বয়সের ভারে নুব্জ হয়ে পড়েছেন বৃদ্ধা। বিছানায় সয্যাসায়ী ৬৫ বছরের বৃদ্ধা। অসহায় অবস্থায় দীর্ঘদিন ধরেই থাকছেন। মিলছে না ঘরের ভাড়া। ভাড়া বন্ধ করে দেওয়ায় চরম অর্থকষ্টে পড়েছেন অসহায় বৃদ্ধা। অসহায় বৃদ্ধার ঘর দখল করে পার্টি অফিস করার অভিযোগ শাসকদলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। অভিযোগ, ঘর ফিরে পাবার জন্য প্রশাসনের কাছে জানিয়েও কোন সুরাহা হয়নি। শাসক দলের পঞ্চায়েত সদস্যের সাফ কথা তিনি ঘর ছাড়বেন না। পূর্ব বর্ধমানের বৈকণ্ঠপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘটনা।
পূর্ব বর্ধমানের বৈকণ্ঠপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের হ্যাচারি রোডের বাসিন্দা পুস্পা চক্রবর্তী। ২০১৯ সালে তাঁর বাড়ির একটি ঘর ভাড়া নিয়ে তৈরি হয়েছিল তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়। স্থানীয় পঞ্চায়েতের তৃণমূল সদস্য মিতা দাস পর পর দু’বছর নিয়মিত ভাড়াও দিয়েছেন পুস্পা দেবীকে। অভিযোগ, হঠাৎই তিনি ঘরের ভাড়া দেওয়া বন্ধ করে দেন। এমনকী, ঘর ছেড়ে দিতে বলায় শাসক দলের পঞ্চায়েত সদস্য রীতিমতো হুমকি দিচ্ছেন বলে অভিযোগ।
ঘর ভাড়া না দেওয়ার অভিযোগকে মিথ্যা বলছেন পঞ্চায়েতের তৃণমূল সদস্য। ঘর ছাড়বেন না বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি।
শাসক দলের রাজ্য মুখপাত্র প্রসেনজিৎ দাসের সাফ কথা, অভিযোগ সত্যি হলে দল যথাযথ ব্যবস্থা নেবে।
বয়সের ভারে নুব্জ হয়ে পড়েছেন পুস্পা চক্রবর্তী। ঘরের ভাড়া থেকেই কোনও রকমে একমুঠো অন্নের সংস্থান করতেন তিনি। ভাড়া বন্ধ করে দেওয়ায় চরম অর্থকষ্টে পড়েছেন অসহায় বৃদ্ধা। এই অবস্থায় তৃণমূল পঞ্চায়েত সদস্য মিতা দাসের হুমকিতে রীতিমতো আতঙ্কে ভুগছেন অসহায় বৃদ্ধা ও তাঁর বোন।