বিজেপি প্রার্থী করণভূষণ সিংয়ের কনভয়ের গাড়ির ধাক্কায় ২ বাইক আরোহীর মৃত্যু হল। গুরুতর আহত হয়েছেন এক মহিলা। উত্তরপ্রদেশের গোন্ডা জেলায় সেই ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার গোণ্ডার কায়সারগঞ্জ-হুজোরপুর রোড ধরে দ্রুত গতিতে ছুটছিল করণের কনভয়। তখনই বৈকুণ্ঠ ডিগ্রি কলেজের কাছেই ঘটনাটি ঘটে। দুর্ঘটনার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ জনের এবং ১ জন আহত হন।
জানা গিয়েছে, মৃতদের মধ্যে ১৭ বছরের একজন নাবালক রয়েছে ৷ আরেক জনের বয়স ২০ বছর ৷ ৬০ বছরের এক বৃদ্ধা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। ঘটনায় গাড়ির চালককে গ্রেফতার করেছে পুলিশ ৷ গাড়ির নিয়ন্ত্রণ হারিয়েই ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।
সেই ঘটনা নিয়েই সরব তৃণমূল। ব্রিজভূষণের ছেলের গাড়িতে দুর্ঘটনা নিয়ে টুইট করে তৃণমূলের কটাক্ষ, “ব্রিজভূষণ মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্তা এবং শ্লীলতাহানির জন্য কুখ্যাত, ছেলের মধ্যেও সেই গুণগুলো রয়েছে। বাবার থেকে আরও এককাঠি উপরে উঠে কায়সারগঞ্জের বিজেপি প্রার্থী নিরীহ শিশুদের উপর গাড়ি চালিয়ে দিল। এই ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে, একজন আহত। মনে হচ্ছে মোদীর গোটা পরিবারটাই অপরাধী মানসিকতায় চলে।” তৃণমূল কটাক্ষ করে বলছে, করণ ভূষণ সিং বাবার উপযুক্ত ছেলে।
করণ হলেন কুস্তিগিরদের যৌন হেনস্থায় অভিযুক্ত ব্রিজভূষণ সিংয়ের ছেলে। এবার লোকসভা নির্বাচনে ব্রিজভূষণের পরিবর্তে করণকে টিকিট দিয়েছে বিজেপি। সেই বিষয়টি নিয়ে বিজেপিকে আক্রমণ শানিয়েছে তৃণমূল কংগ্রেস।