Remal Cyclone Update: সমুদ্রের বুকে ভয়ানক ঘূর্ণিঝড় ‘রেমাল’, রইল সেই ছবি, বর্তমান অবস্থান কী

0 21

রবিবার  সকাল থেকেই মুখ ভার আকাশের, শুরু হয়েছিল মুষলধারে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া। মধ্য রাতে রাতেই শুরু বাংলাদেশ এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের উপকূলে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় রেমাল। উপকূলবর্তী জেলাগুলিতে  নিজের তান্ডবলীলা চালিয়ে রেমাল এখন সম্পূর্ণ রূপে বাংলাদেশে। সময়ের সঙ্গে শক্তি খুইয়ে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হলেও এখনও চলছে  তার প্রভাব। জলমগ্ন কলকাতা, ব্যহত রাজ্যেরে নানা শাখায় তড়েন চলাচল। মেট্রো স্টেশনে জল জমে ব্যহত হয়েছে ট্রেন চলাচল। এখনও চলছে বৃষ্টি সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। আবহাওয়া দফতর সূত্রে খবর  এখন  কলকাতা থেকে ১১০ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে রয়েছে রেমাল।

তবে ল্যান্ডফলের ছবিটা কেমন ছিল? যখন বঙ্গোপসাগরের বুকে ধীরে ধীরে শক্তি যুগিয়ে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হছিল রেমাল কেমন ছিল সেই দৃশ্য? দেখলে যেন মনে হয় হলিউডের কোনও সিনেমা। তবু সেই দৃশ্যের সন্ধানে, সাগরের বুকে পাড়ি দিয়েছিলেন ‘দ্য ডেইলি স্টারে’র সাংবাদিক। রইল সেই ছবি এবং ভিডিয়ো।

বিশাল অঞ্চল জুড়ে গোলাকার ঘন মেঘের রাশি। মধ্যস্থলে রয়েছে ঘুর্ণিঝড় ‘রেমালে’র চোখ। এই দৃশ্য দেখলে যেন কাঁটা দেয় গায়ে। হাওয়া অফিসের খবর অনুযায়ী, স্থলভাগে প্রবেশ করার পর ঘূর্ণিঝড় রেমাল বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূল ধরে ক্রমে উত্তর দিকে এগিয়েছে।

গত ছ’ঘণ্টায় তার গতি ছিল ৮ কিমি  প্রতি ঘন্টা। এই মূহুর্তে বাংলাদেশের মোংলা থেকে রেমালের দূরত্ব ৬৫ কিলোমিটার উত্তর-পূর্বে। এ ছাড়া, ভারতের  ক্যানিং থেকে ১০০ কিমি উত্তর উত্তর-পূর্ব, বাংলাদেশের খেপুপাড়া থেকে ১৫০ কিলোমিটার উত্তর-পশ্চিম এবং ঢাকা থেকে ১৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে রয়েছে রেমাল।

হাওয়া অফিস দেওয়া তথ্য অনুযায়ী  সন্ধ্যা পর্যন্ত ঘূর্ণিঝড় হিসাবেই থাকবে রেমাল। তারপর শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। ক্রমে তা আরও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হবে।

রেমালের প্রভাবে রবিবার রাত থেকে দুর্যোগ চলছে দক্ষিণবঙ্গে। রাতে দমদমে ঝড়ের গতি ছিল ঘণ্টায় ৯১ কিমি প্রতি ঘন্টা। বাংলাদেশে গতি ছিল ১০০কিমি বেশি। ঝড়ের সঙ্গে চলছে একনাগাড়ে বৃষ্টি। কলকাতায় গত রাতে ১৪৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সকাল থেকে শহরের বিস্তীর্ণ অংশ জলমগ্ন। রেমালের প্রভাবে শহরে ৫০টিরও বেশি গাছ উপড়ে গিয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে বলে খবর। রেমালের প্রভাবে সোমবার নদিয়া, মুর্শিদাবাদে লাল সতর্কতা জারি করা হয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি এবং দুই ২৪ পরগনায়। মঙ্গলবার  দক্ষিণবঙ্গে থেকে আবহাওয়ার উন্নতি হবে  বলে খবর হাওয়া অফিস সূত্রে। তবে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। দার্জিলিং, জলপাইগুড়ি-সহ একাধিক জেলায় বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.