আর মাত্র কয়েক ঘন্টা। তারপরেই প্রকাশ পাবে উচ্চ মাধ্যমিকের ফলাফল। বেলা ১টায় সাংবাদিক সম্মেলন করে ফল প্রকাশ করবেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। দুপুর ৩টে মিনিট নাগাদ অনলাইনে দেখার সুযোগ পাবে পরীক্ষার্থীরা। (West Bengal Council of Higher Secondary Education WBCHSE) দুপুর ৩টে থেকে অফিসিয়াল ওয়েবসাইটে উচ্চ মাধ্যমিকের ফল দেখতে পাবেন। তবে আজই মার্কশিট হাতে পাবেন না পরীক্ষার্থীরা। আগামী ১০ মে স্কুলগুলিতে মার্কশিট দেওয়া হবে। ওই দিন সকাল ১০টা থেকে স্কুলে গিয়ে মার্কশিট সংগ্রহ করতে পারবেন পরীক্ষার্থীরা।
পরীক্ষা শেষের ৬৯ দিনের মাথায় এ বার ফল প্রকাশ করবে শিক্ষা সংসদ। চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি শুরু হয় উচ্চ মাধ্যমিক। শেষ হয়েছিল ২৯ ফেব্রুয়ারি। এ বছরের উচ্চ মাধ্যমিকে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭ লক্ষ ৯০ হাজার। আজই মার্কশিট এবং শংসাপত্র হাতে পাবেন না পরীক্ষার্থীরা। সংসদের ৫৫টি বিতরণ কেন্দ্রে আগামী ১০ মে সকাল ১০টা থেকে মার্কশিট এবং শংসাপত্র স্কুলগুলির হাতে তুলে দেওয়া হবে।
উচ্চ মাধ্যমিক ২০২৪-এর রেজাল্ট আউট-এর ফল দেখতে কী করতে হবে –
গুগল ব্রাইজার বা অন্য কোনও ব্রাউজারে গিয়ে টাইপ করুন www.wbchsc.wb.gov.in -এ। এখানে Admit Card (অ্যাডমিট কার্ড) – এ উল্লেখ থাকা রোল নম্বর (Roll Number) টাইপ করতে হবে। মুহূর্তের মধ্যে উচ্চ মাধ্যমিক ২০২৪ রেজাল্ট (West Bengal Higher Secondary Examinations 2024) সামনে চলে আসবে। এরপর ইচ্ছে করলে ছাত্র-ছাত্রীরা রেজাল্ট ডাউনলোড করে নিতে পারবে।
www.wbchsc.wb.gov.in ছাড়াও আরও কিছু ওয়েবসাইটে ফল জানা যাবে। একনজরে সেই সব ওয়েবসাইটের ঠিকানা– www.wbresults.nic.in ও www.results.shiksha। এর বাইরে আরও কিছু বেসরকারি সংবাদমাধ্যম তাদের ওয়েবসাইটে সরাসরি মাধ্যমিকের ফল প্রকাশ করবে। সেখানেও ছাত্র-ছাত্রীরা রেজাল্ট দেখে নিতে পারবে।