সংসদের প্রথম দিন, বিরোধী শক্তির ঝাঁঝ পেলেন মোদী। বুঝলেন, সংসদ চালাতে পেতেই হবে বিরোধীদের মন। প্রথম দিন থেকেই একজোট বিরোধীরাও বুঝিয়ে দিলেন ঝোড়ো ব্যাটিং করবেন তারাও।
তখনও সংসদের দরজা খোলেনি। সংসদের বাইরে মূর্তির পাদদেশ, হাতে সংবিধান, শক্তি প্রদর্শন ইন্ডিয়া জোটের সাংসদদের। ছিলেন তৃণমূলের সাংসদরাও। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বললেন, মোদী সংবিধানকে লঙ্ঘন করেছেন। তারা সংবিধান রক্ষার দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন। বিক্ষোভে ছিলেন সনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে।
সংসদ শুরুতেই এদিন ছিল সাংসদদের শপথ গ্রহণ। কিন্তু তারমধ্যেই সংসদের অন্দরে শক্তি জানান দিলেন বিরোধীরা। নিট বিতর্কের ঝাপটা এসে লাগল অষ্টাদশ লোকসভার প্রথম দিনেই। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের নাম ঘোষণা হতেই নিম্নকক্ষ জুড়ে ‘নিট নিট, শেম, শেম’ স্লোগান দেন বিরোধী সাংসদরা।
এদিন সংসদে ঘটল আরও এক ঘটনা। সাংসদ হিসেবে শপথের জন্য যাচ্ছিলেন মোদী, সে সময় ট্রেজারি বেঞ্চে বসা রাহুল গান্ধী হাতে থাকা সংবিধান তুলে ধরেন। নিমেষে ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। এমনকি কংগ্রেসের অফিসিয়াল ‘X’ হ্যান্ডেলে পোস্ট করা হয় সেই ছবি ও ভিডিও।
তৃতীয় মোদি সরকার ক্ষমতায় আসার পর প্রথম ১৫দিনে তাদের দশটি ব্যর্থতার তালিকা এক্স হ্যান্ডেলে পোস্ট করেন রাহুল৷ সেখানে তিনি লিখেছেন…
রাহুল গান্ধীর ‘X’ হ্যান্ডেল পোস্ট
এনডিএ-র প্রথম ১৫ দিন
ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, কাশ্মীরে জঙ্গি হামলা, ট্রেন যাত্রীদের দুর্দশা
নিট কেলেঙ্কারি, নিট পিজি পরীক্ষা পিছিয়ে দেওয়া
ইউজিসি নেট পরীক্ষার প্রশ্ন ফাঁস, দুধ-গ্যাস-ডাল-টোলের মূল্যবৃদ্ধি
জঙ্গলে আগুন, জল সঙ্কট ও ব্যবস্থা না নেওয়ায় তাপপ্রবাহে মানুষের মৃত্যু
রাজনৈতিক মহলের মতে, ২০১৯-এর চেয়ে অনেক বেশি অক্সিজেন বিরোধী পক্ষে। ইনিংসের শুরু থেকেই ব্যাকফুটে এনডিএ শিবির। এবার মোদীর আগামী ৫ বছর যে বিরোধীদের সহমতেই চলতে হবে তা পরিস্কার। না হলে, সংসদ অচল অবধারিত। বিল পাস না হলে নিস্ফলা সংসদের দায় নিতে হবে প্রধানমন্ত্রী মোদীকেই।