Loksabha Election 2024 live update : একদিকে ডিম-ভাত অন্যদিকে হামলা, দিনভর অশান্তির মধ্যে মেজাজে ব্যাট সেলিমের
দেশ জুড়ে ১২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ৯৩টি আসনে ভোটগ্রহণ হবে লোকসভা নির্বাচনের তৃতীয় দফায়। মোট ১৩৩১ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে মঙ্গলের ভোটগ্রহণে। গুজরাটে ২৫, গোয়ায় ২, দাদরা নগর হাভেলি এবং দমন দিউতে ৩ কেন্দ্রে ভোট। অসমে ৪, বাংলায় ৪, বিহারে ৫, ছত্তিশগড়ে ৭, মধ্যপ্রদেশে ৯, উত্তরপ্রদেশে ১০, মহারাষ্ট্রে ১১ ও কর্নাটকের ১৪ কেন্দ্রে ভোট। তৃতীয় দফার নির্বাচনে বাংলার মালদহ দক্ষিণ লোকসভা, মালদহ উত্তর লোকসভা, মুর্শিদাবাদ লোকসভা, জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ।
দুপুর ১২:৩০- তৃতীয় দফায় ৪ কেন্দ্র মিলিয়ে ১১টা পর্যন্ত নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জমা পড়েছে মোট ২৯৮টি । দলগত ভাবে অভিযোগ জমা পড়েছে ১৭৪টি। যার মধ্যে সিপিএমের ১৩৪টি, কংগ্রেস ১৭টি, তৃণমূল ও বিজেপি ৬টি করে অভিযোগ করেছে।
সকাল ১০:৩০-
৪ কেন্দ্র মিলিয়ে সকাল থেকে কমিশনের কাছে মোট ১৮২টি অভিযোগ জমা পড়ল। দলগত ভাবে অভিযোগের সংখ্যা ৯৯। যার মধ্যে সিপিএম ৭৩, কংগ্রেস ১২, তৃণমূল এবং বিজেপি ২টি করে অভিযোগ করেছে নির্বাচন কমিশনে।
মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র Murshidabad Loksabha–
দুপুর ৩:৩০-
১। মুর্শিদাবাদের ডোমকলে ২৬২ নম্বর বুথে ভুয়ো এজেন্ট। মোমিনপুর প্রাথমিক বিদ্যালয়ে ধরা পড়ল ভুয়ো এজেন্ট।
দুপুর ২:৪৫-
মুর্শিদাবাদের ডোমকলে ২৬২ নম্বর বুথে ভুয়ো এজেন্ট। মোমিনপুর প্রাথমিক বিদ্যালয়ে ধরা পড়ল ভুয়ো এজেন্ট। বুথ থেকে বার করে দেওয়া হয় সেই এজেন্টকে।
দুপুর ২:০০-
১। মুর্শিদাবাদে জোট সমর্থকদের ভোট দিতে বাঁধা, উত্তেজনা ডোমকলে। নিস্ক্রিয় পুলিশ শেষে কেন্দ্রীয় নিরাপত্তায় ভোট দেন এক সমর্থক। ভীত অনেকেই, অভিযোগ শাসক দলের দিকে।
২। মুর্শিদাবাদের জলঙ্গী ২০৪ নম্বর বুথে ভোট দিতে গেলে হামলা যুব কংগ্রেসের সদস্য শাহিন মণ্ডল রানার উপরে, অভিযোগের তীর শাসক দলের দিকে
দুপুর ১২:৩০-
১। মুর্শিদাবাদের হরিহরপাড়ায় কংগ্রেস কর্মীর বাড়িতে বোমাবাজির ঘটনায় ATR বা অ্যাকশন টেকেন রিপোর্ট জমা পড়ল কমিশনে। একটি বোমা পাওয়া গিয়েছে, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, উল্লেখ রিপোর্টে।
২। মালদাহ উত্তরে রতুয়া ১ নম্বর ব্লকের হলদিবাড়ি এবং চাঁদমণি বুথ বাড়িতে বাড়িতে গিয়ে তৃণমূল নেতা কর্মীদের মারধর, হুমকির অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। ঐ বুথেই ভোটারদের বাঁধা দেওয়ার পালটা অভিযোগ রয়েছে শাসকদলের বিরুদ্ধে।
