LokSabha Election 2024: হিন্দু ঘরে ঢুকে তৃণমূল আশ্রিত সংখ্যালঘু দুষ্কৃতিদের বিরুদ্ধে মারধরের অভিযোগ মেদিনীপুরে
চলছে ভোট গ্রহণ। নজরে বাংলার ৫ বিশেষ কেন্দ্র। জঙ্গলমহলে পরিস্থিতি কেমন? সবার আগে ভোটের খবর NKTV বাংলা লাইভ স্টোরিতে
ঝাড়গ্রাম
দুপুর ২:৫০
১। বিজেপি প্রার্থীর প্রণত টূডুর কথায়, ‘খবর ছিল, এখানে ভোট দিতে দেওয়া হচ্ছে না। পুলিশ প্রশাসন বলে কিছু নেই। আমাদের তরফে কোনও প্ররোচনা ছিল না। এরা ‘গো ব্যাক’ স্লোগান দিচ্ছে। ঝাড়গ্রামকে সন্দেশখালি বানিয়ে দিয়েছে তৃণমূল। নিরাপত্তারক্ষী ছিল বলে আমি বেঁচেছি। না হলে প্রাণ নিয়ে ফিরতে পারতাম না।’
দুপুর ২:৪৫
১। ঝাড়গ্রামের গড়বেতায় ২০০ নম্বর বুথে বিজেপি প্রার্থী প্রণত টুডুকে ঘিরে বিক্ষোভ। লাঠি, বাঁশ নিয়ে বিজেপি প্রার্থীর দিকে তেড়ে যান মহিলারা। গাড়ি লক্ষ্য করে ঢিল ছোঁড়া হয় বলে অভিযোগ। আক্রান্ত সংবাদমাধ্যম, ভেঙেছে গাড়ির কাঁচ।
২। গড়বেতায় প্রণত টুডুর গাড়িতে হামলার সময় পরিস্থিতি সামাল দিতে গিয়ে জখম হয়েছেন কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান। ঐ জওয়ানের মাথায় আঘাত লেগেছে। তৃণমূলের অভিযোগ, বিজেপি অশান্তি করছে।
সকাল ৯:৫৭
১। শালবনিতে মহিষলোট এলাকায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ।
সকাল ৮:০৭
১। লোধাশুলির ভোট কেন্দ্রের সামনে হাতি। গজরাজ রামলাল যেন এসেছেন ভোট দিতেই।
২। ঝাড়গ্রামে ভোটের দিন সকালে এক যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার। এলাকায় চাঞ্চল্য। যুবকের রাজনৈতিক পরিচয় জানা যায়নি। উত্তম মাহাত, বাড়ি লালগড় থানার বেলাটিকরী অঞ্চলের কুরকুট শোলে। কর্মক্ষেত্র থেকে বাড়ি ফিরে বন্ধু দের সাথে মদের আসরে বসে। সেখানেই খুন হয়। আজ মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
ভোটের সমীকরণ
ভোটের ময়দানে লড়াই তিন নবাগত রাজনীতিকের। তৃণমূলের প্রার্থী সাঁওতালি সাহিত্যিক তথা পদ্মশ্রী কালীপদ সোরেন। বিজেপির প্রার্থী চিকিৎসক প্রণত টুডু। আর জোটের হয়ে লড়ছেন বামেদের সোনামণি মুর্মু।
মেদিনীপুর
দুপুর ৩:১৮
১। দাঁতনে সাবড়া গ্রামে তৃণমূল-বিজেপি সংঘর্ষ। লাঠি, বাঁশ নিয়ে আক্রমণের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। হিন্দু ঘরে সংখ্যালঘু দুষ্কৃতীরা ঢুকে মারধর করেছে বলে অভিযোগ গ্রামবাসীদের। আক্রান্ত বয়স্ক মহিলা। বিজেপির অস্থায়ী ক্যাম্প, দোকান ভাঙচুড়ের অভিযোগ। ঘটনাস্থলে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল।
দুপুর ২:০০
১। বেলদা থানার সাবড়ায় ৫৫ নম্বর বুথে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাস্থলে পৌঁছেছেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। তিনি আসার পরেই পুলিশকে ঘিরে বিক্ষোভ শুরু হয়। এলাকা ছেড়ে চলে যায় পুলিশ।
দুপুর ১:০০
১। বুথের মধ্যে বিজেপি এজেন্তের সঙ্গে বচসা তৃণমূল প্রার্থী জুন মালিয়ার।
সকাল ১১:৩০
১। ‘কেশিয়াড়ি বিধানসভার ২২৩ নম্বর বুথে সাদা পোশাকে দরজার পাশে দাঁড়িয়ে ভোট করাচ্ছেন কলকাতা পুলিশ। বুথের এজেন্টকে তুলে নিয়ে গিয়েছিল তৃণমূল, আমি এসে তাঁকে আবার বসালাম। ভয়ে কাঁদছে আমার এজেন্ট’ অভিযোগ মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের।
সকাল ৯:৩৩
১। অগ্নিমিত্রা পালের গাড়ির সামনে বসে পড়লেন গ্রামবাসীরা। ফিরে যাওয়ার দাবি অগ্নিমিত্রাকে। ‘জয় বাংলা’ স্লোগান দেন বিক্ষোভকারিরা। বিজেপি প্রার্থী এসে অশান্তি ছড়াচ্ছে, দাবি অভিযোগকারিরা।
