চোর সন্দেহে আশ্রমে নাবালককে পিটিয়ে খুনের অভিযোগ। মামার বাড়িতে গিয়েছিল সপ্তম শ্রেণির পড়ুয়া। সেই মামাবাড়ি ঘুড়তে যাওয়াই তার জন্য কাল হয়ে দাড়ালো। মামার বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ। কাঠগড়ায় বারুইপুরের উত্তরভাগের একটি আশ্রম।
‘আশ্রম’ শব্দটিতে একধরনের পবিত্র ভাব মিসে আছে কিন্তু বারুইপুরের উত্তরভাগের আশ্রমের বিপরীত ঘটনাই দেখা দিল। খুন হল এক নাবালিক শিশু সেই আশ্রমে। পবিত্র নামের শিশুটি আর সবার মতই বেরাতে যায় মামাবাড়ি। কিন্তু বারুইপুরের এক আশ্রমে তাকে চুরির অভিযোগে প্রচন্ড মারধোর করা হয় বলে অভিযোগ। চোর সন্দেহে ওই নাবালককে পিটিয়ে নাজেহাল করে দেওয়া হয় বলে অভিযোগ বারুইপুর এলাকার উত্তরভাগের এই আশ্রমের বিরুদ্ধে।
বুধবার নাবালকের মৃত্যুর খবরের পরই বারুইপুর থানায় অভিযোগ দায়ের করে মৃতের পরিবার।
বৃহস্পতিবার আশ্রম চত্বরে বিক্ষোভ দেখান প্রতিবেশীরা। সেখানে যায় বারুইপুর থানার পুলিশ।
অভিযোগ, কিছু হলেই হুমকি দেন আশ্রমের মাতাজি।
আশ্রমটি নান রহস্যে ভরা। আশ্রমে মন্দির আছে তবে এলাকার মানুষ আশ্রমে সেভাবে যেতে পারেন না। কী হয় আশ্রমে কেউ জানে না। প্রতিবেশীদের দাবি, রাতের বেলা গাড়ি আসে আশ্রমে
রাতেই বেরিয়ে যায় সেই গাড়িগুলি, কিসের গাড়ি!কারা আসে রাতে!কী হয় আশ্রমে !
বুধবারই বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার। নাবালকের মৃত্যু রহস্য নিয়ে ফুঁসছে গ্রামবাসী। নাবালককে পিটিয়ে মারার অভিযোগ নিয়ে সংবাদমাধ্যমে মুখ খুলতে নারাজ আশ্রমের মাতাজী। উল্টে সাংবাদিককেই হুমকি দিলেন তিনি।