দুপুর ১২:০০-
১। খড়গ্রাম বিধানসভার ইন্দ্রানী গ্রাম পঞ্চায়েতের ৭৭ এবং ৭৮ নম্বর আসলপুর বুথে ভোট দিলেই কংগ্রেসের পক্ষ থেকে ভোটারদের খাওয়ানো হচ্ছে চা-বিস্কুট, মুড়ি, ঘুগনি। দুপুরে ভোট দিতে আসা ভোটারদের জন্য ব্যবস্থা করা হয়েছে ডিম-ভাতের।
২। ডিম-ভাত নিয়ে কংগ্রেসকে কটাক্ষ তৃণমূলের। খড়গ্রামের তৃণমূল বিধায়ক আশিস মার্জিত বলেন, ‘কংগ্রেস পালে হাওয়া পাচ্ছে না। বিভিন্ন বুথে কংগ্রেসের এজেন্ট থাকছে না। কর্মীদের ঘুগনি খাওয়ানোর জন্য যে রান্না করেছিল সেটা ভোটারদের বিলি করছে।’
৩। তৃণমূল নেতৃত্বকে হেনস্থা করেছেন মুর্শিদাবাদের বাম প্রার্থী মহম্মদ সেলিম। অভিযোগ ‘ভোটারদের কুকথা বলেছেন, তৃণমূল নেতার কলার ধরে টেনেছেন।’ নির্বাচনে কমিশনে নালিশ শাসক দলের। অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করল কমিশন।
সকাল ৯:৪০-
১। রানিনগরে গ্রেফতার করা হল এক ভুয়ো এজেন্টকে।
২। সিপিএম এজেন্টকে বুথে বসতে বাঁধা, বেদম মার, পালিয়ে কলাবাগানে আশ্রয় নিল বাম কর্মী, প্রার্থী মহম্মদ সেলিম এসে উদ্ধার করল সেই কর্মীকে।
৩। রানিনগরের ঘটনায় অভিযোগের তীর তৃণমূলের দিকে। প্রিসাইডিং অফিসারের বর্তমানে কী করে এই ঘটনা ঘটে, প্রশ্ন সেলিমের।
৪। রানিনগরের মরিচা নিচুপাড়ায় তৃণমূল কর্মীর বাড়ির পিছনে বোমা ফাটিয়ে ভয় দেখানোর অভিযোগ বাম-কংগ্রেস জোটের কর্মী সমর্থকদের বিরুদ্ধে।
৫। গোপীনাথপুর শিশু শিক্ষা কেন্দ্রের বুথে ঢুকে জাল এজেন্টকে টেনে বের করলেন মুর্শিদাবাদের সিপিএম প্রার্থী মহম্মদ সেলিম।
৬। মুর্শিদাবাদ লোকসভার আমডহরা এলাকায় আক্রান্ত বাম-কংগ্রেস কর্মীরা, লালবাগ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগ তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে। এসরাফিল সেখ মঙ্গলবার সকালে ভোট দিতে যাচ্ছিলেন তখন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বাঁশ দিয়ে তাঁকে মারধর করে বলে অভিযোগ ।
সকাল ৯:১৫-
১। মুর্শিদাবাদে জোর টক্কর মহম্মদ সেলিমের, একাধিক জায়গায় সিপিএম এজেন্টদের বুথে ধুকতে বাঁধা। পালিয়ে কলাবাগানে আশ্রয় নিল বাম এজেন্ট।
সকাল ৮: ৪৫-
১। মুর্শিদাবাদের জলঙ্গিতে ২৮২ নম্বর বুথেভোটারদের ভয় দেখানোর অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে।
২। মুর্শিদাবাদ লোকসভার করিমপুর বিধানসভার অন্তর্গত ১১৩ নম্বর বুথে ভোটকেন্দ্রের মধ্যে রাজ্য পুলিশ থাকার অভিযোগ।
সকাল ৮: ৩০ –
