Loksabha Election 2024 live update : জামুরিয়ার নিমসা প্রাথমিক বিদ্যালয়ে বাবার জায়গায় ভোট দিলেন নাবালক ছেলে, সেই ছবি ধরা পড়ল NKTV বাংলায়
শুরু হল চতুর্থ দফার নির্বাচন। ভোটের গরম। দেশ জুড়ে ১০ রাজ্যের ৯৬ আসনে ভোট গ্রহণ। পশ্চিমবঙ্গ (৮) অন্ধ্রপ্রদেশ (২৫) বিহার (৫) ঝাড়খণ্ড (৪) মধ্যপ্রদেশ (৮) মহারাষ্ট্র (১১) ওড়িশা (৪) তেলঙ্গানা (১৭) উত্তরপ্রদেশ (১৩) জম্মু ও কাশ্মীর (১) কেন্দ্রে নির্বাচন। চতুর্থ দফার নির্বাচনে বাংলার বহরমপুর, কৃষ্ণনগর, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর, রানাঘাট, আসানসোল, বীরভূম এবং বোলপুরে ভোট।
বহরমপুর
দুপুর ২:১০
অধীর চৌধুরীর গাড়ি ঘিরে বিক্ষোভ। বিশাল কনভয় নিয়ে ঘুরছেন কংগ্রেস প্রার্থী। নিয়মভঙ্গের নালিশ জানাল তৃণমূল। ডিএসপির সঙ্গে কথা অধীরের, দুটির বেশি গাড়ি নিয়ে ঘুরতে পারবেন না তিনি জানাল পুলিশ।
সকাল ১১:৩০
১। বেলডাঙার মির্জাপুর অঞ্চলের বিভিন্ন বুথ পরিদর্শন করলেন বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান।
সকাল ৯:৪৫
১। বুথ পরিদর্শনে বেরোলেন তৃণমূলের তারকা প্রার্থী ইউসুফ পাঠান। ‘কোনও অভিযোগ নেই, খুব ভাল শান্তিপূর্ণ ভোট হচ্ছে’ বললেন ইউসুফ।
সকাল ৯:৩০
১। বহরমপুরের বড়ঞায় শ্রীহট্ট ১৬৫ নম্বর বুথে কংগ্রেস এজেন্টকে মারধর করে বুথ থেকে বার করে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। কংগ্রেসের এজেন্ট ছাড়াই চলছে ভোট, মেনে নিল প্রিসাইডিং অফিসার।
২। বেলডাঙায় লাঠি হাতে তৃণমূল কর্মীদের তাড়া কেন্দ্রীয় বাহিনীর। ভীড় সড়াতে পদক্ষেপ বাহিনীর।
সকাল ৭:৩০
‘এজেন্টদের ভয় দেখান হয়েছে, কোথাও বুথে ঢুকতে বাঁধা দেওয়া হয়েছে সকাল থেকেই। কিন্তু QRT টিম তাড়াতাড়ি সেই সমস্যার সমাধান করেছেন। এখনও কোনও বড় ঘটনা ঘটেনি। তবে ঘটনা ঘটানোর চেষ্টা চলছে।’ বললেন অধীর চৌধুরী।
সকাল ৭:১০
বেলডাঙায় ব্লকের খাগড়ুপাড়া কংগ্রেস কর্মীকে বুথে ঢুকতে বাঁধা। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিকেল ৫টার পর কী হবে দেখে নেবেন পালটা হুঁশিয়ারি কংগ্রেসের।
লড়াই ত্রিমুখী। অধীরপুরে এবার জিতলে ষষ্ঠ বার সাংসদ হবেন অধীররঞ্জন চৌধুরী। বিপক্ষে তৃণমূলের খেলোয়াড় প্রার্থী ইউসুফ পাঠান। আবার বিজেপির প্রার্থী সুচিকিৎসক নির্মল সাহা।
কৃষ্ণনগর
দুপুর ১২:৪৫
