২০২৩ সালের ২ জুন। ওড়িশার বালেশ্বরের বাহানায় করমণ্ডল দুর্ঘটনার স্মৃতি এখনও ফিকে হয়নি। সেই ঘটনার জল গড়িয়েছিল সিবিআই তদন্ত পর্যন্ত। তবে সেই ভয়ঙ্কর স্মৃতি ফিরল আবারও। এবার ভয়াবহ দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। বছর পার করতেই ভয়াবহ দুর্ঘটনার মুখে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। এদিন সকালে নিউ জলপাইগুড়ি স্টেশন ছেড়ে বেরিয়ে এগোতেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে এসে ধাক্কা মারে একটি মালগাড়ি। লাইনচ্যুত হয় ৩টি কামরা। আহত বেশ কয়েকজন যাত্রী। কয়েকজনের আঘাত গুরুতর।
শিয়ালদহমুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মালগাড়ির, বেলাইন তিনটি কামরা। অন্তত ৮ জনের মৃত্যু, আহত অন্তত ৫০, আহতদের অবস্থা স্থিতিশীল। ট্রেন দুর্ঘটনায় মৃত ৮ জনের মধ্যে ৩ জন রেলকর্মী, সাধারণ যাত্রী ৫ জন। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে, মালগাড়ির লোকো পাইলট, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গার্ডের। কেন্দ্রের তরফ থেকে মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্র।
মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করে হচ্ছে। কারণ যে কামরাটি দুমড়ে মুচড়ে গিয়েছে, সেই কামরা থেকে এখনও পর্যন্ত কাউকেই উদ্ধার করা সম্ভব হয়নি বলে রেলের তরফে জানানো হয়েছে। ভিতর থেকে গোঙানির শব্দ ভেসে আসছে। তৎপরতার সঙ্গে উদ্ধারকার্য চালাচ্ছেন রেলকর্মীরা। বৃষ্টির মধ্যেই দুর্ঘটনাগ্রস্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে চলছে উদ্ধারকাজ। বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গে হাত লাগিয়েছেন স্থানীরাও। পৌঁছেছে চিকিৎসক, অ্যাম্বুল্যান্স, জানালেন মুখ্যমন্ত্রী।
রাঙামাটির দুর্ঘটনাস্থলে এসেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, তদারকি করবেন উদ্ধারকাজে। রেল দুর্ঘটনার খবর পেয়েই আত্মীয়দের ভিড় শিয়ালদহ স্টেশনে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনার জের, বিঘ্নিত উত্তর-দক্ষিণ রেল যোগাযোগ। শিলিগুড়ি স্টেশন দিয়ে রুট বদল একাধিক ট্রেনের, মালদহে আটকে থাকল বন্দে ভারত। ট্রেন দুর্ঘটনার পর উদ্ধারকাজের খুঁটিনাটি দেখতে উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রেল দুর্ঘটনায় নিহতদের প্রতি শোকবার্তা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এই দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে তিনি জানান, “রেলদুর্ঘটনায় যাত্রীদের মৃত্যুর খবরটি শুনে মন অত্যন্ত খারাপ হয়ে গিয়েছে। শোকার্ত পরিবারগুলির জন্য আমার প্রার্থনা রইল, মানসিক ভাবে আমি তাঁদের পাশে আছি। কামনা করি, আহতরা যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন। উদ্ধারকাজও হোক নির্বিঘ্ন।”
“এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ‘পশ্চিমবঙ্গের এই রেল দুর্ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক’, শোকপ্রকাশ মোদীর।”
উত্তরবঙ্গে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এক্স হ্যান্ডেলে পোস্ট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “উদ্ধারকাজ ও চিকিৎসায় সহায়তার জন্য ডিএম, এসপি, চিকিত্সক, অ্যাম্বুলেন্স এবং বিপর্যয় মোকাবিলা দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।”
রেল দুর্ঘটনায় খোলা হয়েছে কন্ট্রোল রুম, দেওয়া হয়েছে হেল্পলাইন নম্বরও। রেলের তরফ থেকে প্রকাশ করা হয়েছে এই হেল্পলাইন নম্বরগুলি। শিয়ালদহ, গুয়াহাটি, লামডিং, নিউ জলপাইগুড়ি, কাটিহার স্টেশনে খোলা হয়েছে কন্ট্রোল রুম।
রেল সূত্রে খবর, আপাতত আপ লাইন দিয়েই আপ এবং ডাউন লাইনের সমস্ত পরিষেবা। অর্থাৎ রাঙাপানি থেকে নিউ জলপাইগুড়ি স্টেশন পর্যন্ত একটি লাইন দিয়েই পরিষেবা সচল রাখতে চাইছে রেল।