১। হরিহরপাড়া অঞ্চল কংগ্রেস সভাপতি বাড়িতে বোমা বাজির অভিযোগ তৃণমূল আশ্রিত দুস্মৃতিদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোরে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার পাথরঘাটা এলাকায়। কংগ্রেসের অভিযোগ ভোটারদেরকে ভয় দেখানোর উদ্দেশ্যে কংগ্রেসের অঞ্চল সভাপতির বাড়িতে লক্ষ্য করে বোমাবাজি করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছাড়াই। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হরিহরপাড়া থানার পুলিশ।
সকাল ৮টা: ভোট
শুরুর আগেই মুর্শিদাবাদের ডোমকলে বোমাবাজির অভিযোগ। কংগ্রেস সমর্থকের বাড়ির
লক্ষ্য করে সকেট বোমা ছোড়ার অভিযোগ তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে। ঘটনাস্থলে
কেন্দ্রীয় বাহিনী।
এক সময়ের বাম দূর্গ মুর্শিদাবাদ কংগ্রেস ছিনিয়ে নিয়েছিল বাম জমানার শেষ দশকে। ২০০৪ এবং ২০০৯-এর লোকসভা ভোটে জিতেছিলেন ‘হাত’ চিহ্নের প্রার্থী মান্নান হোসেন। ২০১৪-য় তিনি সিপিএমের বদরুদ্দোজা খানের কাছে হেরে যান।তার পরেই নাম লেখান তৃণমূলে। ২০১৯ সালে শুভেন্দু দায়িত্ব নিয়ে বড় ব্যবধানে জয়ী করে তৃণমূল প্রার্থী আবু তাহের খানকে। এবারেও প্রার্থী তিনিই। ২০২১-এর ভোটে মুর্শিদাবাদ বিধানসভা আসনে জেতে বিজেপি। তৃণমূল জেতে ভগবানগোলা, রানিনগর, হরিহরপাড়া, ডোমকল, জলঙ্গি এবং করিমপুরে। এই কেন্দ্রে ভোট তৃতীয় দফায়
রাজ্যের মুসলিম অধ্যুষিত আসনগুলির অন্যতম মুর্শিদাবাদে বরাবর সংখ্যালঘু সাংসদ পেয়েছে। সেই অঙ্ক মাথায় রেখেই ২০১৯ সালে এই আসনে হুমায়ুন কবীরকে প্রার্থী করেছিল বিজেপি। তবে এবারে মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষকে প্রার্থী করেছে বিজেপি। তাঁর হয়ে প্রচার করেছেন শুভেন্দু। ঘুরে গিয়েছেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদে লড়াইয়ে দ্বিতীয় হওয়াটাই যেন চ্যালেঞ্জ। এই বারে তৃণমূলকে এখানে যদি কেউ বিপদে ফেলতে পারে তা হল বাম-কংগ্রেস জোট। তাঁদের প্রার্থী সিপিএমের পল্যিটবুরোর সদস্য মহম্মদ সেলিম। গত লোকসভা ভোটের ফলাফল দেখলে বাম-কংগ্রেস জোটের যৌথ প্রাপ্তি ছিল ৫,৫৮,৭২২ ভোট(যদিও সেই সময় জোট ছিল না)।
মালদহ দক্ষিণ লোকসভা কেন্দ্র Maldah Loksabha:
দুপুর ৩:৩০-
১। ঝলঝলিয়া শিশু শিক্ষা নিকেতনে বিজেপির পোলিং এজেন্টকে বসতে বাঁধা, অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। বুথ জ্যামের অভিযোগ বিজেপির।
২। দক্ষিণ মালদহের ১০৯,১১০,১১১,১১২ নম্বর বুথে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা রাজ্য পুলিশের আধিকারিক বিশ্বরূপ বর্ধেনর, অভিযোগ বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর। বুথ থেকে পুলিশকে বার করে দেন তিনি।
