির অন্য দুই সদস্যকে নিয়োগ করবেন। সব বিশ্ববিদ্যালয়ের জন্য একটিই কমিটি হতে পারে। আলাদা আলাদা বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা আলাদা কমিটি গঠন করা যেতে পারে। কমিটিতে প্রয়োজনে আরও ৪ বিশেষজ্ঞকে রাখতে পারেন চেয়ারম্যান।

প্রতিটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদের জন্য তিনটি করে নাম বাছাই করবে সার্চ কমিটি। সেই তিনটি নাম তারা মুখ্যমন্ত্রীকে পাঠাবে। মুখ্যমন্ত্রী ওই তিনটি নামের মধ্যে থেকে একটি নাম বাছবেন। সেই নাম তিনি রাজভবনে পাঠাবেন। তাঁকে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে নিয়োগ করবেন রাজ্যপাল। সার্চ কমিটির বাছাই করা নাম মুখ্যমন্ত্রীর অপছন্দ হলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারবেন। মুখ্যমন্ত্রীর প্রস্তাবিত নাম রাজ্যপালের অপছন্দ হলে তিনিও শীর্ষ আদালতে যেতে পারেন। আগামী ২ সপ্তাহের মধ্যে এই প্রক্রিয়া শুরু করতে হবে। উপাচার্য পদে নিয়োগের জন্য বিজ্ঞাপন দিতে হবে। সেই বিজ্ঞাপনে সুপ্রিম কোর্টের নির্দেশের কথা উল্লেখ করতে হবে। গোটা প্রক্রিয়ার খরচ বহন করবে রাজ্য সরকার।

নিয়মানুযায়ী, রাজ্যপাল পদাধিকার বলে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য। সংবিধান অনুযায়ী, রাজ্যপালই নিয়োগ কর্তা কিন্তু রাজভবনে নাম পাঠানোর সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর। সেখানেই ছিল সমস্যা! মুখ্যমন্ত্রীর অভিযোগ ছিল, নিয়োগ কর্তা বলেই নিজের ইচ্ছেমতো লোক বসিয়ে উচ্চশিক্ষায় গৈরিকীকরণ করছিলেন রাজ্যপাল। তাই শিক্ষা দফতর চাইছিল, রাজ্যের ৩১টি সরকারি বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে রাজ্যপালকে সরিয়ে মুখ্যমন্ত্রীকে বসাতে। ২০২২ সালে বিধানসভায় সেই বিল পাশ হয়ে পড়ে থাকলেও রাজ্যপাল সই না করায় তা আইনে পরিণত হয়নি। এদিন উপাচার্য নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের পর শিক্ষামন্ত্রীর মন্তব্য, নির্বাচিত মুখ্যমন্ত্রীর অধিকারই প্রতিষ্ঠা হল।

Leave A Reply

Your email address will not be published.