Oath Taking Ceremony: মোদীর সঙ্গেই শপথ নিলেন শাহ-রাজনাথ, মন্ত্রীসভায় আর কে? বাংলা থেকেই বা ক’জন
তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী পদে ঈশ্বরের নামে শপথগ্রহণ করলেন নরেন্দ্র মোদী। পরনে সাদা কুর্তা পাজামা। তার উপরে চেনা ছকের নীল রঙের মোদী কোর্ট। চোখে সরু ফ্রেমের চশমা। বুক পকেটে পেন। এই বেশেই রাষ্ট্রপতি ভবনে শপথ নিলেন মোদী। ১৫ত্ম প্রধানমন্ত্রীর পদে মোদীকে শপথবাক্য পাঠব করালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
কেবল মোদী নয় রবিবার সন্ধেয় মোদীর সঙ্গেই মন্ত্রী হিসাবে শপথবাক্য পাঠ করলেন একাধিক নেতারা। বিজেপি নেতাদের সঙ্গেই শপথ নিলেন শরিক দল জেডিইউ, টিডিপি এবং অন্যান্য শরিকদলের নেতারাও।
মোদীর পরে রাষ্ট্রপতির কাছে শপথবাক্য পাঠ করেন রাজনাথ সিংহ। তারপর শপথ নেন অমিত শাহ। শপথ নিয়েছেন প্রাক্তন সড়কমন্ত্রী নীতিন গড়কড়ি। সূত্রের খবর অনুসারে এই বার মন্ত্রীসভায় নিয়ে আসা হল বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে। শপথ নিয়েছেন তিনি। নাড্ডার পরে মন্ত্রী হিসাবে শপথ নেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌধুরী এবং হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর। আশা অনুসারেই শপথবাক্য পাঠ করেছেন প্রাক্তন বিদেশমন্ত্রী এবং অর্থমন্ত্রী এস জয়শঙ্কর এবং নির্মলা সীতারমন।
বাংলা থেকে প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী তথা বনগাঁর সাংসদ এবং মতুয়া সঙ্ঘাধিপতি শান্তনু ঠাকুর। প্রতিমন্ত্রী পদে বাংলা থেকে শপথগ্রহণ করেছেন আরেক সাংসদ। তিনি হলেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। সকালে মোদীর বাসভবনে চা চক্রে আমন্ত্রণ পাওয়ার পরেই জল্পনা ছিল মোদী ৩.০ মন্ত্রীসভায় ঠাই পেতে পারেন বঙ্গের দুই বিজেপি সাংসদ।
মন্ত্রী পদে শপথ নিয়েছেন হাম বা হিন্দুস্তান আওয়াম মোর্চা প্রধান জিতেনরাম মাঝি। এইচডি দেবগৌড়ার পুত্র এইচডি কুমারস্বামী শপথ নিয়েছেন রাইসিনা হিলে। নীতীশ কুমারের জেডিইউ পক্ষ থেকে মন্ত্রী সভায় জায়গা পেয়েছেন রাজীবরঞ্জন সিংহ ওরফে লাল্লন সিংহ। শপথ নিয়েছেন রামবিলাস পাসোয়ান পুত্র চিরাগ পাসোয়ান। শপথ নিয়েছেন এনডিএ-র শরিক দল চন্দ্রবাবু নায়ডুর টিডিপির নেতা কে রামমোহন নায়ডু এবং চন্দ্রশেখর পেম্মাসানি।
এছাড়াও তালিকায় রয়েছেন পীযূষ গোয়েল, ধর্মেন্দ্র প্রধান, অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনেওয়াল, বীরেন্দ্র কুমার, প্রহ্লাদ যোশী, জুয়েল ওরাম, গিরিরাজ সিংহ, অশ্বিনী বৈষ্ণব, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, অন্নপূর্ণা দেবী।
মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন রাজস্থানের অলওয়াড় কেন্দ্রের বিজেপি সাংসদ ভূপেন্দ্র যাদব, জোধপুরের বিজেপি সাংসদ গজেন্দ্র সিংহ শেখাওয়াত, গুজরাতের পোরবন্দর কেন্দ্রের বিজেপি সাংসদ মনসুখ মান্ডবীয়।। মন্ত্রীসভায় অরুণাচল পশ্চিম কেন্দ্রের বিজেপি সাংসদ কিরেন রিজিজু। শপথ নিয়েছেন বিজেপির রাজ্যসভার সাংসদ হরদীপ সিংহ পুরী। শপথ নিইয়েছেন তেলঙ্গানার সেকেন্দরাবাদ কেন্দ্রের বিজেপি সাংসদ জি কিসান রেড্ডি, মহারাষ্ট্রের বিজেপি সাংসদ সিআর পাতিল, হরিয়ানার বিজেপি নেতা রাও ইন্দ্রজিৎ সিংহ, জম্মু ও কাশ্মীরের বিজেপি সাংসদ জিতেন্দ্র সিংহ। মন্ত্রীসভায় জায়গা পেয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রিসভায় আইন ও ন্যায়বিচার মন্ত্রী অর্জুনরাম মেঘাওয়াল।
প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিলেন মহারাষ্ট্রের একনাথ শিন্ডের শিবসেনা সাংসদ প্রতাপরাও গণপতরাও জাদভ। প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন এনডিএ-র শরিক দল আরএলডি-র নেতা, উত্তরপ্রদেশের সাংসদ তথা প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধরি চরণ সিংহের পৌত্র জয়ন্ত চৌধরি।
শপথ নিয়েছেন এনডিএ-র শরিক দল আপনা দল (সোনেলাল)-এর নেতা অনুপ্রিয়া পটেল। প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন উত্তরপ্রদেশের প্রাক্তন মন্ত্রী জিতিন প্রসাদ, প্রাক্তন পর্যটন এবং জাহাজমন্ত্রী শ্রীপদ নায়েক, সাংসদ পঙ্কজ চৌধরি, কিসান পাল। প্রতিমন্ত্রী হচ্ছেন এনডিএ-র শরিক মহারাষ্ট্রের রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া (অঠওয়ালে)-র নেতা রামদাস অঠওয়ালে। তালিকায় রয়েছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী কপূর্রী ঠাকুরের পুত্র তথা জেডিইউ-র রাজ্যসভার সাংসদ রামনাথ ঠাকুর। রয়েছেন নিত্যানন্দ রাই। প্রতিমন্ত্রীর রূপে শপথ নিয়েছেন কর্নাটকের প্রাক্তন মন্ত্রী ভি সোমান্না এবং উত্তরপ্রদেশের সাংসদ এসপি সিংহ বঘেল।
প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন কর্নাটকের বিজেপি নেত্রী শোভা করন্দলজে, কীর্তিবর্ধন সিংহ, বিএল বর্মা। প্রতিমন্ত্রী হচ্ছেন কেরলের সুরেশ গোপী, তামিলনাড়ুর এল মুরুগান, উত্তরাখণ্ড থেকে অজয় টামটা, তেলঙ্গানার বিজেপি সাংসদ বন্দি সঞ্জয় কুমার।
এছাড়াও প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন উত্তরপ্রদেশের কমলেশ পাসোয়ান, রাজস্থানের ভগীরথ চৌধরি, বিহারের বিজেপি সাংসদ সতীশচন্দ্র দুবে, ঝাড়খণ্ডের সঞ্জয় শেঠ, পঞ্জাবের রভনীত সিংহ বিট্টু, মধ্যপ্রদেশের দুর্গাদাস উইকে, মহারাষ্ট্রের এনসিপি নেতা একনাথ খাড়সের পুত্রবধূ রক্ষা খাড়সে, মধ্যপ্রদেশের সাবিত্রী ঠাকুর।
তালিকায় রয়েছেন ছত্তীসগঢ়ের তোখান সাহু, বিহারের রাজভূষণ চৌধরি, অন্ধপ্রদেশের ভূপতি রাজু শ্রীনিবাস বর্মা, পূর্ব দিল্লির বিজেপি সাংসদ হর্ষ মলহোত্র, গুজরাতের ভাবনগর কেন্দ্রের বিজেপি সাংসদ নিমুবেন জয়ন্তিভাই বামভানিয়া, পুণের মুরলীধর মহল এবং কেরলের বিজেপি নেতা জর্জ কুরিয়ান।