৩। ইংরেজবাজারে বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীকে ঘিরে ‘গো ব্যাক’ স্লোগান। বিক্ষোভ শাসক দলের।
সকাল ১১:১৫-
১। নিশানায় কেন্দ্রীয় বাহিনী, মালদহ দক্ষিণের মোথাবাড়ির হামিদপুরে ভয় দেখিয়ে ভোটারদের প্রভাবিত করে বিজেপিকে ভোট দিতে বাধ্য করার অভিযোগ জওয়ানদের বিরুদ্ধে
সকাল ৮:৩০-
১। মালদহ দক্ষিণ লোকসভা কেন্দ্রের ঝলঝলিয়া শিশু নিকেতন প্রাথমিক বিদ্যালয় ৯১ নম্বর বুথে বিজেপির মহিলা পোলিং এজেন্টকে বসতে বাধা। শাসকদলের এজেন্টের বিরুদ্ধে অভিযোগ বিজেপির। বিজেপি লোকসভা প্রার্থী নিজে এসে পোলিং এজেন্টকে ফিরিয়ে আনেন। অন্যদিকে রাজ্য পুলিশের বিরুদ্ধেও অভিযোগ বিজেপি প্রার্থীর। নিজের সীমারেখা অতিক্রম করে অতি সক্রিয়তা দেখাচ্ছে পুলিশ। দীর্ঘক্ষণ বচসার পরে কেন্দ্রীয় বাহিনী এবং কমিশনের কাছে অভিযোগ।
২। ভোট বয়কট করে অনশন! বুথের সামনেই অনশনে গ্রামের মহিলারা। এলাকার উন্নয়ন হয়নি, অভিযোগ তুলে অনশন। হবিবপুরের মঙ্গলপুরা জিপির ১২২ নম্বর বুথে ঘটনা।
গনি ম্যাজিক কি এবারের লোকসভাতেও কাজ করবে? ২০০৯ সালে আসন পুনর্বিন্যাসের পর মালদহ কেন্দ্র ভেঙেই তৈরী হয়েছে মালদহ দক্ষিণ এবং মালদহ উত্তর এই দুই কেন্দ্র। গনি খানের মৃত্যুর পরে মালদহ দক্ষিণে উপ নির্বাচনে জয়ী হন তাঁর ভাই আবু হাসেম খান চৌধুরী (ডালু)। তারপর ২০০৯, ২০১৪, ২০১৯ তিন বারেই ম্যাজিক দেখিয়েছে গনি ম্যাজিক। তবে ,২০০৯ বা ২০১৪ সালের ভোটের ব্যবধান ভাল থাকলেও ২০১৯ তা কমে দাঁড়ায় ৮,২২২টি ভোটে। এই বারে কংগ্রেসের প্রার্থী গনি সাহেবের ভাইপো ডালু পুত্র ঈশা খান চৌধুরী। আবার শাসক দল তৃণমূলের প্রার্থী শাহনওয়াজ আলি রায়হান। তরুণ মুখ, পরিচিতি রয়েছে বিজেপি বিরোধী আন্দোলনের জন্য। বিজেপি প্রার্থী ইংরেজবাজারের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। যদিও তিনি অবশ্য ২০১৯ সালেও লোকসভা ভোটে প্রার্থী ছিলেন এই কেন্দ্রে। তবে গত লোকসভা ভোটে কংগ্রেস জিতলেও ২০২১ সালে বিধানসভা ভোটে পালটে গিয়েছে অঙ্ক। ৭টি বিধানসভা আসনের ৬টিতে জয় পায় তৃণমূল এবং ১টিতে বিজেপি। তাই এই বারে জয় যে কোনও পক্ষের জন্য খুব সহজ নয় তা বলাই বাহুল্য।
মালদহ উত্তর লোকসভা কেন্দ্র Maldah North Loksabha:
দুপুর ২:০০-
১। মালদহের রতুয়ায় বুথের বাইরে ব্যপক বোমাবাজি। মুড়ি-মুড়কিড় মতো ফাটলো বোমা, আতঙ্কিত সাধারণ মানুষ।
সকাল ১০: ১৫– ইংরেজবাজারে বিজেপিউ এজেন্টকে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ। পুলিশের সঙ্গে বচসায় জড়ালো বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী।
