Team India Returns Update : অবশেষে এবার দেশের উদ্দেশ্যে রওনা দিবে ভারতীয় দল

0 31

থেমেছে ঘূর্ণিঝড় হারিকেনের দাপট। বিশ্বকাপের ট্রফি নিয়ে বুধবারে দিল্লি পৌঁছবে ভারতীয় দল এমনটাই খবর।

টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর থেকে বার্বাডোজে আটকে ভারতীয় দল। ঘূর্ণিঝড়ের কারণে সে দেশে আটকে গিয়েছেন রোহিত বাহিনীরা। গত শনিবারই সাউথ আফ্রিকাকে হারিয়ে T20 বিশ্বকাপ জয় করেছে টিম ইন্ডিয়া। রোহিত শর্মা, বিরাট কোহলিদের স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষায় গোটা দেশবাসী। কিন্তু তাতে বাধ সেধেছে আবহাওয়া।

কবে দেশে ফিরবে ভারতীয় দল? এই প্রশ্ন এখন সকল ভারতীয়দের মনে। সূত্রের খবর, বুধবার ৩রা জুলাই নয়াদিল্লি পৌঁছতে পারে রোহিত বাহিনী। প্রতিবেদনে বলা হয়েছে, বার্বাডোজ থেকে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) এর একটি বিশেষ ফ্লাইটে মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় বিশ্বকাপ নিয়ে উড়ে যাবে টিম ইন্ডিয়া , এবং বুধবার সন্ধ্যা ৭.৪৫ মিনিটে তাঁরা দিল্লি পৌঁছাবে। বার্বাডোজের প্রধানমন্ত্রী ম্যাডাম মিয়া মটলিও এই ব্যাপারে কিছু আপডেট দিয়েছেন। হারিকেনের দাপট কম থাকায় তিনি আশ্বাস দিয়েছেন যে বিমানবন্দরগুলি শীঘ্রই কাজ শুরু করবে। তাঁর ফলে ভারতীয় দলের যাত্রায় কোন বাধার সৃষ্টি হবে না।

টি-২০ ক্রিকেটে ফের বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে টিম ইন্ডিয়া। কিন্তু মঙ্গলবার হয়ে গেল এখনও দেশে ফেরেননি রোহিত বাহিনীরা। অথচ সোমবারই ভারতীয় ক্রিকেট দলের মুম্বইয়ে পৌঁছে যাওয়ার কথা ছিল।

শনিবার বিশ্বচ্যাম্পিয়ন হলেও আইসিসির ফটো-শুট ও অন্যান্য কিছু দায়বদ্ধতার জন্য তড়িঘড়ি দেশে ফেরা সম্ভব ছিল না রোহিতদের। তাই রবিবার দিনটা বার্বাডোজে কাটিয়ে সোমবারই দেশে ফেরার পরিকল্পনা ছিল টিম ইন্ডিয়ার। কিন্তু তাতেও বাধ সাধল প্রাকৃতিক দুর্যোগ।

প্রাথিমকভাবে ঘূর্ণিঝড়ের আশঙ্কায় ব্রিজটাউনেই আটকে থাকতে হয় ভারতীয় ক্রিকেট দলকে। বার্বাডোজে হ্যারিকেনের তাণ্ডবের জন্য বন্ধ রাখা হয় বিমানবন্দর। তাই দেশে ফেরার রাস্তা বন্ধ হয়ে যায়। পরিবর্তি পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট বোর্ড রোহিতদের দেশে ফেরানোর জন্য বিকল্প বন্দবস্ত করেছে। বিসিসিআই ভারতীয় ক্রিকেট দলের জন্য চাটার্ড বিমানের ব্যবস্থা করেছে।

Leave A Reply

Your email address will not be published.