সকাল ৯:২১
১। বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের গাড়ি আটকালো পুলিশ। এত গাড়ি নিয়ে যাওয়া যাবে না, বলছে পুলিশ।
২। রাস্তা আটকে অগ্নিমিত্রা পালকে ‘গো ব্যাক’ স্লোগান। ‘বিজেপির এজেন্টরা বুথে রয়েছে, বন্ধুত্বপূর্ণ ম্নোভাব নিয়ে ভোট হচ্ছে। প্রার্থীরা এসে ঝামেলা পাকাচ্ছে। কোনও প্রার্থীর আসার দরকার নেই। আমরা কোনও রাজনৈতিক দলের নই।’ দাবি অভিযোগকারিদের। যদিও অগ্নিমিত্রা পালের দাবি তাঁরা তৃণমূল কর্মী।
সকাল ৯:০৯
১। মেদিনীপুর শহরের কলেজিয়েট স্কুলের বুথে কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানের বিরুদ্ধে নির্দিষ্ট বোতামে ভোটারদের ভোট দিতে বলার অভিযোগ, বুথে গিয়ে বচসায় জড়ালেন তৃণমূল প্রার্থী জুন মালিয়া।
ভোটের সমীকরণ
সম্মুখ সমরে দুই তারকা প্রার্থী। তৃণমূলের হয়ে ভোটে লড়ছেন মেদিনীপুর বিধানসভার বিধায়ক তথা অভিনেত্রী জুন মালিয়া। বিজেপি প্রার্থী করেছে পেশায় পোশাক শিল্পী অগ্নিমিত্রা পালকে। প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ছেড়ে আসা আসনে বামেদের প্রার্থী বিপ্লব ভট্ট।
বাঁকুড়া
দুপুর ১২:০০
১। রঘুনাথপুরে ৫ টি ইভিএম মেশিনে বিজেপির ট্যাগ। মক পোলে ছিল কেবল বিজেপির এজেন্ট। কমিশনে তৃণমূল।
সকাল ৯:১৭
১। রঘুনাথপুরের পাঁচটি বুথে ইভিএম এবং ভিভিপ্যাটে বিজেপির ট্যাগ লাগানো, রয়েছে অভিযোগ তৃণমূলের। নির্বাচন কমিশনে অভিযোগ জানাবে রাজ্যের শাসকদল।
ভোটের সমীকরণ
একসময়ের বাম দুর্গে আজ ‘সর্বহারা’ খোদ বামেরাই। প্রার্থী করেছে নীলাঞ্জন দাশগুপ্তকে। বিজেপির প্রার্থী বিদায়ী সাংসদ সুভাষ সরকার। এবং তৃণমূলের হয়ে ভোটে লড়ছেন ঘরের ছেলে তালড্যাংরার বিধায়ক অরূপ চক্রবর্তী।
পুরুলিয়া
সকাল ৯:৫৫
১। প্রিসাইডিং অফিসার গেঞ্জি, লুঙ্গি পরে বসে। ঝালদার বুথে গিয়ে আপত্তি তুললেন বিজেপি প্রার্থী জ্যোতির্ময় মাহাতো। অভিযোগ, একটি বিশেষ শ্রেনীর মানুষকে প্রভাবিত করতে তিনি এই পোশাক পরেছেন। প্রার্থীর আপত্তির পর ক্যামেরার সামনেই প্যান্ট পরে নেন প্রিসাইডিং অফিসার।
সকাল ৭:৩০
১। পুরুলিয়ার বলরামপুরে ৬৮ নম্বর বুথে ইভিএম খারাপ। ৬৭ নম্বর বুথে আসেননি এজেন্টরা। থমকে মক পোল।
ভোটের সমীকরণ
অযোধ্যার পাদদেশে লড়াই ৬ মাহাতোর। তৃণমূলের প্রার্থী অভিজ্ঞ রাজনীতিক শান্তিরাম মাহাতো। বিজেপির প্রার্থী বিদায়ি সাংসদ জ্যোতির্ময় মাহাতো। জোট প্রার্থী কংগ্রেসের নেপাল মাহাতো। আবার জোটের সমঝোতাকে পাত্তা না দিয়ে ভোটে লড়ছে ফরওয়ার্ড ব্লকের ধীরেন্দ্রনাথ মাহাতো। অন্যদিকে কুড়মি সমাজের দাবি লোকসভায় নিয়ে যেতে এবার নির্দল হয়ে লড়ছেন কূরমি সমাজের নেতা অজিতপ্রসাদ মাহাতো। আর এসইউসিআই প্রার্থী করেছে সুস্মিতা মাহাতোকে।
বিষ্ণুপুর
দুপুর ১:৩০
১। ‘সন্দেশখালি করে দেব।’ মেয়েদের শ্লীলতাহানি এবং ধর্ষণের হুমকি, খণ্ডঘোষে। মারধর বিজেপি কর্মীকেও। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
সকাল ১২:১৩
১। বিষ্ণুপুরে বড়জোরা ব্লকে চাঁদাই হাই মাদ্রাসা স্কুলের বুথে অতি সক্রিয় কেন্দ্রীয় বাহিনী। ভোট দিতে বাঁধা দিচ্ছে ভোটারদের। বিজেপির হয়ে পক্ষপাতিত্ব করছে বাহিনী। বিক্ষোভ গ্রামবাসীদের। অভিযোগ গতকাল রাত থেকেই সক্রিয় বাহিনী।
সকাল ৮:২২
১। খণ্ডকোষে ভোটারদের ভোট দানে বাঁধা দেওয়ার অভিযোগ।
ভোটের সমীকরণ
প্রাক্তন স্বামী- স্ত্রী ঝগড়াই এখন ভোট যুদ্ধ এই কেন্দ্রে। বিজেপির প্রার্থী বিদায়ী সাংসদ সৌমিত্র খাঁ এবং তৃণমূলের প্রার্থী সুজাতা মন্ডল। বামেরা প্রার্থী করেছে শীতল করিবর্তকে।