১। বুথে এজেন্টদের ভাত দিতে গিয়েছিলেন বিজেপি কর্মী। সেই কর্মীকে বাঁশ দিয়ে বেধড়ক মার, অভিযোগের তীর তৃণমূলের দিকে। চাপড়া থানায় অভিযোগ জানাতে পৌঁছল অমৃতা রায়।
সকাল ১১:৩০
১। বিজেপিকে কর্মীকে মারধর, কোতয়ালি থানায় অভিযোগ জানাল প্রার্থী অমৃতা রায়। অভিযোগ জানাতে গিয়ে বচসা পুলিশের সঙ্গে।
সকাল ১০:৩০
১। নদিয়ার পালিতবেঘিয়া গ্রাম পঞ্চায়েতে কালীগঞ্জ থানা এলাকার সিপিআইএম প্রধানের আত্মীয়কে মারধরের অভিযোগ। হাসমুত শেখের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। অভিযোগ, চেয়ার, টেবিল নিয়ে বসতে বাধা দেওয়া হয়েছে। বসতে গেলে মারধর করা হয়েছে।
সকাল ১০:০০
১। কৃষ্ণনগরের চাপড়ার একটি বুথে সিপিএমের এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগ। তা নিয়ে বাম এবং তৃণমূল কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।
সকাল ৯:৪৫
১। সোনাপুকুরে ৮,৯,১০ নম্বর বুথে ভোট দানে বাঁধা। ভোটারদের হাত ধরে টেনে বার করে দেওয়ার অভিযোগ, করা হয়েছে মারধর।
সকাল ৯:২০
১।ভোটের দিন সকালে কৃষ্ণনগরের তেহট্টে সিপিএম-তৃণমূল সংঘর্ষ। অভিযোগ, তৃণমূল কর্মীদের মারে মাথা ফেটেছে সিপিএম কর্মীর।
২। কৃষ্ণনগরের নাকাশিপাড়ার ১৭ নং বুথে বিকল হয়ে পড়েছে ইভিএম। কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভার সিংহাঁটিতেও ১৮ নং বুথে খারাপ ইভিএম।
এই আসন থেকে সাংসদ হয়েছিলেন মহুয়া মিত্র। মোদী বিরোধিতার জেরে সংসদের এথিক্স কমিটির পেনের খোঁচায় বহিষ্কার হয়েছেন তিনি। এবারেও তৃণমূলের প্রার্থী সেই বহিষ্কৃত সাংসদ মহুয়া মিত্র। বিপরীতে রয়েছেন রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ির বউমা, রানিমা অমৃতা রায়। বিজেপি টিকিটে লড়ছেন তিনি। জোট প্রার্থী এস এম সাদি।
বর্ধমান দুর্গাপুর
দুপুর ১:২০
১। আমড়াই গ্রামে বিজেপি কর্মীকে মারধর, গাড়ি ভাঙচুর! আক্রান্ত কর্মীকে তুলে এনে শুশ্রুষা করছেন দলের সমর্থকরা।
দুপুর ১:১৫
১। দিলীপ ঘোষ এবং কেন্দ্রীয় বাহিনীর গাড়ির উপর চড়াও গ্রামবাসীরা। ঢিল মেরে ভেঙে দেওয়া হল কেন্দ্রীয় বাহিনীর গাড়ির কাঁচ।
২। কোনও ক্রমে দিলীপ ঘোষকে বের করে নিয়ে গেল পুলিশ এবং নিরাপত্তারক্ষীরা।
৩। পার পেল না সংবাদমাধ্যম। ভেঙে দেওয়া হল সংবাদমাধ্যমের গাড়ি।
দুপুর ১:০০
১। দূর্গাপুরে ধুন্ধুমার! দিলীপ ঘোষের কনভয় দেখেই ‘গো ব্যাক’ স্লোগান, মন্তেশ্বরের তুল্লাবাজার এলাকায়। অগ্নিগর্ভ পরিস্থিতি, বাঁশ নিয়ে চড়াও গ্রামবাসীরা, দিলীপকে বাঁচাতে হাতে লাঠি, ঢাল নিয়ে তৎপর নিরাপত্তা বাহিনী।
