Tax Devolution: প্রথম দিনেই রাজ্যগুলিকে কর বাবদ অতিরিক্ত অর্থ বরাদ্দ কেন্দ্রের, বাংলার ঝুলিতে এল কত?

0 24

রবিবার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী। তাঁর সঙ্গেই শপথ নিয়েছেন আরও ৭১ জন। সোমবার প্রথমবারের জন্য নিজের বাস ভবনে মন্ত্রীসভার সঙ্গে বৈঠক করেন তিনি। সোমবার বন্টন করা হয় বিভাগ। আর তাঁর সঙ্গেই তৃতীয়বার মসনদে বসে যেন একটু উদার প্রধানমন্ত্রী।

ক্ষমতায় এসে  প্রথম সই করেছেন কৃষকদের সহায়ক পিএম কিসান নিধির ১৭তম বকেয়া কিস্তির ফাইলে। ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী আবাস যোজনায় আরও ৩ কোটি সাধারণ মানুষকে বাড়ি তৈরি করে দেওয়ার কথা। সেই বাড়িতে দেওয়া হবে বিদ্যুৎ, এলপিজি গ্যাসের কানেকশন, বসানো হবে জলের কল।

এবার রাজ্যগুলিকে করের টাকার অতিরিক্ত কিস্তিও দিল নির্মলা সীতারমনের অর্থ দফতর। সোমবার জুন মাসের করের টাকায় অনুমোদন দিয়েছে কেন্দ্র। তার সঙ্গে  অতিরিক্ত কিস্তির টাকাও দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে। রাজ্যগুলিকে  মোট ১ লাখ ৩৯ হাজার ৭৫০ কোটি টাকা অতিরিক্ত কিস্তি হিসাবে দেওয়া হচ্ছে। গোটা দেশে সব রাজ্যকে ভাগ করে দেওয়া হয়েছে এই টাকা। পশ্চিমবঙ্গ অতিরিক্ত কর বাবদ পেয়েছে ১০,৫১৩.৪৬ কোটি টাকা।

প্রসঙ্গত, এই টাকা দেওয়া এই বারেই প্রথম নয়। রাজ্যগুলিকে কেন্দ্র  প্রত্যেক মাসেই করের ভাগ দেয়। একে বলে ‘ডেভোলিউশন’। আয়কর-সহ অন্যান্য খাতে রাজ্যগুলি থেকে কেন্দ্রীয় সরকার যা সংগ্রহ করে, তার একটি অংশ আবার রাজ্যগুলিকে দেওয়া হয়। প্রতি মাসের ১০ তারিখের আশপাশে এই টাকা দেয় কেন্দ্র। এ বার রাজ্যগুলিকে এই ‘ডেভোলিউশন’ বাবদ অতিরিক্ত কিছু টাকাও দেওয়া হল।

কর কাঠামোয় মোট টাকার কত অংশ রাজ্য পাবে, তা ঠিক করার কতগুলি মানদণ্ড আছে। যার মধ্যে অন্যতম হল জনসংখ্যা। আর জনসংখ্যার হিসাবে এই বারে সব থেকে বেশি টাকা পেয়েছে উত্তরপ্রদেশ। তাদের দেওয়া হয়েছে ২৫,০৬৯.৮৮ কোটি টাকা। দ্বিতীয় স্থানে বিহার পেয়েছে ১৪,০৫৬.১২ কোটি টাকা। তৃতীয় স্থানে মধ্যপ্রদেশের ঝুলিতে গিয়েছে ১০,৯৭০.৪৪ কোটি টাকা। এবং চতুর্থ স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ পেয়ছে ১০,৫১৩.৪৬ কোটি টাকা। প্রসঙ্গত এই বারে অন্তর্বর্তী বাজেটে এই ‘ডেভোলিউশন’ খাতে ১২ লক্ষ ১৯ হাজার ৭৮৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। যার মধ্যে জুন মাসে দেওয়া হল এক লক্ষ ৩৯ হাজার ৭৫০ কোটি টাকা।

Leave A Reply

Your email address will not be published.