নতুন মাস শুরুর আগেই জোর ধাক্কা। এবার মোবাইল রিচার্জ করতে গেলে হবে অতিরিক্ত খরচ। আগামী মাস থেকেই বেড়ে যাবে মোবাইল রিচার্জের দাম। জিও, এয়ারটেলের পাশাপাশি এবার রিচার্জের খরচ বাড়াল ভোডাফোন-আইডিয়াও। আগামী ৩ জুলাই থেকে ইউজারদের জন্য জিও-এর মতো এয়ারটেলও তাদের ট্যারিফ প্ল্যান পেশ করবে। এয়ারটেলের প্রিপেইড এবং পোস্টপেইড প্ল্যানের দাম আগের থেকে ১০-২০ শতাংশ বাড়তে চলেছে। তবে প্ল্যানের বেনিফিটের ক্ষেত্রে কোনো পরিবর্তন করা হয়নি।
৫জি স্প্রেকটাম নিলামের পরই জল্পনা ছিল, টেলিকম সংস্থাগুলি তাদের ট্যারিফ বৃদ্ধি করবে। বিভিন্ন প্ল্যানের খরচ বাড়ানো হবে। আর সেইমতেই চলতি সপ্তাহের বৃহস্পতিবার জিও তাদের ট্যারিফ প্রায় ২৫ শতাংশ বৃদ্ধি করে। দেখাদেখি পরেরদিন এয়ারটেল-ও তাদের মোবাইল রিচার্জ প্ল্যানের ট্যারিফ ১০ থেকে ২১ শতাংশ বৃদ্ধি করেছে।
এদিকে, এবার সেই পথে হাঁটল ভোডাফোন-আইডিয়াও। সংস্থার তরফে জানানো হল, ভোডাফোন-আইডিয়াও তাদের ট্যারিফ ১০ থেকে ২৩ শতাংশ বৃদ্ধি করতে চলেছে। প্রিপেইড ও পোস্টপেইড- উভয় রিচার্জেরই দাম বাড়ছে। আগামী ৪ জুলাই থেকে এই নতুন দাম কার্যকর হবে।
ভোডাফোন-আইডিয়ার নতুন ট্যারিফ-
আগে ২৮ দিনের বৈধতায় ২ জিবি ডেটার ন্যূনতম রিচার্জ প্ল্যান ছিল ১৭৯ টাকার। তা বৃদ্ধি করে ১৯৯ টাকা করা হল।
৮৪ দিনের বৈধতায় দৈনিক ১.৫ জিবি ডেটা প্যাকের দাম ৭১৯ টাকা থেকে বাড়িয়ে ৮৫৯ টাকা করা হল।
এক বছরের যে আনলিমিটেড প্ল্য়ান ছিল ভোডাফোন-আইডিয়ার, তা ২৮৯৯ টাকা থেকে বাড়িয়ে ৩৪৯৯ টাকা করা হল।
২৪ জিবি ডেটা লিমিটের এক বছরের প্ল্যানের দামও বাড়িয়ে ১৭৯৯ টাকা করা হয়েছে।
আগামী ৪ জুলাই থেকেই এই নতুন দাম কার্যকর হবে।