দুপুর ১২:১৫
১। মন্তেশ্বরে সৌজন্য সাক্ষাৎ কীর্তি আজাদ এবং দিলীপ ঘোষের।
সকাল ১০:৩০
১। বিজেপি কনভেনার সহ পাঁচ জনকে গোলমাল বাঁধানোর অভিযোগে আটক করল ভাতার থানার পুলিশ।
সকাল ৯:৪৫
১। বেলপুকুরে প্রাণনাশের হুমকি বিজেপি এজেন্টকে। বিকেল ৫টার পরে প্রাণনাশের হুমকি তৃণমূলের খোকন দাসের বিরুদ্ধে। পালটা দেখে নেওয়ার হুমকি দিলীপের।
২। পাণ্ডবেশ্বর বিধানসভার বিলপাহাড়ি এলাকার ২৬ নম্বর বুথে বিজেপির পোলিং এজেন্টকে বসতে বাঁধা। এমনকি বিজেপি কর্মীদের বাড়ি থেকে বেরোতেও বাঁধা, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
সকাল ৯:৩০
১। দিলীপ ঘোষকে দেখে জোড়া স্লোগান তৃণমূলের। ‘জয় বাংলা’ ও ‘গো ব্যাক’ স্লোগান শাসক দলের।
সকাল ৭:৩০
বাংলায় কিছু প্রিসাইডিং অফিসার এবং শাসক দলের কিছু গুণ্ডারা আমাদের কিছু বুথ এজেন্টকে আটকানোর চেষ্টা করছে বা বুথে ঢুকতে বাঁধা দেওয়া হয়েছে। তবে আমরা নির্বাচন কমিশনে জানিয়েছি। প্রিসাইডিং অফিসার যদি সরকারকে জেতানোর দায়িত্ব নেয় তা হলে ব্যবস্থা নেওয়া হবে
এই আসনে জোর লড়াই। তৃণমূলের প্রার্থী প্রাক্তন বিজেপি সাংসদ তথা কংগ্রেস নেতা কীর্তি আজাদ। আবার বিপরীতে রয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ভোটের আবহে ফুটছে শিল্পাঞ্চল। জোট প্রার্থী সুকৃতি ঘোষাল।
রানাঘাট
সকাল ৯:৩০
১। রানাঘাটের শান্তিপুরের ৮৬/২৫১ নম্বর বুথের ইভিএম খারাপ থাকায় ভোটগ্রহণ বন্ধ রয়েছে।
মতুয়া ভোট সহায় এই আসনে। ‘রাখে মতুয়া মারে কে’ তাই সিএএ অস্ত্রে শান দিয়ে আবারও সাংসদ হতে চান বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়। উলটো দিকে তৃণমূলের প্রার্থী মুকুটমণি অধিকারি নিজেই মতুয়া। এখন পালে হাওয়া কে টানে সেটাই দেখার। এই আসনে জোট প্রার্থী অলকেশ দাস।
আসানসোল
দুপুর ৩:২০
১। জামুরিয়ার নিমসা প্রাথমিক বিদ্যালয়ে ভুয়ো ভোট। বাবার সঙ্গে এসে বাবার জায়গায় ভোট দিলেন নাবালক ছেলে, সেই ছবি ধরা পড়ল NKTV বাংলায়। কিন্তু কেন এই কাজ? মন্তব্য করেননি পিতা-পুত্রের কেউ।
দুপুর ২:00
মৃত ব্যক্তিদের নামে পড়ছে ভোট, আসানসোল উত্তর বিধানসভার চেলিডাঙায় ৭২ নম্বর বুথের বাইরে বিজেপি এবং তৃণমূলের কর্মী সমর্থকদের মধ্যে বচসার জেরে উত্তেজনা। খবর পেয়ে সেখানে আসেন বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, অভিযোগ অস্বীকার করে তৃণমূলের।
