আজ বেঁচে থাকলে কী করতেন বলি অভিনেতা ইরফান খান, সমাজমাধ্যমে আবেগঘন পোস্ট স্ত্রী সুতপার

0 25

 ইরফান খানের মৃত্যু বার্ষিকীতে সমাজমাধ্যমে আবেগঘন পোস্ট তাঁর স্ত্রী সুতপা সিকদারের। ইরফান খান, নামটা আজও তাঁর মৃত্যুর ৪ বছর পরেও সমান উজ্জ্বল সিনেমা প্রেমীদের কাছে। কেবল ভারতীয় সিনেমা নয় বিশ্ব সিনেমার জগতেও তাঁর অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের। তবে আজ ইরফান নেই। ক্যানসার রোগে আক্রান্ত হয়ে দেহত্যাগ করেছেন তিনি। ইরফানের স্ত্রী বঙ্গ তনয়া। দীর্ঘ দিনের প্রেম, তারপর বিয়ে। স্বামীর মৃত্যুর ৪ বছর পরে ইরফানকে নিয়ে কী লিখলেন সুতপা?

একরাশ আবেগ নিয়ে সুতপা লিখেছেন আজ যদি ইরফান দীর্ঘ ৪ বছর ইরফানকে ছাড়া অনেক হতাশা এবং ভয় নিয়ে কাটিয়েছেন তাঁরা। এবং ইরফানের চলে যাওয়ার পর তিনি সবথেকে বেশী মিস করেন ইরফানের সঙ্গে তাঁর কথোপকথোন। তাঁর কথায়, ‘ইরফান আমাকে ছেড়ে চলে গেছে ৪ বছর তিন দিন। চার বছর? একটা অপরাধবোধ আমার শরীর জুড়ে বয়ে যায়। এই ৪ বছর ইরফানকে ছাড়া দুঃখ, ভয়, হতাশা এবং অসহায়ত্বের সম্মুখীন হয়েছি। কিন্তু তবু এই ৪ বছরের থেকে সময় আমি তাঁর সঙ্গে কাটিয়েছি। আমি তাকে ১৯৮৪ সাল থেকে  চিনি দীর্ঘ ৩৬ বছর ইরফানের সঙ্গে কাটিয়েছি। তাই আমি নিশ্চিত আমার মৃত্যু অবধি আমি তাঁকে ছাড়া যতদিন বাঁচবো তাঁর থেকে তা ইরফানের সঙ্গে কাটানো সময়ের থেকে কম হবে। তারপর আমি ভাবলাম ২০২৪ সালে যদি আমার সাথে ইরফান শারীরিকভাবে থাকতেন তা হলে আজ আমরা কী কথা বলতাম? কারণ এটাই আমি সবথেকে বেশি মিস করি।’

এরপরেই আজ ইরফান খান বেঁচে থাকলে কী কথা বলতেন তাঁরা, সেটাই কল্পনা করে লিখেছেন সুতপা। তাঁর কথায় আজ যদি ইরফান বেঁচে থাকতেন তা হলে হয়তো শুটিং থেকে ফেরার পরে তিনি বই পড়তেন, বা তাঁদের বিড়ালকে আদর করতেন। তারপর তাঁরা হয়তো ‘চমকিলা’ সিনেমায় দিলজিত দোসাঞ্জের অদ্ভুত সুন্দর অভিনয় নিয়ে কথা বলতেন। বা ‘ভিদা করো’ গানটি নিয়ে। এই গানের লেখক ইরশাদ কামিলের ভক্ত ছিলেন ইরফান। হয়তো তাঁদের আলোচ্য বিষয় এটাই হতো। অথবা ইরফান এবং তাঁর ম্যানেজার মনপ্রীত বসে তাঁদের কাজের বিষয়ে কথা বলতেন। হয়তো ইরফান মালায়লি ছবিতে কাজ করার কথা বলতেন। তিনি মালায়ালম অভিনেতা ফারহাদ ফাসিলের সঙ্গে কাজ করতে চাইতেন বলে জানান সুতপা। যদি হিন্দি সিনেমায় সেই সুযোগ না হয় তা হলে মালায়লম সিনেমাতে অভিনয় করতে চাইতেন ইরফান।  

Leave A Reply

Your email address will not be published.