দেশের বিভিন্ন প্রান্তে লাগাতার বৃষ্টি। আগামী কয়েক দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভিজতে চলেছে রাজ্য। ইতিমধ্যে সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
আগামী ৪-৫ দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের সব জেলাতে থাকবে ঝোড়ো হাওয়া। বুধবার থেকে বাড়বে বৃষ্টি। দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় (কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তার মধ্যে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় কিছুটা বেশি বৃষ্টি হতে পারে। ওই ছ’টি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। এর মধ্যে দুই পাহাড়ি জেলা দার্জিলিং এবং জলপাইগুড়িতে বৃষ্টিপাতের লাল সতর্কতা জারি করা হয়েছে।
কলকাতার আবহাওয়া কেমন থাকবে আজ? বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। আর সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রির কাছে থাকবে।
আগামী শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। বুধ ও বৃহস্পতিবার বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। উত্তরে বুধ থেকে শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। উত্তাল থাকবে সমুদ্র। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা হাওয়া অফিসের ।