সকাল ৯: ১৬–
১। রতুয়ার ২০১ নম্বর বুথে ভোটারদের ধুকতে বাঁধা।
মালদহ উত্তরে তৃণমূলের তরফে প্রার্থী হয়েছেন প্রসূন বন্দ্যোপাধ্যায়, বিজেপির খগেন মুর্মু এবং কংগ্রেসের মোস্তাক আলম। উত্তর মালদা লোকসভা কেন্দ্রে মোট সাতটি বিধানসভার মধ্যে রয়েছে- পুরাতন মালদা, হবিবপুর , গাজোল, চাচোল, রতুয়া, মালতিপুর এবং হরিশ্চন্দ্রপুর। সব মিলিয়ে মালদহ উত্তরে মোট ভোট কেন্দ্র রয়েছে ১৮১২ টি। স্পর্শকাতর ভোটকেন্দ্র ৬৫১মালদহ উত্তর লোকসভা কেন্দ্রের মোট ভোটার সংখ্যা রয়েছে ১৮ লক্ষ ৫৮ হাজার ১১৬। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৫৫ জন। পুরুষ ভোট রয়েছে ৯ লক্ষ ৪৪ হাজার ৩৩৩ । মহিলা ভোটার রয়েছে ৯ লক্ষ ১৩ হাজার ৭২৮ জন। এই কেন্দ্রে ১৪৪ কোম্পানি বাহিনী মোতায়েন করা হচ্ছে। মহিলা পরিচালিত বুধ ৩৩টি।
জঙ্গীপুর লোকসভা কেন্দ্র Jangipur Loksabha:
দুপুর ১:১৫-
১। কংগ্রেসের পর এ বার বিজেপি। গরম ঘুগনি, মুড়ি খাইয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। জঙ্গিপুর লোকসভার অন্তর্গত মহিষাইল ২ গ্রাম পঞ্চায়েতের পারুলিয়া গ্রামের ১৭ নম্বর নতুন পারুলিয়া প্রাথমিক বিদ্যালয়ের ২০৬ নম্বর বুথ থেকে বেরোলে বিজেপির ক্যাম্প অফিস থেকে পাওয়া যাচ্ছে মুড়ি-ঘুগনি। শাসক দলের অভিযোগ নির্দিষ্ট চিহ্নে ভোট দিলেই নাকি বিজেপি মুড়ি ঘুগনি দিচ্ছে ভোটারদের।
সকাল ৯: ১৫–
১। জঙ্গীপুরে বিজেপি প্রার্থীর সঙ্গে তৃণমূল নেতার হাতাহাতি।
খড়গ্রাম, নবগ্রাম, জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ, সুতি, সাগরদিঘী ও লালগোলা বিধানসভা নিয়ে জঙ্গিপুর লোকসভা। ৩৪ বছরের বাম জমানায় তিন বার এই আসনে জিতেছে কংগ্রেস।তার মধ্যে দু’বার (২০০৪ এবং ২০০৯) জিতেছিলেন প্রয়াত প্রণব মুখোপাধ্যায়।২০১২-র উপনির্বাচন এবং ২০১৪-র লোকসভা ভোটে প্রণব-পুত্র অভিজিৎ জিতলেও ২০১৯-এ তাঁকে তৃতীয় স্থানে ঠেলে জয়ী হন তৃণমূলের খলিলুর রহমান। বিজেপি দ্বিতীয় হয়।২০২১-এর বিধানসভা নির্বাচনে এই লোকসভার অন্তর্গত সাতটি তৃণমূল জেতে।তৃণমূল প্রার্থীর মৃত্যুর জেরে ২০২৩-এর উপনির্বাচনে সাগরদিঘিতে জেতেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস। যদিও পরে তিনি তৃণমূলে যোগ দেন। এ বার আবার খলিলুর রহমানকেই প্রার্থী করেছে তৃণমূল। কংগ্রেসের প্রার্থী মোর্তজা হোসেন। মোর্তজা কংগ্রেসের প্রয়াত মন্ত্রী আব্দুস সাত্তারের ভাই সিরাজুল ইসলামের নাতি। বিজেপির প্রার্থী জেলা সভাপতি ধনঞ্জয় ঘোষ। লক্ষ্য হিন্দু ভোট।