অঞ্জন দত্তের মাস্টারপিস! অবশেষে অঞ্জন দত্ত পরিচালিত ‘চালচিত্র এখন’-এর ট্রেলার প্রকাশ করলো ‘হইচই’। হইচই ওটিটি-তে ছবিটি মুক্তি পাচ্ছে ১০ মে। দত্ত ভার্সাস দত্ত-এর সেই নস্টালজিয়াকে ভাসিয়ে দিয়ে এবার তিনি আসছেন আরও এক স্বনামধন্য চরিত্রের আবর্তে। যে চরিত্র খোদ বাংলা ও বাঙালির চলচ্চিত্র ইতিহাসের কিংবদন্তির তকমা পাওয়া মৃণাল সেনকে অবলম্বন করে। ছবির নাম- ‘চালচিত্র এখন’ (Chaalchitra Ekhon)। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সামনে এসেছিল ‘চালচিত্র এখন’ ছবিটি। এবার সরকারিভাবে মুক্তি পাচ্ছে সাধারণ দর্শকদের জন্য। হইচই ওটিটি-তে ছবিটি মুক্তি পাচ্ছে ১০ মে। তার আগে ২২-এ এপ্রিল ছবির পোস্টার মুক্তি করেছিল এসভিএফ।
‘চালচিত্র এখন’ ছবিটি অনুপ্রাণিত হয়েছে মৃণাল সেন ও অঞ্জন দত্তের মধ্যেকার সম্পর্ক এবং ‘চালচিত্র’ ছবি তৈরির নেপথ্যের বিভিন্ন কাহিনি-র কোলাজ অবলম্বনে। মৃণাল সেনের অন্যতম এক পছন্দের এবং প্রিয় অভিনেতা ছিলেন অঞ্জন। চালচিত্র ছবিটি তৈরি হয়েছিল ৮০-র দশকে। মৃণাল সেন তখন ৪০-এর এক তরুণ তুর্কি। আর এক ঘোর লাগা স্বপ্নের আধারে ঘুরে বেড়ানো তরুণ অঞ্জন দত্ত। তখন তাঁর বয়ন মাত্র ২৬। জার্মানির ইদ্দেশে পাড়ি জমানোর জন্য তৈরি হচ্ছিলেন অঞ্জন। কিন্তু নাছোড় মৃণাল সেন ততক্ষণে তরুণ অঞ্জনের পাগলামোকে ঘিরে তৈরি করে ফেলেছিলেন চালচিত্রের চিত্রনাট্য। স্বাভাবিকভাবেই গুরু মৃণাল সেনের কথা ফেলতে পারেননি অঞ্জন। তিনি জার্মানি যাওয়ার উদ্দেশ্য ত্যাগ করে থেকে গিয়েছিলেন কলকাতায়। শ্যুটিং করেছিলেন চালচিত্র ছবিটির জন্য।
‘চালচিত্র এখন’- ছবিটি এক গুরু-শিষ্যের কাহিনিকে তুলে ধরেছে বলে জানিয়েছেন অঞ্জন দত্ত। তবে, এই ছবিটিকে নিছক একটা বায়োপিক বলতে আপত্তি রয়েছে তাঁর। ‘চালচিত্র এখন’ ছবির প্রেক্ষাপট ৮০ দশকেই রেখেছেন অঞ্জন। তাঁর মতে এটা একটা পিরিয়ডিক ড্রামা। মৃণাল সেনের চরিত্রে অভিনয় করছেন খোদ অঞ্জন দত্ত। তরুণ অঞ্জন দত্তের চরিত্রে রয়েছেন নবাগত শাওন চক্রবর্তী। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্যের ছাত্র শাওন। এছাড়াও রয়েছেন বিদিপ্তা চক্রবর্তী। মৃণাল সেনেরই বিভিন্ন ছবি থেকে অনুপ্রাণিত হয়ে ‘চালচিত্র এখন’-ছবিতে গান তৈরি করা হয়েছে। সুরকার অঞ্জন পুত্র নীল দত্ত।
সম্প্রতি সত্যজিৎ রায়-এর চরিত্রকে অবলম্বন করে ছবি তৈরি করেছেন অনিক দত্ত। কিন্তু, মৃণাল সেনের চরিত্রকে মূল প্রতিপাদ্য করে কোনও সিনেমা এখনও পর্যন্ত তৈরি হয়নি। সেক্ষেত্রে মৃণাল সেনকে এটা তাঁর শ্রদ্ধা বলেও মনে করছেন অঞ্জন দত্ত। মৃণাল সেন ও অঞ্জন দত্তের যুগলবন্দিকে ফুটিয়ে তোলাটা সহজ ছিল না। কারণ, মৃণাল সেন একজন বিশ্ব বরেন্যে চলচ্চিত্র পরিচালক হলেও, অঞ্জন তখন সদ্য দার্জিলিঙের কনভেন্ট ফেরত এক তরুণ। মুখে অনর্গল ইংরাজি ভাষা। স্বপ্ন দেখেন বব ডিলান হওয়ার। মুখে মুখে ঘুরে ফেরে জন ডেনভারের সুর। সেই সঙ্গে আদ্যোপান্ত এক তরুণ- যার অভিনয় গুণের সঙ্গে জুড়ে যাকা একাধিক সৃষ্টিশীলতা নজর কেড়়েছিল তৎকালীন বহু বরেন্য মানুষের।
স্বাভাবিকভাবেই ‘চালচিত্র এখন’ ছবিতে তরুণ অঞ্জনের চরিত্রে অভিনয় করা শাওনের মধ্যে এই গুণগুলোকে ফুঁটিয়ে তুলতে প্রবল পরিশ্রম করতে হয়েছে পরিচালক অঞ্জনকে। তবে, তাঁর মতে মৃণাল সেনের চরিত্রের জন্য তাঁকে বেশি পরিশ্রম করতে হয়নি। কারণ, মৃণাল সেনকে তিনি বাড়ির লোকের মতোই চেনেন।