Weather Update: এখনই মুক্তি নেই গরম থেকে, বাড়বে তাপমাত্রা! বর্ষা আসবে কবে, কী বলছে হাওয়া অফিস?

0 75

রাজ্যে শুরু হয়েছে বর্ষার বৃষ্টি। উত্তরবঙ্গের জেলাগুলিতে চলছে নাগারে বর্ষণ। বৃষ্টিতে ভিজছে দক্ষিণ বঙ্গ। তবে হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণের বৃষ্টি হলেও তা সাময়িক। এখনই পাহাড় থেকে নীচে নামছে না বর্ষা। আবহাওয়া দফতর সূত্রে খবর চলতি সপ্তাহে বৃদ্ধি পাবে দক্ষিণেবঙ্গের তাপমাত্রাও।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে বুধবার পর্যন্ত বৃষ্টি হতে পারে। কলকাতা সহ বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গেই বিতে পারে ঝোড়ো হাওয়া। উত্তর-দক্ষিণ ২৪ পরগনা, হুগলী, হাওড়া এবং কলকাতায় হাওয়ার গতিবেগ হতে পারে ঘন্টায় ৩০-৪০ কিলোমিটার। দক্ষিণের বাকি জেলায় গতিবেগ পৌঁছতে পারে ৪০-৫০ কিলোমিটার অবধি। তবে তা বুধবার পর্যন্ত।

ক্ষণিকের স্বস্তির পরেই আবার বাড়বে তাপমাত্রা। বৃহস্পতিবার থেকেই দক্ষিণের সব জেলায় শুকনো আবহাওয়া থাকবে বলে খবর। তাপমাত্রা ২-৩ ডিগ্রি বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের।  

হাওয়া অফিস সূত্রে খবর দার্জিলিং, কালিম্পং, জলাপাইগুড়ি, কোচবিহার এবগ আলিপুরদুয়ারে সোম এবং মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস রয়েছে। উত্তর-দক্ষিণ দিনাজপুর ও মালদহে হতে পারে বৃষ্টি। তবে বুধবার থেকে উত্তরের জেলাতেও বৃষ্টির সম্ভাবনা কম বলে খবর। কেবল আলিপুরদুয়ার এবং কোচবিহারে শুক্রবার অবধি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

প্রসঙ্গত, গত ৩১ মে উত্তরবঙ্গে বর্ষা ঢুকেছে। সেই কারণেই মনে করা হয়েছিল দক্ষিণেও এবার সময়ের পূর্বে বর্ষা প্রবেশ করতে পারে। সাধারণত দক্ষিণ বঙ্গে বর্ষা প্রবেশ করে জুনের দ্বিতীয় সপ্তাহে। কিন্তু আপাতত আর সেই সুযোগ নেই বলে ধারণা আবহাবিদদের। কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হলেও রেহাই নেই গুমোট গরমের হাত থেকে।  

Leave A Reply

Your email address will not be published.