তীব্র গরমে হাঁসফাঁস করছে সমগ্র অসম

0 45

তীব্র গরমে হাঁসফাঁস করছে সমগ্র অসম। গত কয়েকদিনে উষ্ণতার পারদ ৩৫ থেকে ৪০ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে। এই পরিস্থিতে চিড়িয়াখানার জীবজন্তুদের জন্য বিশেষ পদক্ষেপ কর্তৃপক্ষের। গত কয়েকদিন থেকে রাজ্যের তাপমাত্রা একের পর এক রেকর্ড গড়ছে। তীব্র গরমে অতিষ্ঠ মানবকুল সহ জীবকুলও। তবে চিড়িয়াখানার জীবজন্তুদের জন্য বিশেষ ব্যবস্থা হাতে নিয়েছে কর্তৃপক্ষ।

গরমের হাত থেকে রক্ষা পেতে কোনও জন্তু যদি পুকুরে নামছে, কেউ আবার পাইপের জলে স্নান করছে, তাছাড়া কেউ আবার খাঁচার ভেতরে ফ্যানের হাওয়ায় আরাম করছে। বলতে গেলে একপ্রকার বেশ আরামেই দিন কাটাচ্ছে চিড়িয়াখানার জীবজন্তুরা।

গরমের প্রতি লক্ষ্য রেখে চিড়িয়াখানা কর্তৃপক্ষ তাদের জীবজন্তুদের জন্য এই ধরণের বিশেষ ব্যবস্থা হাতে নিয়েছে। কাউকে দেওয়া হয়েছে ফ্যান, আবার কাউকে স্নান করার জন্য দিয়েছে শাওয়ার। এছাড়া সকাল হলেই সকলকে দেওয়া হয় বরফ।

যে সময় তীব্র দাবদাহের জন্য জনশূন্য হয়ে পড়েছে রাস্তাঘাট, সেই সময় চিড়িয়াখানার কর্তৃপক্ষ জীবজন্তুদের জন্য নেওয়া পদক্ষেপগুলো সত্যিই প্রশংসনীয়। আর এভাবেই তীব্র গরমে চিড়িয়াখানার জীবজন্তুরা নিজেদের দিন কাটাচ্ছে।

Leave A Reply

Your email address will not be published.