সকাল ১১:৪৫
১। পাণ্ডবেশ্বরে ঢুকতে দেওয়া হল না বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে। নিজের বিধানসভা এলাকার বাইরে তিনি বেরোতে পারবেন না বলে জানায় পুলিশ। জিতেন্দ্র বলেন, ‘আমাদের আটকানো হচ্ছে। আমরা ঘুরলে ওদের অবস্থা খারাপ হয়ে যাবে। ভয় পায় ওরা। পুলিশ তো তৃণমূলের ইশারাতেই চলে।’ এ বিষয়ে নির্বাচন কমিশনে ফোন করেন বিজেপি প্রার্থী এসএস অহলুওয়ালিয়া।
সকাল ১১:১৫
১। সকাল থেকে বিজেপির কন্ট্রল রুমে বিজেপি প্রার্থী আহলুওয়ালিয়া
সকাল ৮:৩০
১। আসানসোলের রানিগঞ্জে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। নতুন এগারা এলাকায় উত্তেজনা। বিজেপির দলীয় পতাকা তৃণমূলের লোকজন খুলে ফেলেন। প্রতিবাদ করলে হামলা করা হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
সকাল ৭:১৫
সকাল থেকেই অশান্তি। বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ আসানসোলে।
রাঢ়বঙ্গের কয়লাখনিতে তৃণমূলের প্রার্থী বিদায়ী সাংসদ ‘বিহারীবাবু’ শত্রুঘ্ন সিনহা। বিপরীতে রয়েছে বাংলার দুবারের সাংসদ এসএস আহলুওয়ালিয়া। আবার জোট প্রার্থী জাহনারা খান। কয়লাখনির দখল কার কাছে থাকে সেটাই দেখার।
বীরভূম
দুপুর ১২:৩৫
১। ‘সিপিএম-বিজেপি, রেখো না! যে দু -একজন রয়েছে পিটিয়ে বার করে দে, খুব গরম। রাস্তায় উন্নয়ন নিয়ে দাঁড়িয়ে থাক। চারটের মধ্যে ভোট শেষ কর।’ ইলামবাজারে হুঙ্কার তৃণমূল কাউন্সিলর বাবু দাসের।
দুপুর ১২:২৫
১। ইলামবাজারের প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন।
দুপুর ১২:০০
১। ইলামবাজারে ভোটারদের সঙ্গে নিয়ে গিয়ে ভোট দেওয়ার অভিযোগ। অভিযোগের তীর তৃণমূলের দিকে।
২। বুথের অদূরেই তৃণমূল ক্যাম্প, সেখান থেকে বিলি হচ্ছে বাতাসা-জল। স্থানীয় তৃণমূল নেতা বললেন, ‘মানুষ বাতাসা খাচ্ছে আর ১ নম্বরে বোতাম টিপছে।’
সকাল ১১:৪৫
১। বিজেপি এজেন্টকে ব্যাপক মারধর, সাহাপুরে বুথের ১০০ মিটারের মধ্যেই মার। যন্ত্রনায় রাস্তায় পড়ে ছটফট করছে যুবক।
সকাল ৯:৪৫
১। খয়রাশোল কাঁকরতলা থানার বড়্ররা গ্রাম পঞ্চায়েতে বিজেপিকে মারধরের অভিযোগ শাসকদলের বিরুদ্ধে। ৩২ নম্বর এবং ২৭ নম্বর বুথের পোলিং এজেন্টকে বার করে দেওয়ার অভিযোগ।
২। মিলছে না সই বুথ থেকে পোলিং এজেন্টকে বার করে দিলেন প্রিসাইডিং অফিসার।
সকাল ৯:২০
