বাংলাদেশের নিখোঁজ সাংসদের মৃতদেহ কলকাতার নিউটাউনে, চাপানউতোর ২ বাংলায়

0 22

নিউটাউনে বাংলাদেশের সাংসদের রহস্যমৃত্যু। সাংসদের রহস্যমৃত্যুতে শোরগোল ২ বাংলায়। ভারতে চিকিৎসা করাতে এসে নিখোঁজ ছিলেন বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিম। বুধবার বাংলাদেশের সেই সাংসদ আনোয়ারুল আজিমের খুনের খবর ছড়িয়ে পড়তেই ভারত-বাংলাদেশ দুই সরকারের মধ্যে শোরগোল পড়ে যায়। গত পাঁচ দিন ধরে নিখোঁজ ছিলেন সাংসদ। বাংলাদেশের গোয়েন্দা বিভাগ তদন্ত শুরু করে। বিষয়টি নিয়ে ভারতের সঙ্গেও যোগাযোগ করে তারা। বরানগরে মিসিং ডাইরি করা হয়। আজিম বাংলাদেশের চার আসনের সাংসদ।

আনোয়ারুল আজিম বাংলাদেশের ঝিনাইদহ ৪ আসনের সাংসদ। খুলনার ঝিনাইদহ ৪ আসনের টানা ৩ বারের সাংসদ আনোয়ারুল। খুলনা বিভাগের ঝিনাইদহ-৪ আসন থেকে ২০১৪, ২০১৮ এবং ২০২৪-এ জয়ী হয়েছেন আওয়ামী লীগের কালীগঞ্জ উপজেলার সভাপতি আনোয়ারুল আজিম। এলাকায় যথেষ্ট প্রভাবশালী ও জনপ্রিয় তিনি।

১২ মে চিকিৎসার জন্য কলকাতায় এসেছিলেন আজিম। ছিলেন নিউটাউনের অভিজাত আবাসনের একটি ফ্ল্যাটে। গত ৫ দিন ধরে তাঁর কোনও খোঁজ মিলছিল না। ১৩ মে বরানগর এলাকার সিঁথিতে এক বন্ধুর বাড়ি যান আজিম। সেই বন্ধুর নাম গোপাল বিশ্বাস। বন্ধুর বাড়ি থেকে বেরিয়ে ভাড়া করা গাড়িতে উঠেছিলেন আজিম। দুপুর ১ টা ৪১ মিনিটে বেরিয়েছিলেন তিনি। তারপর থেকে তাঁর আর কোনও খোঁজ পাওয়া যায়নি। পরিবারের সঙ্গে কোনো যোগাযোগও হয়নি।

কলকাতায় স্নায়ুরোগ বিশেষজ্ঞকে দেখাতে এসেছিলেন আজিম। গোপাল বিশ্বাস ১৮ মে বরানগর থানায় নিখোঁজ ডায়েরি করেন। সেই সূত্র ধরে তদন্ত শুরু করে কলকাতা পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, কারা সাংসদের সঙ্গে দেখা করতে এসেছিলেন। তদন্ত করছে বিধাননগর পুলিশ কমিশনারেট। সঙ্গে রয়েছে আইবি, এসটিএফ।

Leave A Reply

Your email address will not be published.