লিফট ছিঁড়ে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ১

0 35

লিফট ছিঁড়ে ভয়াবহ দুর্ঘটনা। লিফট ছিঁড়ে ১৮০০ ফুট নিচে পড়ে ১ জন নিহত। ১৪ জনকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতে রাজস্থানের ঝুনঝুন এলাকার হিন্দুস্থান কপার লিমিটেড কোলিহান খনিতে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় লিফটে ছিলেন ১৪ জন। দুর্ঘটনার খবর পেয়েই সঙ্গে সঙ্গে শুরু হয় উদ্ধারকার্য। বুধবার পর্যন্ত রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকাজ চালিয়ে যায়। দীর্ঘ চেষ্টার পর ১৪ জনকেই উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

সূত্রের খবর, দীর্ঘ দিনের পুরানো হওয়ায় লিফটি ভেঙে পড়ে। হিন্দুস্থান কপার লিমিটেডের মুখ্য কার্যালয় কলকাতায়। ওই খনি পর্যবেক্ষণের জন্য কলকাতা থেকে সেখানে গিয়েছিলেন ভিজিল্যান্স আধিকারিকরা। তখনই এই দুর্ঘটনাটি ঘটে। লিফট ছিড়ে প্রায় ১৮০০ ফুট নিচে পড়ে সেটি। দীর্ঘ চেষ্টার পর প্রথমে ৩ জনকে উদ্ধার করা সম্ভব হয় পরে আরও ১১ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

প্রসঙ্গত, গত সোমবার থেকে ওই খনিতে পর্যবেক্ষণের কাজ চলছিল। মঙ্গলবার সন্ধ্যায় খনিতে নেমেছিল এক আধিকারিক সহ ১৪ জনের ভিজিল্যান্স টিম। রাত ৮টা ১০ নাগাদ খনি থেকে বেরনোর সময় লিফট ছিড়ে এই দুর্ঘটনা ঘটে।

ঘটনায় রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা এক্স হ্যান্ডেলে লেখেন, যে ঝুনঝুনের ক্ষেত্রিতে হিন্দুস্তান কপার লিমিটেডের কোলিহান খনিতে লিফটে ছিঁড়ে দুর্ঘটনা ঘটেছে ৷ ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব ধরনের সহায্য করা হবে।

Leave A Reply

Your email address will not be published.