১। বীরভূমের সিউড়িতে ১৮ নম্বর ওয়ার্ডের ১৮৬ এবং ১৮৭ নম্বর বুথে অশান্তি। তৃণমূলের বিরুদ্ধে ভোট প্রভাবিত করার অভিযোগ বিজেপির। পাল্টা দাবি বিজেপি নেতার বিরুদ্ধেও। পুলিশের সামনেই চলল দু’পক্ষের বচসা।
সকাল ৭:৪৫
১। রামপুরহাটের ৯৪ নম্বর বুথে খারাপ হয়ে গেল ইভিএম। বন্ধ ভোট দান।
২। নলহাটিতে ২০০ নম্বর বুথে বিজেপির এজেন্টকে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
৩। দুবরাজপুরের লক্ষ্মীনারায়ণপুরে ২৮৪ নম্বর বুথে খারাপ ইভিএম, এখনও শুরু হল না ভোট গ্রহণ।
এই কেন্দ্র থেকে ৩ বার টানা সাংসদ হয়েছেন অভিনেত্রী শতাব্দী রায়। এই বারও তিনিই লড়ছেন তৃণমূলের টিকিটে। কিন্তু চতুর্থ বারের লড়াইয়ে নেই রথের সারথী কেষ্ট। বিপরীতে বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্য। অবশ্য প্রার্থী বিভ্রাটের জেরে খানিকটা ‘ব্যাক ফুটে’ রয়েছে বিজেপিও। আবার সংখ্যালঘু অধ্যুষিত এই কেন্দ্রে কংগ্রেসের সংখ্যালঘু প্রার্থী মিল্টন রশিদ।
বোলপুর
দুপুর ২:00
শান্তিনিকেতনের লোহারগ্রামে এক ঘণ্টা ধরে বন্ধ ভোটগ্রহণ। পোলিং এজেন্টের হাতে ধরা পড়লো ভুয়ো ভোটার। এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী।
তৃণমূলের বিদায়ী সাংসদ অসিতকুমার মাল, এবারে প্রার্থী তিনি। অভিজ্ঞ পোড় খাওয়া রাজনীতিকের বিরুদ্ধে বিজেপির প্রার্থী পিয়া সাহা। আবার জোট প্রার্থী শ্যামলী প্রধান।
বর্ধমান পূর্ব
দুপুর ২:০০
১। কাটোয়ার একাধিক বুথে এজেন্ট পরিচয় দিয়ে শর্মিলা সরকারের নাম লেখা নেমপ্লেট বুকে ব্যাচ হিসেবে লাগিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তৃণমূলের দিকে। অভিযোগ বিজেপি প্রার্থী অসীম সরকারের।
দুপুর ১২:১৫
১। ভোট বয়কটের ডাক পূর্ব বর্ধমানের মেমারির বাগিলা গ্রাম পঞ্চায়েতের দিলালপুর গ্রামের বাসিন্দাদের। ভোট ঘোষণা হওয়ার পরেই পাকা সেতু এবং রাস্তার দাবিতে এই সিদ্ধান্ত। কোনও রাজনৈতিক দলকে প্রচার করতেও দেওয়া হয়নি। সকাল ১০টা পর্যন্ত মাত্র পাঁচটি ভোট পড়েছে ওই গ্রামে। তার মধ্যে দুই দলের এজেন্ট এবং তিনটি ইডিসি ভোট রয়েছে।
কবিয়ালের বনাম চিকিৎসক এই আসনে লড়াইের ময়দানে দুই সরকার। বিজেপির প্রার্থী বিখ্যাত কবিয়াল তথা হরিণঘাটার মতুয়া বিধায়ক অসীম সরকার। আর তৃণমূলের প্রার্থী রাজনীতিতে একদম নবাগতা শর্মিলা সরকার। শর্মিলা পেশায় চিকিৎসক। এই আসনে জোট প্রার্থী নীরব খাঁ।