তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী। আগামী রবিবারই শপথগ্রহণ করার কথা আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
জানা গিয়েছে, রাষ্ট্রপতি ভবনেই তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করবেন নরেন্দ্র মোদী। আগামী রবিবার, ৯ জুন বিকেল ৬ টায় তিনি শপথ গ্রহণ করবেন। উপস্থিত থাকবেন মোদীর মন্ত্রিপরিষদের সদস্য ও জয়ী সাংসদরাও। পাশাপাশি শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্তিত থাকবেন দেশ-বিদেশের শীর্ষ নেতৃত্বরা।
বুধবার টেলিফোনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানান মোদী। এরইমধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্রের খবর, নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহল প্রচন্ড, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে এবং মরিশাসের প্রধানমন্ত্রী প্রবিন্দ জগনাউথকে মোদির শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে। আনুষ্ঠানিক আমন্ত্রণগুলি বৃহস্পতিবার পাঠানো হবে বলে জানা গিয়েছে ।
দিল্লিতে বিশেষ বৈঠকে নরেন্দ্র মোদীকে সমর্থনের ঘোষণা করেন চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার সহ এনডিএ অংশীদাররা এবং সর্বসম্মতিক্রমে প্রধানমন্ত্রী মোদিকে জোটের নেতা হিসাবে বেছে নেন সকলে।
উল্লেখ্য, এবারের নির্বাচনে বিজেপি এককভাবে ২৪০টি এবং তার নেতৃত্বাধীন এনডিএ জোট পেয়েছে ২৯৩টি আসন পেয়েছে। ২০১৪ সালে দলটি এককভাবে পেয়েছিল ২৮২টি আসন এবং ২০১৯ সালে ৩০৩টি আসন। সংবিধান অনুযায়ী ভারতে সরকার গঠনের জন্য প্রয়োজন ২৭২টি আসনে। এক্ষেত্রে মোদীর দল এককভাবে সরকার গঠন করতে পারছে না, যে কারণে জোটের ওপরই নির্ভর করতে হচ্ছে মোদীকে।