New Toll Tax Price: বাড়তে চলেছে টোল ট্যাক্স, মূল্যবৃদ্ধির আশঙ্কায় চিন্তার ভাঁজ মধ্যবিত্তের কপালে!

0 75

বাড়তে চলেছে টোল ট্যাক্স। প্রভাব পড়তে পারে দৈনন্দিন জীবনেও। গত ১৯ এপ্রিল শুরু হয়েছিল লোকসভা নির্বাচনের।  দেড় মাস ধরে চলার পরে গত শনিবার শেষ হয়েছে সর্বশেষ অর্থাৎ সপ্তম দফার ভোট। তার পরেই সামনে এসেছে নতুন খবর। বাড়তে চলেছে জাতীয় সড়কে চলাচলের খরচ। সোমবার থেকেই বৃদ্ধি পাচ্ছে এই খরচ বলে খবর ন্যাশানাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া বা এনএইচএআই-এর তরফে। রাজ্য পরিবহণ দফতর সূত্রে খবর দেশের নানা প্রান্তে সোমবার সকাল থেকেই এই সিদ্ধান্ত কার্যকরী করা হয়েছে।

প্রসঙ্গত, চলতি বছরের ১ এপ্রিল থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু মার্চ মাসের তৃতীয় সপ্তাহে লোকসভা ভোটের সূচি প্রকাশ হয়ে যাওয়ায় আর তা করা সম্ভব হয়নি। আগেই সিন্ধান্ত হয়েছিল লোকসভা নির্বাচন শেষ হওয়ার পরেই জাতীয় সড়কে যানবাহন চলাচলের খরচ বৃদ্ধি করা হবে। সেই মতোই সোমবার থেকে দেশের নানা প্রান্তে সব জাতীয় সড়কে তা কার্যকর করা হয়েছে।  

ন্যাশানাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার সিদ্ধান্ত যানবাহন পিছু ৫ শতাংশ টোল ট্যাক্স বৃদ্ধি করা হবে। সেই হিসাবে চলতি বছরের মাঝামাঝি সময় থেকে জাতীয় সড়ক কতৃপক্ষের অ্যায় বৃদ্ধি পাবে। পাইকারি মূল্যের নিরিখে ফি বছরে টোল ট্যাক্স বা জাতীয় সড়কে যানহবাহন চলাচলের খরচ বৃদ্ধি করা হয়। এই বারেও সেই নিয়ম মেনেই টোল ট্যাক্স বাড়ানো হয়েছে।

তবে এর প্রভাব কেবল নিয়মিত জাতীয় সড়কে চলাচলকারী গাড়ি বা তার মালিকের উপরেই নয়, বরং সাধারণ মানুষের উপরেও পড়তে চলেছে বলে আশঙ্কা রাজ্য প্রশাসনের একাংশের। কারণ দ্রুত পচনশীল পণ্য, বা খাদ্য দ্রব্য, শস্য পরিবহণের একটি বড় মাধ্যম হল সড়ক পথ। আর সেক্ষেত্রে জাতীয় সড়ক মূল ভরসা। কিন্তু জাতীয় সড়কের যানবাহনের যাতায়াতের খরচ বৃদ্ধি পেলে স্বাভাবিক নিয়মে নিত্য প্রয়োজনীয় পণ্য বিশেষ করে খাদ্য দ্রব্যের দাম বৃদ্ধি পাবে বলেই আশঙ্কা। আর তার প্রভাব সরাসরি পড়বে সাধারণ মানুষের পকেটে। এমনিতেই আগুন সবজি থেকে অনান্য খাদ্য দ্রব্যের দাম। তার উপরে টোল ট্যাক্স বৃদ্ধির কারণে যদি সেই দাম আরও বাড়ে তা হলে কী হবে ভেবেই মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ দেখা দিয়েছে।

Leave A Reply

Your email address will not be published.