বছর ১৭ পর। দ্বিতীয় বার টি২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এই নিয়ে চার বার বিশ্ব সেরা ভারত। বিরাট-অক্ষয়ের বুদ্ধিদীপ্ত ব্যাটিং, হার্দিক-বুমরা-অর্শদ্বীপের বল হাতে ম্যাজিক, সূর্যকুমারের অবিশ্বাস্য ক্যাচ এবং সর্বোপরি সবার আগে দাঁড়িয়ে রোহিতের নেতৃত্ব। সব মিলিয়েই ‘ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন’-এর অধিকারী। শুধু বিশ্বকাপ জয় নয় তাঁর সঙ্গে ৯ নজির গড়েছে বিরাট-রোহিতেরা। কী সেগুলি, জানা আছে?
১) প্রথমেই যে কথা বলতে হয় তা হল গোটা টুর্নামেন্টে অপরাজিত থাকা। এই বার বিশ্বকাপে কোনও ম্যাচ হারেনি ভারতীয় দল। গ্রুপ পর্বে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ বৃষ্টির জন্য বাতিল হয়। তা ছাড়া ফাইনাল-সহ বাকি আটটি ম্যাচেই জয় পেয়েছে ভারত। প্রথম দেশ হিসাবে অপরাজিত থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতল ভারত। অবশ্য এই বারে ফাইনাল অবধি দক্ষিণ আফ্রিকাও অপরাজিত পৌঁছেছিল। সুতরাং যেই জিতুক না কেন সেই দল এই কীর্তি গড়ত।
২) কোনও টি২০ বিশ্বকাপের ফাইনালে সবচেয়ে বেশি রান গড়ার নজির শনিবার গড়েছে রোহিতের ভারত। এর আগে এই রেকর্ডের মালিক ছিল অজিরা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২০২১ সালে ফাইনালে ১৭৩ রান করেছিল অস্ট্রেলিয়া। শনিবার বারবাডোজে ভারত ২০ ওভারে করে ১৭৬ রান। যা এখনও অবধি কোনও দলের টি২০ বিশ্বকাপে করা সর্বোচ্চ রান।
৩) রোহিত শর্মা একমাত্র ভারতীয় যিনি দুবার টি২০ বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন। ২০০৭ সালে যখন ভারত টি২০ বিশ্বকাপ জেতেন তখন অধিনায়ক ছিলেন ধোনি। আর তার ১৭ বছর পরে রোহিতের নেতৃত্বের দ্বিতীয়বারের জন্য টি২০ বিশ্বকাপ জয়ী হয়েছে ভারত।
৪) ভারত তৃতীয় দল যারা দুবার টি২০ বিশ্বকাপ জিতেছে। এর আগে এই নজির রয়েছে ইংল্যান্ড(২০১০,২০২২) এবং ওয়েস্ট ইন্ডিজের(২০১২, ২০১৬)।
৫) ধোনির পরে বিরাট। ভারতের দ্বিতীয় ক্রিকেটার যিনি আন্তর্জাতিক ক্রিকেটে আইসিসির তিনটি ট্রফি চ্যাম্পিয়ন হলেন। ৫০ ওভার বা একদিনের বিশ্বকাপ, টি২০ বিশ্বকাপ এবং চ্যাম্পিয়নস ট্রফি। এর আগে ভারতের প্রথম এবং একমাত্র অধিনায়ক হিসাবে এই নজির রয়েছে মহেন্দ্র সিংহ ধোনির।
৬) সিনিয়র পর্যায়ের ক্রিকেটে রোহিত শর্মা তৃতীয় অধিনায়ক যাঁর নেতৃত্বে ভারত বিশ্বজয় করেছে। প্রথম বিশ্বকাপ জিতেছিল ১৯৮৩ সালে তখন অধিনায়ক ছিলেন কপিল দেব। এরপর ধোনি, তিন ফরম্যাটেই ভারতকে ট্রফি উপহার দিয়েছে। তৃতীয় রোহিত।
৭) এই নিয়ে অধিনায়কের ভূমিকায় ৮টি টি২০ প্রতিযোগিতার ফাইনাল খেললেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। এবং সেই ৮টিতেই জয়ী রোহিত ব্রিগেড। যে নজির এর গড়তে পারেননি আর কোনও খেলোয়াড়ই।
৮) রোহিত শর্মা গোটা বিশ্বে একমাত্র যিনি অধিনায়ক হিসাবে ৫০টি টি২০ ম্যাচে জয় পেয়েছেন। শনিবার বাবর আজমের ৪৮টি ম্যাচে অপরাজেয় থাকার রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি।
৯) রোহিত হলেন টি২০ বিশ্বকাপ জয়ী প্রবীণতম অধিনায়ক। এখন রহিতের বয়স ৩৭ বছর। এর আগে আর কোনও অধিনায়ক এই বয়সে দেশকে ২০ ওভারের ক্রিকেটে নেতৃত্ব দিয়ে বিশ্বজয়ী করতে পারেনি। তিন ফরম্যাটের ক্রিকেট মিলিয়ে বিশ্বকাপ জেতার ক্ষেত্রে রোহিত হলেন বিশ্বের দ্বিতীয় প্রবীণতম অধিনায়ক। ১৯৯২ সালে ৩৯ বছর বয়সে অধিনায়ক হিসাবে পাকিস্তানকে এক দিনের বিশ্বকাপ জিতিয়েছিলেন সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় এবং অধিনায়ক ইমরান খান।