Loksabha Election 2024: কেষ্টহীন বীরভূমে বজায় ‘গুড় বাতাসার’ পরম্পরা, ৪টের মধ্যে ভোট শেষ করতে হবে ফরমান জারি তৃণমূল কাউন্সিলরের

0 26

অনুব্রত মন্ডল এখন জেলবন্দি। কিন্ত তাতে কি। তিনি যে বীরভূমের রাজনীতিতে কতটা প্রাসঙ্গিক তা আবারও প্রমাণ হয়ে গেল। বীরভূমের ইলামবাজার এলাকার ঘটনা। এদিন সেখানেই তৃণমূলের অস্থায়ী ক্যাম্প থেকে কার্যত কেষ্টর ধাচেই ভোট নিয়ন্ত্রণ করতে দেখা গেল তৃণমূলের কাউন্সিলর বাবু দাসকে। এই দিন বুথের অনতি দূরেই ভোটারদের বাতাসা বিলি করতে দেখা গেল বাবু দাসকে। এই বিষয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি জানান, ‘গরমে মানুষকে বাতাসা জল দেওয়া ভদ্রতা। আমরা তা করি।’

তারপরেই অবশ্য খানিকটা বেপরোয়া হয়েই তাঁর জবাব, ‘মানুষ বাতাসা খাচ্ছে আর ১ নম্বর বোতাম টিপছে। কেষ্টদা আমাদের গুরু। গুরু যে পথ দেখিয়েছেন, যা শিখিয়েছেন সেই ভাবেই তো আমরা চলব। কিছু মানুষ ভোট লুট করার স্বার্থে চক্রান্ত করে ওনাকে আটকে রেখেছে। উনি কিছুদিনের মধ্যেই বাইরে আসবেন এবং স্বমহিমায় বিরাজ করবেন।’

এরপরেই আমাদের প্রতিনিধির সামনে খানিকটা অনুব্রত মণ্ডলের ধাঁচেই কাউকে ফোন করে তাড়াতাড়ি ভোট শেষ করার এবং বিরোধীদের পিটিয়ে বুথ থেকে বার করে দেওয়ার নির্দেশ দেন বাবু দাস। তিনি বলেন, ‘বের করে দে। দু-একজন যারা আছে বার করে দে। উন্নয়ন দিয়ে বার করে দে। রাখিস না, অনেক বেলা রোদ বেড়েছে। বের করে দে বের করে দে, ভোট কর। চারটের মধ্যে ভোট শেষ কর। পিটিয়ে বার করে দাও। সিপিএম-বিজেপি, রেখো না! বার করে দাও।’

Leave A Reply

Your email address will not be published.