দেশজুড়ে নির্বাচন শেষ হয়েছে। লোকসভা নির্বাচনের সঙ্গেই একাধিক রাজ্যে হয়েছিল বিধানসভা নির্বাচনও। সেই নির্বাচনের ফল প্রকাশের পালা এবার। রবিবার অরুণাচল প্রদেশ ও সিকিমে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হয়।
অরুণাচল প্রদেশে ফের সরকার গঠন করল বিজেপি। সিকিমে ফের ক্ষমতায় এল SKM. দুটি রাজ্যে বিধানসভা নির্বাচনে নিশ্চিহ্ন হয়ে গেছে বিরোধী দলগুলি।
অরুণাচল প্রদেশের ৬০টি বিধানসভা আসনের মধ্যে ৫০টি আসনের ফলাফল ঘোষিত হয় রবিবার। ১০টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিল বিজেপি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিলেন মুখ্যমন্ত্রী পেমা খাণ্ডু। রবিবার বাকি আসনের ফলাফল ঘোষণা হয়। ৫০টি বিধানসভা আসনের মধ্যে ৪৬টি আসনে জয় বিজেপির। ৫টি আসনে জয়ী হয়েছে NPP। ৯টি আসনে জয় নির্দল প্রার্থীদের।
অরুণাচল প্রদেশে বিধানসভা নির্বাচনে বিরোধী দলগুলি কার্যত নিশ্চিহ্ন হয়ে গেছে। রাজ্যে এবার খাতাই খুলতে পারেনি কংগ্রেস। এদিকে, বিশাল জয়ের পর উৎসবের মেজাজে অরুণাচল বিজেপির নেতাকর্মীরা। রবিবার ইটানগরে প্রদেশ বিজেপি কার্যালয়ের সামনে বিজয় উৎসব উদযাপন করেন দলীয় কর্মীরা।
অরুণাচল প্রদেশে বিশাল জয়ের পর রাজ্যের মানুষ ও বিজেপি নেতাকর্মীদের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অরুণাচলের ফলাফল নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী বলেন, সারা দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও এনডিএ-র হাওয়া বইছে।
এদিকে, অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খাণ্ডু বলেন, ঐতিহাসিক জয় পেল বিজেপি।
এদিকে সিকিমেও প্রত্যাশা মতো জয় পেল শাসক দল সিকিম ক্রান্তিকারী মোর্চা। রাজ্যের ৩২টি আসনের মধ্যে SKM জয়ী হয়েছে ৩১টি আসনে। একটি আসন দখল করেছে বিরোধী দল সিকিম ডেমোক্রেটিক ফ্রন্ট।
গুরুত্বপূর্ণ কথাটি হল দু’রাজ্যের বিধানসভা নির্বাচনে নিশ্চিহ্ন হয়ে গেছে কংগ্রেস। একই সঙ্গে শোচনীয় হাল আঞ্চলিক বিরোধী দলগুলিরও।
গত ১৯ এপ্রিল অরুণাচল প্রদেশে লোকসভা নির্বাচনের সঙ্গেই ৬০টি বিধানসভা আসনে ভোট হয়েছিল। একইদিনে সিকিমেও বিধানসভা নির্বাচন হয়েছিল ৩২টি আসনে।